
আগামীকাল বৃহস্পতিবার ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তে ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টে গান গাইবেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। কনসার্টের আগের সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হোন তিনি। সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে অনুপম মন্তব্য করেন ঢাকার কোনো অনুষ্ঠানে হিন্দি গান গাওয়ার ইচ্ছে নেই আমার, ঢাকায় এলে বাংলা গানই গাইতে চাই আমি।
অনুপমের কাছে প্রশ্ন রাখা হয় আগামীকাল কনসার্টে তিনি কোনো হিন্দি গান গাইবেন কিনা। প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হিন্দি গান তো অনেক করেছি, আবার নতুন কিছুও তৈরি আছে। কিন্তু সেগুলো আমার ঢাকায় গাওয়ার ইচ্ছে নেই। সেগুলো আমি মুম্বাই বা বেঙ্গালুরু গেলে হয়তো গাইব। ঢাকায় আমি বাংলা গানই গাইতে চাই।’
তবে দর্শকদের অনুরোধ থাকলে চেষ্টা করবেন বলে অনুপম বলেন, ‘দেখুন আমরা শিল্পীরা শ্রোতাদের দাস। তাদের যদি অনুরোধ থাকে, তবে আমি চেষ্টা করব।’
কনসার্টে অংশ নিতে আজ বুধবার বেলা ১টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান অনুপম রায়। তিনি ছাড়াও এই কনসার্টে কলকাতা থেকে অংশ নিচ্ছে ব্যান্ড তালপাতার সেপাই। এ ছাড়া গান গাইবে বাংলাদেশের ব্যান্ডদল মেঘদল, হাতিরপুল সেশনস ও অর্ণব।
‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য সেরা গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই গায়ক। ২০১৫ সালে ‘পিকু’ সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তে ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টে গান গাইবেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। কনসার্টের আগের সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হোন তিনি। সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে অনুপম মন্তব্য করেন ঢাকার কোনো অনুষ্ঠানে হিন্দি গান গাওয়ার ইচ্ছে নেই আমার, ঢাকায় এলে বাংলা গানই গাইতে চাই আমি।
অনুপমের কাছে প্রশ্ন রাখা হয় আগামীকাল কনসার্টে তিনি কোনো হিন্দি গান গাইবেন কিনা। প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হিন্দি গান তো অনেক করেছি, আবার নতুন কিছুও তৈরি আছে। কিন্তু সেগুলো আমার ঢাকায় গাওয়ার ইচ্ছে নেই। সেগুলো আমি মুম্বাই বা বেঙ্গালুরু গেলে হয়তো গাইব। ঢাকায় আমি বাংলা গানই গাইতে চাই।’
তবে দর্শকদের অনুরোধ থাকলে চেষ্টা করবেন বলে অনুপম বলেন, ‘দেখুন আমরা শিল্পীরা শ্রোতাদের দাস। তাদের যদি অনুরোধ থাকে, তবে আমি চেষ্টা করব।’
কনসার্টে অংশ নিতে আজ বুধবার বেলা ১টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান অনুপম রায়। তিনি ছাড়াও এই কনসার্টে কলকাতা থেকে অংশ নিচ্ছে ব্যান্ড তালপাতার সেপাই। এ ছাড়া গান গাইবে বাংলাদেশের ব্যান্ডদল মেঘদল, হাতিরপুল সেশনস ও অর্ণব।
‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য সেরা গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই গায়ক। ২০১৫ সালে ‘পিকু’ সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন তিনি।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১০ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১১ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১১ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১১ ঘণ্টা আগে