বিনোদন প্রতিবেদক, ঢাকা

অন্যায়ের বিরুদ্ধে সব সময় গানে-কবিতায় সরব থাকেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। রাজপথেও থাকেন সামনের সারিতে। জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানেও সোচ্চার ছিলেন তিনি। সে সময় আলোচিত হয়েছিল তাঁর ‘ভয় বাংলায়’ গানটি। ছাত্র-জনতার পক্ষে নেমেছিলেন রাস্তায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তিতে এবার তিনি গানে গানে বাঁধলেন জুলাইয়ের গল্প। ১৫ জুলাই ফারজানা ওয়াহিদ সায়ানের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে ‘আমি জুলাই-এর গল্প বলবো বন্ধু’ শিরোনামের গান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটি লিখেছেন ও সুর করেছেন সায়ান। সংগীতায়োজন করেছেন শফিকুজ্জামান শাওন। গানের অ্যানিমেশন ভিডিও বানিয়েছেন সুরঞ্জিত কুমার রক্ষিত।
নতুন এই গান নিয়ে ফারজানা ওয়াহিদ সায়ান বলেন, ‘২০২৪-এর জুলাই-আগস্টে ঘটে যাওয়া ৩৬ দিনের এক অপূর্ব, অসামান্য, অপরূপ ও ভয়ংকর রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের ইতিহাসের ঘাড়ে অশুভ দৈত্যের মতো চেপে বসা এক স্বৈরশক্তির পতন ঘটে। এই লড়াই ছিল স্বৈর-দুঃশাসনের বিরুদ্ধে। এই মাটিতে প্রায় দেড় দশক ধরে বিচ্ছিন্নভাবে চলতে থাকা হাজারো লড়াই-সংগ্রাম শেষে একতাবদ্ধ জনতার এক অভূতপূর্ব বিজয়, এবং ক্ষমতালোভী শাসকগোষ্ঠীর নির্মম পরাজয় নিরস্ত্র জনতার কাছে।’
আমি জুলাই-এর গল্প বলবো বন্ধু গানটি সায়ান নিবেদন করেছেন প্রতিরোধে বিশ্বাস করা সব সংগ্রামী মানুষকে। সায়ান বলেন, ‘এই গান মানুষের বিজয়ের সেই জুলাইয়ের গল্প। এই গান উৎসর্গ করি পৃথিবীর সব মাটিতে আন্দোলন-সংগ্রামরত সব লড়াকু প্রাণকে, যারা আস্থা রাখে মানুষের প্রতিরোধের শক্তিতে। যারা নিপীড়ক ও যেকোনো শক্তির দাম্ভিক দমনপ্রবণতার বিপরীতে প্রাণ দিতে হলেও কোনোমতেই এই বিশ্বাস থেকে নড়ে না যে, একদিন মানুষের জয় হবে। আমি মাটি ও মানুষের শক্তিতে বিশ্বাস করি। এই গান নিবেদন করি প্রতিরোধে বিশ্বাস করা সব মানুষকে, যারা আগামী দিনের লড়াই লড়বে তুমুল উদ্যমে।’

অন্যায়ের বিরুদ্ধে সব সময় গানে-কবিতায় সরব থাকেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। রাজপথেও থাকেন সামনের সারিতে। জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানেও সোচ্চার ছিলেন তিনি। সে সময় আলোচিত হয়েছিল তাঁর ‘ভয় বাংলায়’ গানটি। ছাত্র-জনতার পক্ষে নেমেছিলেন রাস্তায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তিতে এবার তিনি গানে গানে বাঁধলেন জুলাইয়ের গল্প। ১৫ জুলাই ফারজানা ওয়াহিদ সায়ানের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে ‘আমি জুলাই-এর গল্প বলবো বন্ধু’ শিরোনামের গান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটি লিখেছেন ও সুর করেছেন সায়ান। সংগীতায়োজন করেছেন শফিকুজ্জামান শাওন। গানের অ্যানিমেশন ভিডিও বানিয়েছেন সুরঞ্জিত কুমার রক্ষিত।
নতুন এই গান নিয়ে ফারজানা ওয়াহিদ সায়ান বলেন, ‘২০২৪-এর জুলাই-আগস্টে ঘটে যাওয়া ৩৬ দিনের এক অপূর্ব, অসামান্য, অপরূপ ও ভয়ংকর রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের ইতিহাসের ঘাড়ে অশুভ দৈত্যের মতো চেপে বসা এক স্বৈরশক্তির পতন ঘটে। এই লড়াই ছিল স্বৈর-দুঃশাসনের বিরুদ্ধে। এই মাটিতে প্রায় দেড় দশক ধরে বিচ্ছিন্নভাবে চলতে থাকা হাজারো লড়াই-সংগ্রাম শেষে একতাবদ্ধ জনতার এক অভূতপূর্ব বিজয়, এবং ক্ষমতালোভী শাসকগোষ্ঠীর নির্মম পরাজয় নিরস্ত্র জনতার কাছে।’
আমি জুলাই-এর গল্প বলবো বন্ধু গানটি সায়ান নিবেদন করেছেন প্রতিরোধে বিশ্বাস করা সব সংগ্রামী মানুষকে। সায়ান বলেন, ‘এই গান মানুষের বিজয়ের সেই জুলাইয়ের গল্প। এই গান উৎসর্গ করি পৃথিবীর সব মাটিতে আন্দোলন-সংগ্রামরত সব লড়াকু প্রাণকে, যারা আস্থা রাখে মানুষের প্রতিরোধের শক্তিতে। যারা নিপীড়ক ও যেকোনো শক্তির দাম্ভিক দমনপ্রবণতার বিপরীতে প্রাণ দিতে হলেও কোনোমতেই এই বিশ্বাস থেকে নড়ে না যে, একদিন মানুষের জয় হবে। আমি মাটি ও মানুষের শক্তিতে বিশ্বাস করি। এই গান নিবেদন করি প্রতিরোধে বিশ্বাস করা সব মানুষকে, যারা আগামী দিনের লড়াই লড়বে তুমুল উদ্যমে।’

প্রতি বছর শীতের মৌসুমে নতুনভাবে জেগে ওঠে সংগীতাঙ্গন। এ সময়ে শহরে গ্রামে আয়োজিত হয় গানের অনুষ্ঠান। শিল্পীরা ব্যস্ত সময় কাটান ইনডোর ও আউটডোরে আয়োজিত এসব কনসার্টে। শ্রোতারাও সামনাসামনি প্রিয় শিল্পী ও ব্যান্ডের পারফরম্যান্স উপভোগের সুযোগ পান।
১৩ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ প্রিমিয়ার হবে আহমেদ হাসান সানি পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক...
১৪ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দুই শুক্রবার মুক্তি পায়নি কোনো সিনেমা। অবশেষে তৃতীয় শুক্রবার থেকে নতুন সিনেমার পোস্টার পড়ল প্রেক্ষাগৃহে। দেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র সঙ্গে মুক্তি পাচ্ছে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’।
১৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৪ ঘণ্টা আগে