
নারায়ণগঞ্জের মেয়ে সাবরিনা নওশীন টুসি প্রতিযোগিতা করছেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’-এ। প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর থেকেই বিচারকেরা একাধিকবার বলেছেন, টুসির কণ্ঠটা প্লেব্যাক বা সিনেমার গানের জন্য পারফেক্ট। প্রতিযোগিতার একটি পর্বে টুসি গেয়েছিলেন রুনা লায়লার গাওয়া ‘ও বন্ধু রে, প্রাণও বন্ধু রে’ গানটি। গান শুনে অনুষ্ঠানের অতিথি নায়ক আলমগীর মুগ্ধতা প্রকাশ করে টুসির মাঝে সিনেমার গানের সম্ভাবনার কথা বলেন। সেরাকণ্ঠের বিশেষ বিচারক সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা, প্রধান বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরীও টুসিকে বলেছেন সিনেমার গানের জন্য নিজেকে তৈরি করতে। এত এত গুণীজনের অনুপ্রেরণায় চেষ্টা বেড়েছে টুসির। এখনো প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে হয়নি। তার আগেই তিনি ডাক পেলেন সিনেমার গানের। অবশেষে, সুমন পারভেজ প্রযোজিত ও মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘ময়নার চর’ সিনেমায় প্রথমবার প্লেব্যাক করলেন টুসি।
‘তোর নামে দলিল দিলাম মনের ময়নার চর, সুখ স্বপনে বাঁধবো ভালোবাসার ঘর’—এমন কথায় গানটি লিখেছেন শাহাবুদ্দিন মজুমদার, সুর ও সংগীত আয়োজনও করেছেন তিনি। গানে টুসির সহশিল্পী অয়ন চাকলাদার।
জীবনে প্রথম প্লেব্যাক করে ভীষণ আবেগাপ্লুত এবং উচ্ছ্বসিত টুসি। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি স্মরণ করলেন সেরাকণ্ঠের বিচারকদের কথা। টুসি বলেন, ‘মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা, অবশেষে আমার স্বপ্ন পূরণ হলো। এখনো সেই দিনটার কথা মনে পড়ে, যেদিন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের সামনে তাঁরই গাওয়া “ও বন্ধুরে” গেয়েছিলাম। গান শুনে তিনি বলেছিলেন, টুসি, তুমি আমাকে করলে খুশি। তোমার ভয়েজ কোয়ালিটি এত সুন্দর যে ঠিকমতো চর্চা করলে তুমি ফিল্মে চান্স পাবে। রুনা ম্যাডামের এমন কথার পর আশাবাদ ব্যক্ত করেছেন আলমগীর স্যার, বন্যা ম্যাডাম ও সামিনা ম্যাডাম। আমাকে ঘিরে তাঁদের সেই প্রত্যাশা আমি পূরণ করতে পেরেছি—এটাই আমার অনেক আনন্দের, ভালোলাগার। কৃতজ্ঞতা সেরাকণ্ঠ প্ল্যাটফর্মকে। ধন্যবাদ শাহাবুদ্দিন আঙ্কেলকে আমাকে সিনেমায় গাইবার সুযোগ করে দেওয়ার জন্য।’
গানে টুসির হাতেখড়ি মজিবুল হায়দার চৌধুরী সুজনের কাছে। এরপর তালিম নিয়েছেন রুমা রানী ধরের কাছে। এখন শিখছেন এস এম সেলিম ও শেখ জসীমের কাছে।

নারায়ণগঞ্জের মেয়ে সাবরিনা নওশীন টুসি প্রতিযোগিতা করছেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’-এ। প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর থেকেই বিচারকেরা একাধিকবার বলেছেন, টুসির কণ্ঠটা প্লেব্যাক বা সিনেমার গানের জন্য পারফেক্ট। প্রতিযোগিতার একটি পর্বে টুসি গেয়েছিলেন রুনা লায়লার গাওয়া ‘ও বন্ধু রে, প্রাণও বন্ধু রে’ গানটি। গান শুনে অনুষ্ঠানের অতিথি নায়ক আলমগীর মুগ্ধতা প্রকাশ করে টুসির মাঝে সিনেমার গানের সম্ভাবনার কথা বলেন। সেরাকণ্ঠের বিশেষ বিচারক সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা, প্রধান বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরীও টুসিকে বলেছেন সিনেমার গানের জন্য নিজেকে তৈরি করতে। এত এত গুণীজনের অনুপ্রেরণায় চেষ্টা বেড়েছে টুসির। এখনো প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে হয়নি। তার আগেই তিনি ডাক পেলেন সিনেমার গানের। অবশেষে, সুমন পারভেজ প্রযোজিত ও মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘ময়নার চর’ সিনেমায় প্রথমবার প্লেব্যাক করলেন টুসি।
‘তোর নামে দলিল দিলাম মনের ময়নার চর, সুখ স্বপনে বাঁধবো ভালোবাসার ঘর’—এমন কথায় গানটি লিখেছেন শাহাবুদ্দিন মজুমদার, সুর ও সংগীত আয়োজনও করেছেন তিনি। গানে টুসির সহশিল্পী অয়ন চাকলাদার।
জীবনে প্রথম প্লেব্যাক করে ভীষণ আবেগাপ্লুত এবং উচ্ছ্বসিত টুসি। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি স্মরণ করলেন সেরাকণ্ঠের বিচারকদের কথা। টুসি বলেন, ‘মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা, অবশেষে আমার স্বপ্ন পূরণ হলো। এখনো সেই দিনটার কথা মনে পড়ে, যেদিন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের সামনে তাঁরই গাওয়া “ও বন্ধুরে” গেয়েছিলাম। গান শুনে তিনি বলেছিলেন, টুসি, তুমি আমাকে করলে খুশি। তোমার ভয়েজ কোয়ালিটি এত সুন্দর যে ঠিকমতো চর্চা করলে তুমি ফিল্মে চান্স পাবে। রুনা ম্যাডামের এমন কথার পর আশাবাদ ব্যক্ত করেছেন আলমগীর স্যার, বন্যা ম্যাডাম ও সামিনা ম্যাডাম। আমাকে ঘিরে তাঁদের সেই প্রত্যাশা আমি পূরণ করতে পেরেছি—এটাই আমার অনেক আনন্দের, ভালোলাগার। কৃতজ্ঞতা সেরাকণ্ঠ প্ল্যাটফর্মকে। ধন্যবাদ শাহাবুদ্দিন আঙ্কেলকে আমাকে সিনেমায় গাইবার সুযোগ করে দেওয়ার জন্য।’
গানে টুসির হাতেখড়ি মজিবুল হায়দার চৌধুরী সুজনের কাছে। এরপর তালিম নিয়েছেন রুমা রানী ধরের কাছে। এখন শিখছেন এস এম সেলিম ও শেখ জসীমের কাছে।

ভারতের জনপ্রিয় গায়ক ও অভিনেতা, ইন্ডিয়ান আইডল সিজন-৩-এর বিজয়ী প্রশান্ত তামাং মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) ইন্ডিয়ান এক্সপ্রেসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে নয়াদিল্লির নিজ বাসভবনে মাত্র ৪৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রশান্ত।
১০ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের আমলে শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প থেকে তৈরি হয়েছিল অ্যানিমেশন সিনেমা ‘মুজিব ভাই’ ও সিরিজ ‘খোকা’।
২১ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
নানা বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৫ সালে ইউসিবি রেকর্ড সাফল্য অর্জন করেছে, যা ব্যাংকটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অর্জন উদ্যাপনের মাধ্যমে গ্রাহক, স্টেকহোল্ডার ও শিল্প-সহযোগীদের কৃতজ্ঞতা জানাতে ৯ জানুয়ারি ইউসিবি আয়োজন করে জমকালো এক অনুষ্ঠান।
১ দিন আগে