বিনোদন প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ টেলিভিশনে প্রচারের লক্ষ্যে জুলাই গণ-আন্দোলনের এক বছর পূর্তিতে বাংলাদেশ নিয়ে নতুন গান বাঁধলেন সংগীত পরিচালক ও সুরকার ফোয়াদ নাসের বাবু। ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে’ শিরোনামের গানটি লিখেছেন মুশফিক ফজল আনসারী। গানটি গেয়েছেন একঝাঁক নবীন শিল্পী। কণ্ঠ দিয়েছেন স্বীকৃতি, রাশেদ, স্বপ্নীল, সাব্বির জামান, প্রিয়াঙ্কা ও রাবেয়া সেতু।
ফোয়াদ নাসের বাবু বলেন, ‘বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে তারুণ্যদীপ্ত একটি গান তৈরি করাই ছিল আমাদের লক্ষ্য। একদল নবীন শিল্পী কণ্ঠ দিয়েছে গানে। প্রত্যেকেই ভালো গায়, ভালো গেয়েছে। ভালো একটি গান হয়েছে। গানটি শুনে ভালো লাগবে সবার।’
কণ্ঠশিল্পী রাশেদ বলেন, ‘ফোয়াদ নাসের বাবু ভাই একজন পরীক্ষিত শিল্পী ও সুরকার। তাঁর সুরে গাইতে পারাটা যেকোনো শিল্পীর জন্য গৌরবের। তার ওপর এটি দেশের গান। সব মিলিয়ে ভালো লেগেছে আমার।’
শিল্পী সাব্বির জামান বলেন, ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে শিরোনামের গানটি বাংলাদেশ টেলিভিশনে ফিলার হিসেবে প্রচারিত হবে। ফোয়াদ নাসের ভাই আমাদের অনুসরণীয় একজন শিল্পী। বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এই গানটিও দারুণ করেছেন। গানের কথা ভালো লেগেছে আমাদের। আমরা যাঁরা গেয়েছি, তাঁরা সবাই বেশ খুশি। আমার বিশ্বাস, শ্রোতাদের ভালো লাগবে গানটি।’
‘বাংলার গায়েন’খ্যাত শিল্পী রাবেয়া সেতু প্রথমবারের মতো গাইলেন ফোয়াদ নাসের বাবুর সুর ও সংগীতে। সেতু বলেন, ‘আমার সৌভাগ্য বাবু স্যারের সুরে গাইতে পেরেছি। এটা আমার জন্য আগামী দিনের পথচলায় বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আরও যাঁদের সঙ্গে গেয়েছি, তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা।’
জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে গানটি চলতি সপ্তাহে বিটিভিতে প্রচার করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ টেলিভিশনে প্রচারের লক্ষ্যে জুলাই গণ-আন্দোলনের এক বছর পূর্তিতে বাংলাদেশ নিয়ে নতুন গান বাঁধলেন সংগীত পরিচালক ও সুরকার ফোয়াদ নাসের বাবু। ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে’ শিরোনামের গানটি লিখেছেন মুশফিক ফজল আনসারী। গানটি গেয়েছেন একঝাঁক নবীন শিল্পী। কণ্ঠ দিয়েছেন স্বীকৃতি, রাশেদ, স্বপ্নীল, সাব্বির জামান, প্রিয়াঙ্কা ও রাবেয়া সেতু।
ফোয়াদ নাসের বাবু বলেন, ‘বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে তারুণ্যদীপ্ত একটি গান তৈরি করাই ছিল আমাদের লক্ষ্য। একদল নবীন শিল্পী কণ্ঠ দিয়েছে গানে। প্রত্যেকেই ভালো গায়, ভালো গেয়েছে। ভালো একটি গান হয়েছে। গানটি শুনে ভালো লাগবে সবার।’
কণ্ঠশিল্পী রাশেদ বলেন, ‘ফোয়াদ নাসের বাবু ভাই একজন পরীক্ষিত শিল্পী ও সুরকার। তাঁর সুরে গাইতে পারাটা যেকোনো শিল্পীর জন্য গৌরবের। তার ওপর এটি দেশের গান। সব মিলিয়ে ভালো লেগেছে আমার।’
শিল্পী সাব্বির জামান বলেন, ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে শিরোনামের গানটি বাংলাদেশ টেলিভিশনে ফিলার হিসেবে প্রচারিত হবে। ফোয়াদ নাসের ভাই আমাদের অনুসরণীয় একজন শিল্পী। বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এই গানটিও দারুণ করেছেন। গানের কথা ভালো লেগেছে আমাদের। আমরা যাঁরা গেয়েছি, তাঁরা সবাই বেশ খুশি। আমার বিশ্বাস, শ্রোতাদের ভালো লাগবে গানটি।’
‘বাংলার গায়েন’খ্যাত শিল্পী রাবেয়া সেতু প্রথমবারের মতো গাইলেন ফোয়াদ নাসের বাবুর সুর ও সংগীতে। সেতু বলেন, ‘আমার সৌভাগ্য বাবু স্যারের সুরে গাইতে পেরেছি। এটা আমার জন্য আগামী দিনের পথচলায় বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আরও যাঁদের সঙ্গে গেয়েছি, তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা।’
জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে গানটি চলতি সপ্তাহে বিটিভিতে প্রচার করা হবে বলে জানা গেছে।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১৮ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১৮ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১৮ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে