বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রথমবারের মতো আলম আরা মিনুর সঙ্গে গাইলেন ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু। গানের শিরোনাম ‘দু চোখের চাদরে, রেখে দেব আদরে’। গানটির সুরও করেছেন নোলক বাবু, কথা লিখেছেন তরুণ সিং। সংগীত আয়োজন করেছেন এস ডি সাগর। গত সোমবার রাতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
নতুন গানটি নিয়ে আলম আরা মিনু বলেন, ‘গানের কথা ও সুর ভালো হয়েছে। রোমান্টিক ঘরানার একটি গান। নোলক এমনিতেই খুব ভালো গায়। যেহেতু এ গানটি তাঁর নিজের সুর করা, তাই মনে হয় গানটির প্রতি একটু বেশি দরদ দেখতে পেয়েছি তাঁর মাঝে। খুব যত্ন নিয়ে গেয়েছে। আমিও চেষ্টা করেছি মন দিয়ে গাইতে। সব মিলিয়ে খুব ভালো হয়েছে। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
নোলক বাবু বলেন, ‘আলম আরা মিনু শ্রদ্ধেয় শিল্পী। তিনি বাংলাদেশের সংগীতাঙ্গনের গর্ব। তাঁর সঙ্গে প্রথমবার দ্বৈত গান গাইতে পারাটা আমার জন্য বড় পাওয়া। ভীষণ ভালো লাগল মিনু আপার সঙ্গে গাইতে পেরে। চেষ্টা করেছি সুন্দর সুরের একটা গান শ্রোতাদের উপহার দিতে।’
উল্লেখ্য, ১৯৮৯ সালে আইয়ুব বাচ্চুর সুরে প্রকাশিত হয় আলম আরা মিনুর প্রথম অ্যালবাম ‘তোমার দেয়া সে কথার মালা’। এই অ্যালবামে মিনু গেয়েছিলেন ‘সে তারা ভরা রাতে’। পরে গানটি আইয়ুব বাচ্চু নিজেও গেয়েছিলেন। এখন পর্যন্ত আলম আরা মিনুর বিশটিরও বেশি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। শতাধিক মিক্সড অ্যালবামে গান গেয়েছেন তিনি। প্লেব্যাক করেছেন শতাধিক সিনেমায়।
কদিন আগে প্রকাশিত হয়েছে নোলক বাবুর গাওয়া প্রার্থনামূলক গান ‘ইয়া যাল জালালি ওয়াল ইকরাম’। গানটি লিখেছেন ও সুর করেছেন আনিসুল ইসলাম। মিউজিক করেছেন রোজেন রহমান।
প্রথমবারের মতো আলম আরা মিনুর সঙ্গে গাইলেন ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু। গানের শিরোনাম ‘দু চোখের চাদরে, রেখে দেব আদরে’। গানটির সুরও করেছেন নোলক বাবু, কথা লিখেছেন তরুণ সিং। সংগীত আয়োজন করেছেন এস ডি সাগর। গত সোমবার রাতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
নতুন গানটি নিয়ে আলম আরা মিনু বলেন, ‘গানের কথা ও সুর ভালো হয়েছে। রোমান্টিক ঘরানার একটি গান। নোলক এমনিতেই খুব ভালো গায়। যেহেতু এ গানটি তাঁর নিজের সুর করা, তাই মনে হয় গানটির প্রতি একটু বেশি দরদ দেখতে পেয়েছি তাঁর মাঝে। খুব যত্ন নিয়ে গেয়েছে। আমিও চেষ্টা করেছি মন দিয়ে গাইতে। সব মিলিয়ে খুব ভালো হয়েছে। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
নোলক বাবু বলেন, ‘আলম আরা মিনু শ্রদ্ধেয় শিল্পী। তিনি বাংলাদেশের সংগীতাঙ্গনের গর্ব। তাঁর সঙ্গে প্রথমবার দ্বৈত গান গাইতে পারাটা আমার জন্য বড় পাওয়া। ভীষণ ভালো লাগল মিনু আপার সঙ্গে গাইতে পেরে। চেষ্টা করেছি সুন্দর সুরের একটা গান শ্রোতাদের উপহার দিতে।’
উল্লেখ্য, ১৯৮৯ সালে আইয়ুব বাচ্চুর সুরে প্রকাশিত হয় আলম আরা মিনুর প্রথম অ্যালবাম ‘তোমার দেয়া সে কথার মালা’। এই অ্যালবামে মিনু গেয়েছিলেন ‘সে তারা ভরা রাতে’। পরে গানটি আইয়ুব বাচ্চু নিজেও গেয়েছিলেন। এখন পর্যন্ত আলম আরা মিনুর বিশটিরও বেশি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। শতাধিক মিক্সড অ্যালবামে গান গেয়েছেন তিনি। প্লেব্যাক করেছেন শতাধিক সিনেমায়।
কদিন আগে প্রকাশিত হয়েছে নোলক বাবুর গাওয়া প্রার্থনামূলক গান ‘ইয়া যাল জালালি ওয়াল ইকরাম’। গানটি লিখেছেন ও সুর করেছেন আনিসুল ইসলাম। মিউজিক করেছেন রোজেন রহমান।
অভিষেক বচ্চন গত রাতে মুম্বাইয়ে অনুষ্ঠিত ফিল্ম ফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২৪-এ উপস্থিত হয়েছিলেন। তিনি অভিনেত্রী কারিনা কাপুরকে পুরস্কার দিয়েছিলেন, যাঁর সঙ্গে ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমা করেছিলেন। এই সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন অভিষেক।
১ ঘণ্টা আগেদক্ষিণ ভারতের কন্নড় সিনেমা ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শোবিতা শিবান্নাকে তার ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশের বলছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে...
৬ ঘণ্টা আগেকলকাতার বইমেলার পর চলচ্চিত্র উৎসবেও জায়গা হয়নি বাংলাদেশের। ৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (কেআইএফএফ) ২৯টি দেশের ১৮০টি সিনেমা স্থান পেলেও তালিকায় নেই বাংলাদেশের সিনেমা। রাজনৈতিক পটপরিবর্তন ও ভিসা জটিলতাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন কেআইএফএফের চেয়ারম্যান গৌতম ঘোষ...
৮ ঘণ্টা আগেসিনেমায় এক যুগের ক্যারিয়ার দুলকার সালমানের। এই দীর্ঘ সময়ে তিনি শুধু সাফল্য পেতেই অভ্যস্ত ছিলেন। ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা ‘উস্তাদ হোটেল’ দিয়ে সাফল্যের শুরু। এরপর তিনি হয়ে ওঠেন ব্যস্ততম মালয়ালম অভিনেতা। নিজের ইন্ডাস্ট্রি ছাড়িয়ে দেখা দিয়েছেন তামিল, তেলুগু ও হিন্দি সিনেমায়। উপহার দিয়েছেন ‘বেঙ্গালুরু..
৮ ঘণ্টা আগে