আগামীকাল বৃহস্পতিবার ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তে ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টে গান গাইবেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। কনসার্টের আগের সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হোন তিনি। সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে অনুপম মন্তব্য করেন ঢাকার কোনো অনুষ্ঠানে হিন্দি গান গাওয়ার ইচ্ছে নেই আমার, ঢাকায় এলে বাংলা গানই গাইতে চাই আমি।
অনুপমের কাছে প্রশ্ন রাখা হয় আগামীকাল কনসার্টে তিনি কোনো হিন্দি গান গাইবেন কিনা। প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হিন্দি গান তো অনেক করেছি, আবার নতুন কিছুও তৈরি আছে। কিন্তু সেগুলো আমার ঢাকায় গাওয়ার ইচ্ছে নেই। সেগুলো আমি মুম্বাই বা বেঙ্গালুরু গেলে হয়তো গাইব। ঢাকায় আমি বাংলা গানই গাইতে চাই।’
তবে দর্শকদের অনুরোধ থাকলে চেষ্টা করবেন বলে অনুপম বলেন, ‘দেখুন আমরা শিল্পীরা শ্রোতাদের দাস। তাদের যদি অনুরোধ থাকে, তবে আমি চেষ্টা করব।’
কনসার্টে অংশ নিতে আজ বুধবার বেলা ১টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান অনুপম রায়। তিনি ছাড়াও এই কনসার্টে কলকাতা থেকে অংশ নিচ্ছে ব্যান্ড তালপাতার সেপাই। এ ছাড়া গান গাইবে বাংলাদেশের ব্যান্ডদল মেঘদল, হাতিরপুল সেশনস ও অর্ণব।
‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য সেরা গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই গায়ক। ২০১৫ সালে ‘পিকু’ সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন তিনি।

সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির গল্প নিয়ে অরুণ চৌধুরী বানিয়েছেন ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছর ফেব্রুয়ারিতে। এবার সেটি মুক্তি পেল ইউটিউবে। তবে বদলে গেছে নাম। টেন স্টুডিওস নামের ইউটিউব চ্যানেলে ‘তারার সার্কাস’ নামে দেখা যাচ্ছে সিনেমাটি।
৭ ঘণ্টা আগে
গত নভেম্বরে খবর ছড়িয়েছিল, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে এমন খবরের কোনো নিশ্চয়তা দেননি নির্মাতা। শুধু জানিয়েছিলেন, বাংলাদেশের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে ভারতের একজন নায়িকাকে।
১০ ঘণ্টা আগে
এই সময়ের অন্যতম সেরা কমেডিয়ানের নাম জাকির খান। ভারতীয় এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের জনপ্রিয়তা ছড়িয়ে আছে সারা বিশ্বে। আমাজন প্রাইমে প্রচারিত হয়েছে তাঁর একাধিক কমেডি শো। প্রথম ভারতীয় কমেডিয়ান হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পারফর্ম করেছেন জাকির। বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
১৬ ঘণ্টা আগে
মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১ দিন আগে