বিনোদন প্রতিবেদক, ঢাকা

নিজের ভুলের জন্য সংগীতশিল্পী ও সংগীত পরিচালক পার্থ মজুমদারের কছে ক্ষমা চেয়েছেন গজলশিল্পী মেজবাহ আহমেদ। গতকাল শনিবার এক অডিও বার্তায় নিজের ভুল স্বীকার করেছেন শিল্পী মেজবাহ আহমেদ। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, যা ঘটেছে, তা একটি অনাকাঙ্ক্ষিত ভুল।
গত শুক্রবার বিকেলে ফেসবুকে পার্থ মজুমদার জানান, ফোন করে মেজবাহ আহমেদ তাঁর সঙ্গে আপত্তিকর ব্যবহার করেন, এমনকি গায়ে হাত তোলার হুমকিও দেন। পার্থ মজুমদার জানান, শুক্রবার সকালে মেজবাহ আহমেদ ফোন করে তাঁকে এবং তাঁর ছোট ভাই সুরকার ও সংগীতশিল্পী বাপ্পা মজুমদারকে নিয়ে আপত্তিকর কথা বলেন। পার্থ ও বাপ্পা ক্ল্যাসিক্যাল মিউজিক না করে ব্যান্ড মিউজিক করায় তাঁদের নিয়ে কটূক্তি করেন। এমনকি একপর্যায়ে পার্থকে ‘থাপড়াবেন’ বলেও হুমকি দেন।
এই ঘটনার বিবরণ দিয়ে গত শুক্রবার বিকেলে ফেসবুকে পোস্ট দেন পার্থ মজুমদার। সেই পোস্টে সংগীতশিল্পীদের অনেকে মেজবাহ আহমেদের এমন আচরণের নিন্দা জানান এবং এ বিষয়ে পার্থকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এরপর কয়েকজন সংগীতশিল্পী উদ্যোগ নিয়ে ঘটনার সুরাহা করতে মেজবাহ আহমেদকে মগবাজারের একটি স্টুডিওতে ডাকেন। পার্থ বলেন, ‘সবাই মিলে যে সিদ্ধান্ত নেবেন, যেটা সবার জন্য মঙ্গল, সেটাই মেনে নেব।’ কিন্তু শেষ পর্যন্ত মেজবাহ ওই দিন স্টুডিওতে যাননি, বরং পরদিন শনিবার সকালে পার্থ মজুমদারের কাছে একটি অডিও বার্তা পাঠিয়ে বিষয়টির জন্য ক্ষমা চেয়েছেন এবং এটি একটি দুর্ঘটনা হিসেবে দেখার অনুরোধ জানিয়েছেন।
পার্থ মজুমদার জানিয়েছেন, অডিও বার্তায় মেজবাহ বলেন, ‘দাদা, যেকোনোভাবেই হোক, একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। একটা অন্যায় হয়ে গেছে। আপনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। আমি মনে করি, আপনি আমাদের সংগীতাঙ্গনের অসাধারণ শিল্পী, অসাধারণ মানুষও। আমি নিজেও খুব দুঃখিত, খুব আত্মগ্লানিতে ভুগছি।...আপনি মনে কিছু রাইখেন না, এটা সত্যিই আমার অন্যায় হয়ে গেছে।’
মেজবাহ আহমেদ আরও বলেছেন, ‘কীভাবে, কেন এই ঘটনা ঘটেছে, তার আর বিস্তারিতে না যাই। আমি অন্তরের অন্তস্তল থেকে আপনার কাছে করজোড়ে ক্ষমা চাইছি। আপনার সঙ্গে এত বছরের যোগাযোগ, কখনো তো এ রকম দুর্ঘটনা ঘটেনি। এ ঘটনাকে দুর্ঘটনা হিসেবে মনে করবেন, মনে কোনো কষ্ট নিবেন না। আমাকে বদদোয়া দিয়েন না। আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি সত্যি আপনার কাছে ক্ষমাপ্রার্থী।’
এ বিষয়ে পার্থ মজুদার বলেন, ‘মেজবাহ আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছেন। আমার সঙ্গে সরাসরি কথা হয়নি। আমি তাঁকে ক্ষমা করে দিয়েছি। আমি কোনো রকম নোংরামির সঙ্গে কখনোই থাকতে চাইনি, চাইও না। আমি শান্তির পক্ষে। সবাই যে যার অবস্থানে ভালো থাকুক, এটাই চাই।’

অন্যদিকে গত শুক্রবার এ ঘটনা সম্পর্কে জানতে মেজবাহ আহমেদকে ফোন করা হলে তিনি সাড়া দেননি। খুদে বার্তা পাঠালেও তাৎক্ষণিক কোনো উত্তর পাঠাননি। ওই দিন সন্ধ্যায় আজকের পত্রিকার অনলাইনে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর রাতে তিনি উত্তরে লেখেন, ‘এটা ছিল একটা ভুল, খুবই দুঃখজনক। আমি দাদার সঙ্গে কথা বলব।’
অডিও বার্তা পাঠানো সম্পর্কে জানতে আজ মেজবাহ আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

নিজের ভুলের জন্য সংগীতশিল্পী ও সংগীত পরিচালক পার্থ মজুমদারের কছে ক্ষমা চেয়েছেন গজলশিল্পী মেজবাহ আহমেদ। গতকাল শনিবার এক অডিও বার্তায় নিজের ভুল স্বীকার করেছেন শিল্পী মেজবাহ আহমেদ। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, যা ঘটেছে, তা একটি অনাকাঙ্ক্ষিত ভুল।
গত শুক্রবার বিকেলে ফেসবুকে পার্থ মজুমদার জানান, ফোন করে মেজবাহ আহমেদ তাঁর সঙ্গে আপত্তিকর ব্যবহার করেন, এমনকি গায়ে হাত তোলার হুমকিও দেন। পার্থ মজুমদার জানান, শুক্রবার সকালে মেজবাহ আহমেদ ফোন করে তাঁকে এবং তাঁর ছোট ভাই সুরকার ও সংগীতশিল্পী বাপ্পা মজুমদারকে নিয়ে আপত্তিকর কথা বলেন। পার্থ ও বাপ্পা ক্ল্যাসিক্যাল মিউজিক না করে ব্যান্ড মিউজিক করায় তাঁদের নিয়ে কটূক্তি করেন। এমনকি একপর্যায়ে পার্থকে ‘থাপড়াবেন’ বলেও হুমকি দেন।
এই ঘটনার বিবরণ দিয়ে গত শুক্রবার বিকেলে ফেসবুকে পোস্ট দেন পার্থ মজুমদার। সেই পোস্টে সংগীতশিল্পীদের অনেকে মেজবাহ আহমেদের এমন আচরণের নিন্দা জানান এবং এ বিষয়ে পার্থকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এরপর কয়েকজন সংগীতশিল্পী উদ্যোগ নিয়ে ঘটনার সুরাহা করতে মেজবাহ আহমেদকে মগবাজারের একটি স্টুডিওতে ডাকেন। পার্থ বলেন, ‘সবাই মিলে যে সিদ্ধান্ত নেবেন, যেটা সবার জন্য মঙ্গল, সেটাই মেনে নেব।’ কিন্তু শেষ পর্যন্ত মেজবাহ ওই দিন স্টুডিওতে যাননি, বরং পরদিন শনিবার সকালে পার্থ মজুমদারের কাছে একটি অডিও বার্তা পাঠিয়ে বিষয়টির জন্য ক্ষমা চেয়েছেন এবং এটি একটি দুর্ঘটনা হিসেবে দেখার অনুরোধ জানিয়েছেন।
পার্থ মজুমদার জানিয়েছেন, অডিও বার্তায় মেজবাহ বলেন, ‘দাদা, যেকোনোভাবেই হোক, একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। একটা অন্যায় হয়ে গেছে। আপনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। আমি মনে করি, আপনি আমাদের সংগীতাঙ্গনের অসাধারণ শিল্পী, অসাধারণ মানুষও। আমি নিজেও খুব দুঃখিত, খুব আত্মগ্লানিতে ভুগছি।...আপনি মনে কিছু রাইখেন না, এটা সত্যিই আমার অন্যায় হয়ে গেছে।’
মেজবাহ আহমেদ আরও বলেছেন, ‘কীভাবে, কেন এই ঘটনা ঘটেছে, তার আর বিস্তারিতে না যাই। আমি অন্তরের অন্তস্তল থেকে আপনার কাছে করজোড়ে ক্ষমা চাইছি। আপনার সঙ্গে এত বছরের যোগাযোগ, কখনো তো এ রকম দুর্ঘটনা ঘটেনি। এ ঘটনাকে দুর্ঘটনা হিসেবে মনে করবেন, মনে কোনো কষ্ট নিবেন না। আমাকে বদদোয়া দিয়েন না। আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি সত্যি আপনার কাছে ক্ষমাপ্রার্থী।’
এ বিষয়ে পার্থ মজুদার বলেন, ‘মেজবাহ আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছেন। আমার সঙ্গে সরাসরি কথা হয়নি। আমি তাঁকে ক্ষমা করে দিয়েছি। আমি কোনো রকম নোংরামির সঙ্গে কখনোই থাকতে চাইনি, চাইও না। আমি শান্তির পক্ষে। সবাই যে যার অবস্থানে ভালো থাকুক, এটাই চাই।’

অন্যদিকে গত শুক্রবার এ ঘটনা সম্পর্কে জানতে মেজবাহ আহমেদকে ফোন করা হলে তিনি সাড়া দেননি। খুদে বার্তা পাঠালেও তাৎক্ষণিক কোনো উত্তর পাঠাননি। ওই দিন সন্ধ্যায় আজকের পত্রিকার অনলাইনে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর রাতে তিনি উত্তরে লেখেন, ‘এটা ছিল একটা ভুল, খুবই দুঃখজনক। আমি দাদার সঙ্গে কথা বলব।’
অডিও বার্তা পাঠানো সম্পর্কে জানতে আজ মেজবাহ আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১ দিন আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১ দিন আগে