ব্যান্ডতারকা জন কবির গত বছর থেকে ইউটিউবে শুরু করেছেন বিশেষ শো ‘আই স্টার্টেট আ পডকাস্ট’। এ শোয়ে তাঁর মুখোমুখি হয়েছিলেন বিভিন্ন অঙ্গনের আলোচিত ব্যক্তিরা। ছিলেন মডেল নোবেল, নুসরাত ফারিয়া, নুহাশ হুমায়ুনসহ অনেকেই।
‘ইন্দালো’ ব্যান্ডের ভোকাল জন কবির জানিয়েছেন, তিনি ‘আই স্টার্টেট আ পডকাস্ট’-এর দ্বিতীয় সিজন শুরু করতে যাচ্ছেন। দ্বিতীয় মৌসুমের শুরুতেই এ শোয়ে দেখা যাবে অভিনেত্রী আফসানা মিমিকে। ফেসবুকে মিমির সঙ্গে নিজের ছবি পোস্ট করে খবরটি জানিয়েছেন জন।
কয়েক বছর পর আবারো ধারাবাহিক নাটক পরিচালনা করছেন আফসানা মিমি। বিটিভিতে প্রচার হচ্ছে তাঁর পরিচালনায় ‘সায়ংকাল’। কথাশিল্পী শওকত আলীর উপন্যাস ‘দক্ষিণায়নের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল ও আফসানা মিমি।
অন্যদিকে জন কবির মাঝে কয়েকবছর অভিনয়ে ব্যস্ত থাকলেও ইদানীং অভিনয়ে একেবারেই দেখা যাচ্ছে না তাঁকে। বরং পুরোপুরি মন দিয়েছেন গান বানানোয়। এখন তিনি কাজ করছেন নিজের একক অ্যালবাম নিয়ে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে এবারই প্রথম নিজের একক অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন জন। অ্যালবামের নাম হবে ‘অপ্রাসঙ্গিক’। এ অ্যালবামের একটি গান ‘সুখী মানুষের কান্না’ গত জুনে প্রকাশ করেছেন ইউটিউবে।
অভিনয় থেকে দূরে থাকা প্রসঙ্গে জন বলেন, ‘যতক্ষণ ভালো লাগে, যতক্ষণ মায়া থাকে, কাজ করতে কোনো সমস্যা নেই। যখন মায়া ছাপিয়ে বিষয়টিতে অন্য কিছু চলে আসে, তখন মন উঠে যায়। আমার জীবনের একটাই লক্ষ্য, প্রতিনিয়ত নতুন কিছু করা। কোথাও নিজেকে আটকে রাখতে চাই না।’
জন কবির জানিয়েছেন, ‘আই স্টার্টেট আ পডকাস্ট’ এর দ্বিতীয় সিজনে আফসানা মিমি শোনাবেন তাঁর ব্যক্তিগত ও ক্যারিয়ার নিয়ে অনেক অজানা গল্প। এখনকার মিডিয়া পরিস্থিতি নিয়েও কথা বলবেন তিনি। খুব শিগগিরই জন কবিরের ইউটিউব চ্যানেলে শুরু হবে ‘আই স্টার্টেট আ পডকাস্ট’ এর দ্বিতীয় সিজনের প্রচার।

দক্ষিণ কোরিয়ার বিনোদন অঙ্গনে আবারও নেমে এল শোকের ছায়া। জনপ্রিয় কোরিয়ান গায়িকা মো সু-জিন মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন। তাঁর পরিবার মৃত্যুর কারণ প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর এজেন্সি ‘প্যানিক বাটন’ এক বিবৃতিতে এই দুঃসংবাদ নিশ্চিত করেছে।
৬ ঘণ্টা আগে
বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক নতুন ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’। আজ ৩০ জানুয়ারি রাত ৯টায় প্রচারিত হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব। উপস্থাপনায় রশিদ সাগর। একক গান, লোকগান, পুঁথিপাঠ, নাচ, নাটিকা, নৃত্যনাট্য, তারকা আড্ডাসহ নানা বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। প্রতি মাসেই ম্যাগাজিন অনুষ্ঠানটির নতুন
৮ ঘণ্টা আগে
বর্তমান যুগ যেখানে অবিরাম কাজ, ক্রমাগত কন্টেন্ট উৎপাদন এবং সারাক্ষণ নিজেকে জাহির করার নেশায় মত্ত, সেখানে দাঁড়িয়ে হুট করে ‘না’ বলাটা অনেকটা বৈপ্লবিক সিদ্ধান্তের মতো শোনায়। ঠিক এই কাজটিই করে দেখালেন ভারতীয় সংগীত জগতের রাজপুত্র অরিজিৎ সিং এবং জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান জাকির খান।
১২ ঘণ্টা আগে
গতকাল নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসর। এবারের আসরে জায়গা করে নিয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’। উৎসবের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা বিভাগ বিগ স্ক্রিন কম্পিটিশনে লড়বে সিনেমাটি।
১৮ ঘণ্টা আগে