
বর্ষা মৌসুমে দেশে ব্যস্ততা কম থাকে শিল্পীদের। এই মৌসুমের বিকল্প হিসেবে শিল্পীরা ব্যস্ত হচ্ছেন বিদেশের কনসার্টে। চলতি মাসেই ইউরোপের পাঁচটি দেশে সংগীত পরিবেশন করতে ঢাকা ছেড়েছেন বেশ কয়েকজন সংগীতশিল্পী। এ ছাড়া কানাডায় গান শোনাবেন সংগীতশিল্পী মিলা ও ব্যান্ড অ্যাশেজ।
বেলগো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে দেশের বেশ কয়েকজন শিল্পীকে নিয়ে ‘ট্যুর দ্য ইউরোপ’ অনুষ্ঠিত হবে পাঁচটি দেশে। ২২ জুন প্যারিসে আয়োজিত অনুষ্ঠান দিয়ে শুরু হবে তাঁদের পরিবেশনা। গাইবেন সানিয়া সুলতানা লিজা, আয়েশা মৌসুমী ও সাগর বাউল। তাঁদের সঙ্গে থাকবেন অভিনেত্রী তানহা তাসনিয়া ও স্বর্ণলতা। আরও থাকছেন সজল কুমার সাহা, রাজীব আহমেদ ও সেলিমউজ্জামান। উপস্থাপনায় থাকবেন মৌসুমী মৌ।
এরপর ২৯ জুন বেলজিয়ামের লিজ, ৫ জুলাই সুইজারল্যান্ডের জুরিখ, ৬ জুলাই ইতালির মিলান ও ১৩ জুলাই স্পেনের বার্সেলোনায় গান শোনাবেন সানিয়া সুলতানা লিজা, আয়েশা মৌসুমী, সাগর বাউলরা।
বেলগো বাংলার সংগঠনের সভাপতি সাইদুর রহমান লিটন বলেন, ‘এই উৎসব কেবল সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি একটি চলমান সাংস্কৃতিক আন্দোলনের অংশ। প্যারিস, লিজ, জুরিখ ও বার্সেলোনার মতো ইউরোপীয় শহরগুলোতে বাংলার সুর ছড়িয়ে দিতে আমরা আয়োজন করেছি এই সফর।’
লিজা বলেন, ‘এবারের ইউরোপ সফরে পাঁচটি কনসার্টে গান গাইব। শুরু হবে ফ্রান্স শহরে। এর আগে ইতালি ও সুইজারল্যান্ডে পারফর্ম করলেও বাকি দেশগুলোতে এবারই প্রথম গাইব। আশা করছি দর্শকদের মন জয় করে দেশে ফিরতে পারব।’

অন্যদিকে, কানাডার চার শহরে কনসার্ট করবেন সংগীতশিল্পী মিলা ইসলাম। মিলার কানাডা সফরের প্রথম অনুষ্ঠানটি হবে ২৮ জুন। এদিন মন্ট্রিয়ল শহরের রিয়াল্টো থিয়েটারে গাইবেন মিলা। এরপর ২ জুলাই টরন্টো, ৬ জুলাই আটলান্টিক মিউজিক ফেস্ট এবং ১২ জুলাই ক্যালগারিতে কনসার্ট দিয়ে কানাডা সফর শেষ করবেন মিলা।
অ্যাশেজের কানাডা সফর শুরু হবে জুলাইয়ের প্রথম দিন থেকে। আগামী ১ জুলাই টরন্টোর একটি অনুষ্ঠানে গান গাওয়ার মধ্য দিয়ে শুরু হবে তাদের পরিবেশনা। এর পর ৫ জুলাই রেজিনা, ১০ জুলাই নিউফাউন্ডল্যান্ড, ১১ জুলাই হ্যালিফ্যাক্স ও ১৩ জুলাই মন্ট্রিয়লে গাইবে অ্যাশেজ। ঢাকা থেকে ২৯ জুন কানাডার উদ্দেশে রওনা দেওয়ার কথা অ্যাশেজের। ১৪ জুলাই দেশে ফেরার কথা ব্যান্ডটির। এর পর দেশেও বেশ কয়েকটি কনসার্ট করার পরিকল্পনা করছে তাঁদের।

দক্ষিণ কোরিয়ার বিনোদন অঙ্গনে আবারও নেমে এল শোকের ছায়া। জনপ্রিয় কোরিয়ান গায়িকা মো সু-জিন মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন। তাঁর পরিবার মৃত্যুর কারণ প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর এজেন্সি ‘প্যানিক বাটন’ এক বিবৃতিতে এই দুঃসংবাদ নিশ্চিত করেছে।
৬ ঘণ্টা আগে
বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক নতুন ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’। আজ ৩০ জানুয়ারি রাত ৯টায় প্রচারিত হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব। উপস্থাপনায় রশিদ সাগর। একক গান, লোকগান, পুঁথিপাঠ, নাচ, নাটিকা, নৃত্যনাট্য, তারকা আড্ডাসহ নানা বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। প্রতি মাসেই ম্যাগাজিন অনুষ্ঠানটির নতুন
৮ ঘণ্টা আগে
বর্তমান যুগ যেখানে অবিরাম কাজ, ক্রমাগত কন্টেন্ট উৎপাদন এবং সারাক্ষণ নিজেকে জাহির করার নেশায় মত্ত, সেখানে দাঁড়িয়ে হুট করে ‘না’ বলাটা অনেকটা বৈপ্লবিক সিদ্ধান্তের মতো শোনায়। ঠিক এই কাজটিই করে দেখালেন ভারতীয় সংগীত জগতের রাজপুত্র অরিজিৎ সিং এবং জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান জাকির খান।
১২ ঘণ্টা আগে
গতকাল নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসর। এবারের আসরে জায়গা করে নিয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’। উৎসবের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা বিভাগ বিগ স্ক্রিন কম্পিটিশনে লড়বে সিনেমাটি।
১৮ ঘণ্টা আগে