Ajker Patrika

ইউটিউবে মুক্তি পেল এপিটাফের ‘হারিয়ে ফেলেছি’

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৫: ৩৩
ইউটিউবে মুক্তি পেল এপিটাফের ‘হারিয়ে ফেলেছি’

পঞ্চগড়ের ব্যান্ড এপিটাফের প্রথম গান ‘হারিয়ে ফেলেছি’ প্রকাশ পেয়েছে। গত ৩ ডিসেম্বর তাদের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। ২০২২ সালের ১৮ মার্চ থেকে শুরু হয় এপিটাফের পথচলা। নাইম, রাকিব, সৌরভ, আদিব প্রথমে একটি রক ব্যান্ড গঠনের সিদ্ধান্ত নেন। ব্যান্ডের নামটি অবশ্য সৌরভের কাছ থেকে আসা। 

গানটির ব্যাপারে সৌরভের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এই গান আমাদের আশপাশের সেই সব মানুষকে নিয়ে, যারা ভালোবাসায় কষ্ট পেয়েছে তাদের সব থেকে প্রিয় মানুষটির কাছ থেকে। তবু সেই সব স্মৃতি বয়ে বেড়াচ্ছেন হয়তো বোবা ডায়েরিতে। এই অনুভূতি নিয়েই আমাদের এই গান।’ 

গানে ভোকালে আছেন এম এ নাইম, লিড গিটারে শ্যাম সৌরভ, রিদম গিটারে আছেন রাগিব নিহাল প্রণয় ও আহনাফ আদিল, বেইজ গিটারে রাকিবুল হাসান এবং ড্রামসে মো. আফিফ আরমান আদিব। 

গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন এম এ নাইম। গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন এস আর সবুজ। গানটি এস এস মিউজিক ল্যাবে রেকর্ডিং করা হয়েছে। 

গানটি এখানে শুনুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত