বিনোদন ডেস্ক

৩০ জানুয়ারি লন্ডনে মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর মুখপাত্র।
এএফপিকে পাঠানো বিবৃতিতে শিল্পীর মুখপাত্র লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি গায়িকা, গীতিকার ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল মারা গেছেন। তাঁর পরিবার আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা মারিয়ান ফেইথফুলকে মিস করবেন।’
ফেইথফুলের জন্ম ১৯৪৬ সালের ২৯ ডিসেম্বর লন্ডনে। বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড দ্য রোলিং স্টোনের ম্যানেজার অ্যান্ড্রু লুং ওল্ডহ্যামের হাত ধরে ১৯৬৪ সালে সংগীত জগতে ক্যারিয়ার শুরু করেন তিনি। জন ডেনভারের সঙ্গে রোলিং স্টোনের একটি পার্টিতে গিয়েছিলেন। সেখানেই তাঁর পরিচয় হয় ওল্ডহ্যামের সঙ্গে। নিজের নামে ফেইথফুলের প্রথম অ্যালবাম মুক্তি পায় ১৯৬৫ সালে। তাঁর তুমুল জনপ্রিয় ‘আ টিয়ার্স গো বাই’ গানটি ছিল রোলিং স্টোনের দুই সদস্য মিক জ্যাগার ও কেইথ রিচার্ডসের লেখা। ওই বছরেই জন ডেনবারের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু এক বছরের মাথায় ভেঙে যায় সংসার। এরপর আরও দুবার বিয়ে করলেও সংসারী হতে পারেননি তিনি। মিক জ্যাগারের সঙ্গেও প্রেমের সম্পর্কেও জড়িয়েছিলেন মারিয়ান ফেইথফুল। তাঁর জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘সামার নাইটস’, ‘কাম অ্যান্ড স্টে উইথম মি’, ‘দ্য লিটল বার্ড অ্যান্ড সামার নাইটস’ ইত্যাদি। ২০২১ সালে মুক্তি পায় তাঁর সর্বশেষ অ্যালবাম ‘শি ওয়াকস ইন বিউটি’। এটি ছিল আবৃত্তির অ্যালবাম।

১৯৬৭ সালে অন্তন চেখভের গল্প অবলম্বনে একটি মঞ্চ নাটক দিয়ে অভিনয়ে অভিষেক হয় ফেইথফুলের। অভিনয় করেছেন ‘দ্য গার্লস অব আ মোটরসাইকেল’, ‘ঘোস্ট স্টোরি’, ‘হ্যামলেট’, ‘শপিং’ ইত্যাদি সিনেমায়। নিজেকে নিয়ে তিনটি বই লিখেছেন তিনি—‘ফেইথফুল: অ্যান অটোবায়োগ্রাফি’ (১৯৯৪), ‘মেমোরিজ, ড্রিমস অ্যান্ড রিফ্লেকশনস’ (২০০৭) এবং ‘মারিয়ান ফেইথফুল: আ লাইফ অন রেকর্ড’ (২০১৪)।

৩০ জানুয়ারি লন্ডনে মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর মুখপাত্র।
এএফপিকে পাঠানো বিবৃতিতে শিল্পীর মুখপাত্র লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি গায়িকা, গীতিকার ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল মারা গেছেন। তাঁর পরিবার আর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা মারিয়ান ফেইথফুলকে মিস করবেন।’
ফেইথফুলের জন্ম ১৯৪৬ সালের ২৯ ডিসেম্বর লন্ডনে। বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড দ্য রোলিং স্টোনের ম্যানেজার অ্যান্ড্রু লুং ওল্ডহ্যামের হাত ধরে ১৯৬৪ সালে সংগীত জগতে ক্যারিয়ার শুরু করেন তিনি। জন ডেনভারের সঙ্গে রোলিং স্টোনের একটি পার্টিতে গিয়েছিলেন। সেখানেই তাঁর পরিচয় হয় ওল্ডহ্যামের সঙ্গে। নিজের নামে ফেইথফুলের প্রথম অ্যালবাম মুক্তি পায় ১৯৬৫ সালে। তাঁর তুমুল জনপ্রিয় ‘আ টিয়ার্স গো বাই’ গানটি ছিল রোলিং স্টোনের দুই সদস্য মিক জ্যাগার ও কেইথ রিচার্ডসের লেখা। ওই বছরেই জন ডেনবারের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু এক বছরের মাথায় ভেঙে যায় সংসার। এরপর আরও দুবার বিয়ে করলেও সংসারী হতে পারেননি তিনি। মিক জ্যাগারের সঙ্গেও প্রেমের সম্পর্কেও জড়িয়েছিলেন মারিয়ান ফেইথফুল। তাঁর জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘সামার নাইটস’, ‘কাম অ্যান্ড স্টে উইথম মি’, ‘দ্য লিটল বার্ড অ্যান্ড সামার নাইটস’ ইত্যাদি। ২০২১ সালে মুক্তি পায় তাঁর সর্বশেষ অ্যালবাম ‘শি ওয়াকস ইন বিউটি’। এটি ছিল আবৃত্তির অ্যালবাম।

১৯৬৭ সালে অন্তন চেখভের গল্প অবলম্বনে একটি মঞ্চ নাটক দিয়ে অভিনয়ে অভিষেক হয় ফেইথফুলের। অভিনয় করেছেন ‘দ্য গার্লস অব আ মোটরসাইকেল’, ‘ঘোস্ট স্টোরি’, ‘হ্যামলেট’, ‘শপিং’ ইত্যাদি সিনেমায়। নিজেকে নিয়ে তিনটি বই লিখেছেন তিনি—‘ফেইথফুল: অ্যান অটোবায়োগ্রাফি’ (১৯৯৪), ‘মেমোরিজ, ড্রিমস অ্যান্ড রিফ্লেকশনস’ (২০০৭) এবং ‘মারিয়ান ফেইথফুল: আ লাইফ অন রেকর্ড’ (২০১৪)।

আওয়ামী লীগ সরকারের আমলে শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প থেকে তৈরি হয়েছিল অ্যানিমেশন সিনেমা ‘মুজিব ভাই’ ও সিরিজ ‘খোকা’।
৫ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৫ ঘণ্টা আগে
নানা বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৫ সালে ইউসিবি রেকর্ড সাফল্য অর্জন করেছে, যা ব্যাংকটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অর্জন উদ্যাপনের মাধ্যমে গ্রাহক, স্টেকহোল্ডার ও শিল্প-সহযোগীদের কৃতজ্ঞতা জানাতে ৯ জানুয়ারি ইউসিবি আয়োজন করে জমকালো এক অনুষ্ঠান।
৫ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ততটা সুবিধা করতে পারেনি ইমরান হাশমি ও ইয়ামি গৌতম অভিনীত ‘হক’। গত ৭ নভেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি সমালোচকদের বিস্তর প্রশংসা পেয়েছিল। কিন্তু সাধারণ দর্শকদের সাড়া সেভাবে পাননি নির্মাতা সুপর্ণ ভার্মা। সেই ব্যর্থতা মাথায় নিয়েই ২ জানুয়ারি নেটফ্লিক্সে আসে হক।
৫ ঘণ্টা আগে