বিনোদন প্রতিবেদক, ঢাকা

একসঙ্গে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও নাজমুন মুনিরা ন্যান্সি। দুজনের সঙ্গে আলাদাভাবে কাজ হয়েছে আরেক সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের। এবার প্রথবারের মতো ইমরান মাহমুদুলের সুর ও সংগীতায়োজনে একসঙ্গে গাইলেন হাবিব ও ন্যান্সি। ঈদ উপলক্ষে নির্মিত ‘হৃদয়ের কথা’ নাটকের একটি গানে কণ্ঠ দিয়েছেন তাঁরা।
গতকাল সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে হাবিব ও ন্যান্সির গাওয়া ‘ভালোবাসি শুধু যে তোমারে’ শিরোনামের গানটি। গানের কথা লিখেছেন আহমেদ রিজভী। ভিডিওতে দেখা গেল নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনীকে।
ফেসবুকে গানটি শেয়ার করে ইমরান মাহমুদুল লিখেছেন, ‘হাবিব ওয়াহিদ ও ন্যান্সি একসঙ্গে মানেই দারুণ কিছু। তাঁদের কণ্ঠে এবার হৃদয় ছুঁয়ে যাওয়া এক গান হৃদয়ের কথা নাটকে। শিরোনাম “ভালোবাসি শুধু যে তোমারে”। হাবিব ন্যান্সি জুটি প্রথমবারের মতো আমার সুর ও সংগীতে একসঙ্গে গাইলেন। অনেক ভালোবাসার একটা গান। এখন আপনাদের কাছে দিয়ে দিলাম।’
‘হৃদয়ের কথা’ নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। নাটকের গল্পে দেখা যাবে মফস্বলের দুই তরুণ-তরুণী হৃদয় ও কথা একে অপরকে ভালোবাসে। একসময় হৃদয়ের কাছে এসে কথা জানায় তাকে ভুলে যেতে, না হলে তাকে নিয়ে পালিয়ে যেতে। এরপর পালিয়ে বিয়ে করে তারা। ঘটনাক্রমে খুন হয় কথা। তার পরিবারের সবাই সন্দেহ করে হৃদয়কে। যে মেয়েকে ভালোবাসে বিয়ে করল হৃদয়, তাকে খুনের অভিযোগে জেল হয় তার। কথার সঙ্গে ঠিক কী হয়েছিল আর হৃদয় খুনি কি না, তা জানা যাবে নাটক রিলিজের পর। শিগগিরই সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এই নাটক। এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, এ কে আজাদ সেতু প্রমুখ।

একসঙ্গে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও নাজমুন মুনিরা ন্যান্সি। দুজনের সঙ্গে আলাদাভাবে কাজ হয়েছে আরেক সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের। এবার প্রথবারের মতো ইমরান মাহমুদুলের সুর ও সংগীতায়োজনে একসঙ্গে গাইলেন হাবিব ও ন্যান্সি। ঈদ উপলক্ষে নির্মিত ‘হৃদয়ের কথা’ নাটকের একটি গানে কণ্ঠ দিয়েছেন তাঁরা।
গতকাল সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে হাবিব ও ন্যান্সির গাওয়া ‘ভালোবাসি শুধু যে তোমারে’ শিরোনামের গানটি। গানের কথা লিখেছেন আহমেদ রিজভী। ভিডিওতে দেখা গেল নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনীকে।
ফেসবুকে গানটি শেয়ার করে ইমরান মাহমুদুল লিখেছেন, ‘হাবিব ওয়াহিদ ও ন্যান্সি একসঙ্গে মানেই দারুণ কিছু। তাঁদের কণ্ঠে এবার হৃদয় ছুঁয়ে যাওয়া এক গান হৃদয়ের কথা নাটকে। শিরোনাম “ভালোবাসি শুধু যে তোমারে”। হাবিব ন্যান্সি জুটি প্রথমবারের মতো আমার সুর ও সংগীতে একসঙ্গে গাইলেন। অনেক ভালোবাসার একটা গান। এখন আপনাদের কাছে দিয়ে দিলাম।’
‘হৃদয়ের কথা’ নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। নাটকের গল্পে দেখা যাবে মফস্বলের দুই তরুণ-তরুণী হৃদয় ও কথা একে অপরকে ভালোবাসে। একসময় হৃদয়ের কাছে এসে কথা জানায় তাকে ভুলে যেতে, না হলে তাকে নিয়ে পালিয়ে যেতে। এরপর পালিয়ে বিয়ে করে তারা। ঘটনাক্রমে খুন হয় কথা। তার পরিবারের সবাই সন্দেহ করে হৃদয়কে। যে মেয়েকে ভালোবাসে বিয়ে করল হৃদয়, তাকে খুনের অভিযোগে জেল হয় তার। কথার সঙ্গে ঠিক কী হয়েছিল আর হৃদয় খুনি কি না, তা জানা যাবে নাটক রিলিজের পর। শিগগিরই সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এই নাটক। এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, এ কে আজাদ সেতু প্রমুখ।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই নতুন বছরে সুখে থাকুক, দেশে শান্তি ফিরে আসুক। খুব করে চাই, দেশের অবস্থা যেন স্বাভাবিক হয়। আমরা সাধারণ মানুষ যেন নিরাপদ জীবন যাপন করতে পারি। ব্যক্তিজীবনে খুব শান্তিপূর্ণ জীবন যাপন করি। এটা সম্ভব হয়েছে আমার পরিবার এবং আশপাশের মানুষদের জন্য।
১৪ ঘণ্টা আগে
ছেলের অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে কানাডায় আছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সেখান থেকেই নিয়মিত গান করছেন তিনি। নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীর জন্য গান লিখছেন, সুর করছেন। এবার তিনি সুর করলেন মৌমিতা বড়ুয়ার একটি গানের। শিরোনাম ‘তোমায় রেখেছিলাম এগিয়ে’।
১৪ ঘণ্টা আগে
আজ বছরের প্রথম দিন মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। গ্রামের দুই পরিবারের বৈরিতার গল্পে ধারাবাহিকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। রচনা করেছেন বৃন্দাবন দাস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি...
১৪ ঘণ্টা আগে
হলিউডের জন্য ২০২৬ সালটি হতে চলেছে একটি সমৃদ্ধ বছর। হরর, অ্যানিমেশন, সুপারহিরো, অ্যাকশন, ঐতিহাসিক—নানা জনরার সিনেমা মুক্তি পাবে হলিউডে। যারা ভৌতিক গল্পের ভক্ত, তাদের জন্য যেমন রয়েছে ‘স্ক্রিম ৭’, ‘রেডি অর নট ২’, ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার: দ্য বোন টেম্পল’-এর মতো সিনেমা, তেমনি রোমান্টিক গল্পের...
১৪ ঘণ্টা আগে