
মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ ব্যক্তিজীবন নিয়ে সব সময় থাকেন আলোচনায়। সম্প্রতি বাগদানের খবরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এই গায়িকা। এর মধ্যে সাবেক প্রেমিক জাস্টিন বিবাবের পোস্ট যেন সেই আলোচনাকে উসকে দিয়েছে। জাস্টিনের ভক্ত-অনুরাগীদের ধারণা, তবে কি বাগদানের খবরে সাবেক প্রেমিকাকে ‘গোপন বার্তা’ পাঠিয়েছেন বিবার?
৩২ বছর বয়সী তারকা সেলেনা গোমেজ গত সপ্তাহে তাঁর বাগদানের ঘোষণা দেন ইনস্টাগ্রামে। বিশেষ মুহূর্তের সেই একগুচ্ছ ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন গায়িকা। এর কয়েক দিন পর জাস্টিন তাঁর স্ত্রী হেইলি বিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। যেখানে হেইলি তাঁকে গালে চুম্বন করছেন। এই পোস্টে ক্যাপশনে তিনি ব্যবহার করেন লিজি ম্যাকআল্পাইনের গান ‘অল মাই গোস্টস’, যা ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।
গানটি একজন সাবেক সঙ্গীর স্মৃতির কথা নিয়ে লেখা। গানের কথাগুলো হলো, ‘আমি এখন দেখতে পাচ্ছি, বছরের সেরা বিয়েটা, আমি এখন দেখতে পাচ্ছি, সে ওপরে দাঁড়িয়ে তার চোখ মুছছে, আমি এখন দেখতে পাচ্ছি, যখন আমার সব অতীতের ছায়া মুছে যাবে, আমি এখন এটা পুরোপুরি পরিষ্কার দেখতে পাচ্ছি।’
ভক্তরা মনে করছেন, জাস্টিন এই গান বেছে নিয়ে সেলেনার প্রতি ইঙ্গিত দিয়েছেন। এক ভক্ত জিজ্ঞেস করেন, ‘কিন্তু কেন এই গান?’ আরেকজন বলেন, ‘তিনি হয়তো ভাবছেন, আমি বিয়ে করেছি, সন্তান আছে, তবু তার বাগদান আমার হৃদয়ে ছুরির আঘাতের মতো লেগেছে। এটা তার চোখে স্পষ্ট।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘আমি জানি না, জাস্টিন এটা সত্যি বলছেন, নাকি মজা করছেন।’
গুজব আরও তীব্র হয়েছে। কারণ, জাস্টিন নাকি চান, সেলেনা তাঁর নতুন জীবনে সুখী থাকুক। যদিও তিনি প্রকাশ্যে সেলেনাকে শুভেচ্ছা জানাননি, তবে ডেইলি মেইলকে একটি সূত্র জানিয়েছে, ‘জাস্টিন বিয়ে করেছেন এবং সন্তানের বাবা, আমরা সবাই তা জানি। কিন্তু যখন তিনি শুনলেন, সেলেনা বাগদান করেছেন, তখন তাঁর মনে সামান্য আঘাত লেগেছিল। কারণ, তাঁরা আর কখনো বন্ধু বা সঙ্গী হবে না, তবে এটি একটি যুগের আনুষ্ঠানিক সমাপ্তি।’
সেলেনা ও জাস্টিনের সম্পর্ক ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ছিল। তাঁদের বিচ্ছেদের পরপরই জাস্টিন হেইলির সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং একই বছরের সেপ্টেম্বরে তাঁরা বিয়ে করেন।
সেলেনা ও তাঁর বাগ্দত্তা বেনি ২০২৩ সালের জুন মাস থেকে সম্পর্কে রয়েছেন, তবে তাঁরা এটি ডিসেম্বরে প্রকাশ্যে নিশ্চিত করেন। বেনি এক রোমান্টিক পিকনিকের সময় সেলেনাকে বিয়ের প্রস্তাব দেন।

মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ ব্যক্তিজীবন নিয়ে সব সময় থাকেন আলোচনায়। সম্প্রতি বাগদানের খবরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এই গায়িকা। এর মধ্যে সাবেক প্রেমিক জাস্টিন বিবাবের পোস্ট যেন সেই আলোচনাকে উসকে দিয়েছে। জাস্টিনের ভক্ত-অনুরাগীদের ধারণা, তবে কি বাগদানের খবরে সাবেক প্রেমিকাকে ‘গোপন বার্তা’ পাঠিয়েছেন বিবার?
৩২ বছর বয়সী তারকা সেলেনা গোমেজ গত সপ্তাহে তাঁর বাগদানের ঘোষণা দেন ইনস্টাগ্রামে। বিশেষ মুহূর্তের সেই একগুচ্ছ ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন গায়িকা। এর কয়েক দিন পর জাস্টিন তাঁর স্ত্রী হেইলি বিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। যেখানে হেইলি তাঁকে গালে চুম্বন করছেন। এই পোস্টে ক্যাপশনে তিনি ব্যবহার করেন লিজি ম্যাকআল্পাইনের গান ‘অল মাই গোস্টস’, যা ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।
গানটি একজন সাবেক সঙ্গীর স্মৃতির কথা নিয়ে লেখা। গানের কথাগুলো হলো, ‘আমি এখন দেখতে পাচ্ছি, বছরের সেরা বিয়েটা, আমি এখন দেখতে পাচ্ছি, সে ওপরে দাঁড়িয়ে তার চোখ মুছছে, আমি এখন দেখতে পাচ্ছি, যখন আমার সব অতীতের ছায়া মুছে যাবে, আমি এখন এটা পুরোপুরি পরিষ্কার দেখতে পাচ্ছি।’
ভক্তরা মনে করছেন, জাস্টিন এই গান বেছে নিয়ে সেলেনার প্রতি ইঙ্গিত দিয়েছেন। এক ভক্ত জিজ্ঞেস করেন, ‘কিন্তু কেন এই গান?’ আরেকজন বলেন, ‘তিনি হয়তো ভাবছেন, আমি বিয়ে করেছি, সন্তান আছে, তবু তার বাগদান আমার হৃদয়ে ছুরির আঘাতের মতো লেগেছে। এটা তার চোখে স্পষ্ট।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘আমি জানি না, জাস্টিন এটা সত্যি বলছেন, নাকি মজা করছেন।’
গুজব আরও তীব্র হয়েছে। কারণ, জাস্টিন নাকি চান, সেলেনা তাঁর নতুন জীবনে সুখী থাকুক। যদিও তিনি প্রকাশ্যে সেলেনাকে শুভেচ্ছা জানাননি, তবে ডেইলি মেইলকে একটি সূত্র জানিয়েছে, ‘জাস্টিন বিয়ে করেছেন এবং সন্তানের বাবা, আমরা সবাই তা জানি। কিন্তু যখন তিনি শুনলেন, সেলেনা বাগদান করেছেন, তখন তাঁর মনে সামান্য আঘাত লেগেছিল। কারণ, তাঁরা আর কখনো বন্ধু বা সঙ্গী হবে না, তবে এটি একটি যুগের আনুষ্ঠানিক সমাপ্তি।’
সেলেনা ও জাস্টিনের সম্পর্ক ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ছিল। তাঁদের বিচ্ছেদের পরপরই জাস্টিন হেইলির সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং একই বছরের সেপ্টেম্বরে তাঁরা বিয়ে করেন।
সেলেনা ও তাঁর বাগ্দত্তা বেনি ২০২৩ সালের জুন মাস থেকে সম্পর্কে রয়েছেন, তবে তাঁরা এটি ডিসেম্বরে প্রকাশ্যে নিশ্চিত করেন। বেনি এক রোমান্টিক পিকনিকের সময় সেলেনাকে বিয়ের প্রস্তাব দেন।

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার
৪ ঘণ্টা আগে
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি
৪ ঘণ্টা আগে
নেটফ্লিক্সের সিরিজ ‘অ্যাডোলেসেন্স’ গত বছর হইচই ফেলে দিয়েছিল বিশ্বজুড়ে। ১৩ বছর বয়সী এক স্কুলপড়ুয়ার হাতে তার সহপাঠী খুন হওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে সিরিজটি। তবে অ্যাডোলেসেন্সের উদ্দেশ্য ছিল, এই সময়ের কিশোরদের মনস্তত্ত্বের অনুসন্ধান। এই ব্রিটিশ সিরিজ সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কত নীরবে কত ভয়ংকর
৫ ঘণ্টা আগে