বিনোদন প্রতিবেদক

নতুন বাংলা ওয়েব সিরিজ ‘আমাদের বাড়ি’ আনছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিফাইভ গ্লোবাল । কাজী রাহাত পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, নাদের চৌধুরী, দীপা খন্দকার, রওনক হাসান, নাজিবা বাশার, সাদিকা স্বর্ণাসহ আরো অনেকে। আগামী ২৭ নভেম্বর থেকে প্রচার শুরু হবে দীর্ঘ এই ওয়েব সিরিজ।
‘আমাদের বাড়ি’র গল্প রচিত হয়েছে একটি সুখী পরিবারকে ঘিরে; একটি যৌথ পরিবার যেখানে পারস্পরিক ভালবাসাই মূল শক্তি। এই শক্তিই পরিবারটিকে নানা ঘাত-প্রতিঘাতের সাথে লড়াই করে জয়ী করে তোলে। জিফাইভ অরজিনাল ড্রামা সিরিজটিতে চিত্রায়িত হয়েছে নিত্যদিনের পারিবরিক হাস্যরস, খুনসুটি এবং আবেগপ্রবণ সব ঘটনা।
জিফাইভ গ্লোবাল’র চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, “আমাদের লক্ষ্য বিশ্বজুড়ে আমাদের দর্শকদের ভারত, পাকিস্তান ও বাংলাদেশের কাহিনীর মাধ্যমে বিনোদিত করা। আমাদের বাংলাদেশি অরিজিনালগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে; শুধু বাংলাদেশে নয়, বিশ্বজুড়েই এই জনপ্রিয়তা। আমাদের প্রথম জিফাইভ অরিজিনাল ড্রামা সিরিজ ‘রূপকথা নয়’-এর সফল সূচনার পর পারিবারিক কাহিনী নিয়ে ২০ পর্বের আরো একটি কনটেন্ট ‘আমাদের বাড়ি’ আনলাম আমরা; সারা বিশ্বের দর্শকদের জন্য এটি আমাদের আরেকটি বাংলাদেশি অরিজিনাল।
পরিচালক কাজী রাহাত বলেন, ‘নব্বইয়ের দশকের শুরুর দিকে আমার ছেলেবেলায় টেলিভিশনে পারিবারিক কাহিনীর অনেক নাটক দেখেছি। তাই এই ঘরানার কাজ করার আগ্রহটা আমার অনেকদিনের। এটিই আমার প্রথম অরিজিনাল ড্রামা সিরিজ। তাই একটি মানসস্মত ও বিনোদনমূলক কনটেন্ট তৈরি করতে আমি আমার সবটা ঢেলে দিয়েছি। পাশাপাশি আমি পাশে পেয়েছি অসাধারণ সব কাহিনী লেখকদের। অভিনেতা তারিক আনাম খান, নাদের চৌধুরী, রওনক হাসান ও দীপা খন্দকারের মতো শিল্পীরা তাঁদের সাধ্যের সবটা দিয়ে সহয়োগিতা করেছেন। আমার বিশ্বাস সিরিজটি সবার ভালো লাগবে।’

নতুন বাংলা ওয়েব সিরিজ ‘আমাদের বাড়ি’ আনছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিফাইভ গ্লোবাল । কাজী রাহাত পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, নাদের চৌধুরী, দীপা খন্দকার, রওনক হাসান, নাজিবা বাশার, সাদিকা স্বর্ণাসহ আরো অনেকে। আগামী ২৭ নভেম্বর থেকে প্রচার শুরু হবে দীর্ঘ এই ওয়েব সিরিজ।
‘আমাদের বাড়ি’র গল্প রচিত হয়েছে একটি সুখী পরিবারকে ঘিরে; একটি যৌথ পরিবার যেখানে পারস্পরিক ভালবাসাই মূল শক্তি। এই শক্তিই পরিবারটিকে নানা ঘাত-প্রতিঘাতের সাথে লড়াই করে জয়ী করে তোলে। জিফাইভ অরজিনাল ড্রামা সিরিজটিতে চিত্রায়িত হয়েছে নিত্যদিনের পারিবরিক হাস্যরস, খুনসুটি এবং আবেগপ্রবণ সব ঘটনা।
জিফাইভ গ্লোবাল’র চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, “আমাদের লক্ষ্য বিশ্বজুড়ে আমাদের দর্শকদের ভারত, পাকিস্তান ও বাংলাদেশের কাহিনীর মাধ্যমে বিনোদিত করা। আমাদের বাংলাদেশি অরিজিনালগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে; শুধু বাংলাদেশে নয়, বিশ্বজুড়েই এই জনপ্রিয়তা। আমাদের প্রথম জিফাইভ অরিজিনাল ড্রামা সিরিজ ‘রূপকথা নয়’-এর সফল সূচনার পর পারিবারিক কাহিনী নিয়ে ২০ পর্বের আরো একটি কনটেন্ট ‘আমাদের বাড়ি’ আনলাম আমরা; সারা বিশ্বের দর্শকদের জন্য এটি আমাদের আরেকটি বাংলাদেশি অরিজিনাল।
পরিচালক কাজী রাহাত বলেন, ‘নব্বইয়ের দশকের শুরুর দিকে আমার ছেলেবেলায় টেলিভিশনে পারিবারিক কাহিনীর অনেক নাটক দেখেছি। তাই এই ঘরানার কাজ করার আগ্রহটা আমার অনেকদিনের। এটিই আমার প্রথম অরিজিনাল ড্রামা সিরিজ। তাই একটি মানসস্মত ও বিনোদনমূলক কনটেন্ট তৈরি করতে আমি আমার সবটা ঢেলে দিয়েছি। পাশাপাশি আমি পাশে পেয়েছি অসাধারণ সব কাহিনী লেখকদের। অভিনেতা তারিক আনাম খান, নাদের চৌধুরী, রওনক হাসান ও দীপা খন্দকারের মতো শিল্পীরা তাঁদের সাধ্যের সবটা দিয়ে সহয়োগিতা করেছেন। আমার বিশ্বাস সিরিজটি সবার ভালো লাগবে।’

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
৪ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
৪ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৪ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
৪ ঘণ্টা আগে