কাদা ছোড়াছুড়ি না করার অনুরোধ রবি চৌধুরীর
বিনোদন প্রতিবেদক, ঢাকা

স্টেজে গান গাওয়ার সময় মিউজিশিয়ানকে ধাক্কা দিয়ে সমালোচনার মুখে পড়েছেন সংগীতশিল্পী মুজিব পরদেশী। অনেকে মন্তব্য করছেন, মুজিব পরদেশীর মতো সিনিয়র শিল্পীর কাছ থেকে এমন ব্যবহার কাম্য নয়। তবে সংগীতশিল্পী রবি চৌধুরী মনে করেন, বিষয়টি অন্যভাবে না নিয়ে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখা উচিত।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মুজিব পরদেশী যখন তাঁর জনপ্রিয় ‘আমার সোনাবন্ধু রে’ গানটি গাইতে শুরু করেন, তখন সুর মেলাতে পারছিলেন না কি-বোর্ডিস্ট। সে সময় উত্তেজিত হয়ে কি-বোর্ডিস্টের দিকে এগিয়ে গিয়ে তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজেই কি-বোর্ড বাজাতে শুরু করেন মুজিব পরদেশী। ওই ভিডিও শেয়ার করে অনেক মিউজিশিয়ান নিন্দা জানিয়েছেন।
মুজিব পরদেশীর এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর শিল্পীর পক্ষ নিয়ে পোস্ট করেন আরেক সংগীতশিল্পী রবি চৌধুরী। ফেসবুকে তিনি লেখেন, ‘আমাদের দেশে মুজিব পরদেশী একজনই। তিনি একধারে সংগীতশিল্পী, সুরকার, সংগীত পরিচালক। সেদিন গানের সঙ্গে কি-বোর্ড ঠিকমতো বাজাতে পারেননি সহকর্মী। হয়তো তাঁর (কি-বোর্ডিস্টের) গানটা তোলা ছিল না। আমারও খারাপ লেগেছে। “আমার সোনা বন্ধুরে” গানটা শোনেননি এমন কোনো লোক আছে কি না আমি জানি না, বিশেষ করে যাঁরা গান পছন্দ করেন। সিনিয়রদের সম্মান দেওয়া শিখুন। মরে গেলে অনেকেই মুজিব পরদেশীকে স্মরণ করবেন। হারালে বুঝবেন উনি কী ছিলেন। যাঁরা এই ভিডিও দিয়ে ভিউ-বাণিজ্যের চেষ্টা করছেন, তাঁদের বলব, এসব বাণিজ্য বাদ দেন। আমাদের শিল্পীদের নিয়ে বিজনেস করবেন না।’
গতকাল ফেসবুক লাইভে এসে রবি চৌধুরী জানান, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। ঘটনার বর্ণনা দিয়ে রবি চৌধুরী বলেন, ‘সেদিন অনুষ্ঠানে যখন মুজিব পরদেশী ভাই গান গাইতে উঠলেন প্রথমে তবলা সুরে ছিল না। উনি নিজে গিয়ে সেটা ঠিক করে দেন। সে সময় তাঁকেও একটু বকা দেন। এরপর যখন গানটা শুরু করলেন, তখন কি-বোর্ডিস্ট সুরটা ঠিকমতো তুলতে পারছিলেন না। পরদেশী ভাই তাঁকে কয়েকবার বলার পরেও যখন হচ্ছিল না, একটু উত্তেজিত হয়ে সেই কি-বোর্ডিস্টকে ধাক্কা দিয়ে নিজে বাজাতে শুরু করেন। যিনি গিটারে ছিলেন, তিনিও অন্য কর্ড বাজাচ্ছিলেন। পরদেশী ভাই তাঁকেও বারবার চিৎকার করে বলছিলেন, এটা এফ মেজর হবে। সব মিলিয়ে হয়তো তিনি মেজাজ হারিয়েছেন।’
রবি চৌধুরী আরও বলেন, ‘মানুষের বয়স হয়ে গেলে শিশুর মতো হয়ে যান। ধাক্কা না দিয়ে সুন্দরভাবে মিউজিশিয়ানকে বলে তিনি নিজে বাজিয়ে দেখাতে পারতেন। স্টেজে মাঝে মাঝে আমি এমনটাই করি, সুন্দর করে বুঝিয়ে বলি। মিউজিশিয়ান ভাইদের বলব, বিষয়টি অন্যভাবে নেবেন না। যাঁরা কষ্ট পেয়েছেন তাঁদের বলছি, মনে কষ্ট রাখবেন না। পরদেশী ভাইকেও বলব, এমন আচরণের জন্য পারলে ক্ষমা চেয়ে নেবেন।’
কাদা ছোড়াছুড়ি বন্ধের অনুরোধ জানিয়ে রবি চৌধুরী বলেন, ‘এটা নিয়ে অনেক কাদা ছোড়াছুড়ি হচ্ছে। এটা করবেন না। কারণ আমরা সবাই এক। এখানে সিনিয়র-জুনিয়রের কোনো বিষয় নয়। মূল বিষয় হচ্ছে আমরা শিল্পীরা, শ্রোতারা সবাই মিলে একটা পরিবারের মতো।’

স্টেজে গান গাওয়ার সময় মিউজিশিয়ানকে ধাক্কা দিয়ে সমালোচনার মুখে পড়েছেন সংগীতশিল্পী মুজিব পরদেশী। অনেকে মন্তব্য করছেন, মুজিব পরদেশীর মতো সিনিয়র শিল্পীর কাছ থেকে এমন ব্যবহার কাম্য নয়। তবে সংগীতশিল্পী রবি চৌধুরী মনে করেন, বিষয়টি অন্যভাবে না নিয়ে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখা উচিত।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মুজিব পরদেশী যখন তাঁর জনপ্রিয় ‘আমার সোনাবন্ধু রে’ গানটি গাইতে শুরু করেন, তখন সুর মেলাতে পারছিলেন না কি-বোর্ডিস্ট। সে সময় উত্তেজিত হয়ে কি-বোর্ডিস্টের দিকে এগিয়ে গিয়ে তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজেই কি-বোর্ড বাজাতে শুরু করেন মুজিব পরদেশী। ওই ভিডিও শেয়ার করে অনেক মিউজিশিয়ান নিন্দা জানিয়েছেন।
মুজিব পরদেশীর এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর শিল্পীর পক্ষ নিয়ে পোস্ট করেন আরেক সংগীতশিল্পী রবি চৌধুরী। ফেসবুকে তিনি লেখেন, ‘আমাদের দেশে মুজিব পরদেশী একজনই। তিনি একধারে সংগীতশিল্পী, সুরকার, সংগীত পরিচালক। সেদিন গানের সঙ্গে কি-বোর্ড ঠিকমতো বাজাতে পারেননি সহকর্মী। হয়তো তাঁর (কি-বোর্ডিস্টের) গানটা তোলা ছিল না। আমারও খারাপ লেগেছে। “আমার সোনা বন্ধুরে” গানটা শোনেননি এমন কোনো লোক আছে কি না আমি জানি না, বিশেষ করে যাঁরা গান পছন্দ করেন। সিনিয়রদের সম্মান দেওয়া শিখুন। মরে গেলে অনেকেই মুজিব পরদেশীকে স্মরণ করবেন। হারালে বুঝবেন উনি কী ছিলেন। যাঁরা এই ভিডিও দিয়ে ভিউ-বাণিজ্যের চেষ্টা করছেন, তাঁদের বলব, এসব বাণিজ্য বাদ দেন। আমাদের শিল্পীদের নিয়ে বিজনেস করবেন না।’
গতকাল ফেসবুক লাইভে এসে রবি চৌধুরী জানান, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। ঘটনার বর্ণনা দিয়ে রবি চৌধুরী বলেন, ‘সেদিন অনুষ্ঠানে যখন মুজিব পরদেশী ভাই গান গাইতে উঠলেন প্রথমে তবলা সুরে ছিল না। উনি নিজে গিয়ে সেটা ঠিক করে দেন। সে সময় তাঁকেও একটু বকা দেন। এরপর যখন গানটা শুরু করলেন, তখন কি-বোর্ডিস্ট সুরটা ঠিকমতো তুলতে পারছিলেন না। পরদেশী ভাই তাঁকে কয়েকবার বলার পরেও যখন হচ্ছিল না, একটু উত্তেজিত হয়ে সেই কি-বোর্ডিস্টকে ধাক্কা দিয়ে নিজে বাজাতে শুরু করেন। যিনি গিটারে ছিলেন, তিনিও অন্য কর্ড বাজাচ্ছিলেন। পরদেশী ভাই তাঁকেও বারবার চিৎকার করে বলছিলেন, এটা এফ মেজর হবে। সব মিলিয়ে হয়তো তিনি মেজাজ হারিয়েছেন।’
রবি চৌধুরী আরও বলেন, ‘মানুষের বয়স হয়ে গেলে শিশুর মতো হয়ে যান। ধাক্কা না দিয়ে সুন্দরভাবে মিউজিশিয়ানকে বলে তিনি নিজে বাজিয়ে দেখাতে পারতেন। স্টেজে মাঝে মাঝে আমি এমনটাই করি, সুন্দর করে বুঝিয়ে বলি। মিউজিশিয়ান ভাইদের বলব, বিষয়টি অন্যভাবে নেবেন না। যাঁরা কষ্ট পেয়েছেন তাঁদের বলছি, মনে কষ্ট রাখবেন না। পরদেশী ভাইকেও বলব, এমন আচরণের জন্য পারলে ক্ষমা চেয়ে নেবেন।’
কাদা ছোড়াছুড়ি বন্ধের অনুরোধ জানিয়ে রবি চৌধুরী বলেন, ‘এটা নিয়ে অনেক কাদা ছোড়াছুড়ি হচ্ছে। এটা করবেন না। কারণ আমরা সবাই এক। এখানে সিনিয়র-জুনিয়রের কোনো বিষয় নয়। মূল বিষয় হচ্ছে আমরা শিল্পীরা, শ্রোতারা সবাই মিলে একটা পরিবারের মতো।’

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১ দিন আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১ দিন আগে