Ajker Patrika

সিনেমায় গাইলেন দুই প্রজন্মের দুই শিল্পী

আপডেট : ০২ নভেম্বর ২০২১, ২২: ৩৬
সিনেমায় গাইলেন দুই প্রজন্মের দুই শিল্পী

প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরা এবং ক্লোজ আপ ওয়ান তারকা মুহিন কণ্ঠ দিয়েছেন এক গানে। ‘জীবন পাখি’ নামের সিনেমায় ‘অন্যের দিওয়ানা’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন দুই প্রজন্মের এই দুই তারকা শিল্পী। 

এএফ সৈকতের মিউজিক কম্পোজিশনে গানটির কথা ও সুর করেছেন চলচ্চিত্রটির নির্মাতা আসাদ সরকার। 

চলচ্চিত্রটির নির্মাতা আসাদ সরকার আজকের পত্রিকাকে বলেন, জীবনকে তুচ্ছ ভেবে মানুষগুলো কীভাবে যেন আত্মহত্যার দিকে ঝুঁকে যায়! এই বিষয়টি বহুদিন ধরেই আমাকে একরকম মানসিক যন্ত্রণা দিয়ে আসছে। দীর্ঘদিন ধরে আত্মহত্যা বিরোধী একটি গল্প নিয়ে কাজ করার কথা ভেবেছি। শেষ পর্যন্ত এটির একটি চিত্রনাট্য তৈরি করে সিনেমা নির্মাণ শুরু করতে যাচ্ছি। আর এই সিনেমার একটি গানে কণ্ঠ দিলেন গুণী শিল্পী ফাতেমা তুজ জোহরা ও মুহিন খান। 

নির্মাতা জানান, অন্যের দিওয়ানা’ শিরোনামের গানটি দুটি ভার্সনে চলচ্চিত্রে ব্যবহার করা হবে। 

দুই প্রজন্মের দুইজন শিল্পীর কণ্ঠ দেওয়ার প্রসঙ্গে নির্মাতা আসাদ সরকার বলেন, সিনেমার গল্পেও প্রজন্ম থেকে প্রজন্মের বিষয়টিকে ধরা হয়েছে। তেমনি গানের ক্ষেত্রেও দুই প্রজন্মকে ধরার চেষ্টা করেছি। তাছাড়া শ্রোতার ফাতেমা তুজ জোহরাকে দীর্ঘ সময় পর সিনেমার গানে শুনতে পাবে। 

কবে থেকে সিনেমার কাজ শুরু হবে এ বিষয়ে আসাদ সরকার বলেন, চলতি মাসের ১১ তারিখ থেকে ‘জীবন পাখি’ সিনেমার শুটিং শুরু হবে। শ্যুটিং স্পট হিসেবে ঠিক করা হয়েছে রাজশাহীর বিভিন্ন অঞ্চল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত