সুনামগঞ্জের ছাতকে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সংগীতশিল্পী ও গীতিকার পাগল হাসান। দুর্ঘটনার ঠিক এগারো ঘণ্টা আগে ফেসবুকে নিজের সাদাকালো একটি ছবি পোস্ট করে পাগল হাসান লিখেছিলেন ‘সাদা কালোই প্রথম আলো’। রঙিন জীবন যেন নিজ হাতে সাদা কালো করে গেলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী ও গীতিকার।
‘জীবন খাতা’, ‘আসমানে যাইয়ো না রে বন্ধু’, ‘আমি এক পাপিষ্ঠ বান্দা’, ‘রেলগাড়ির ইঞ্জিন’সহ অসংখ্য গান রচনা করেছেন পাগল হাসান। জনপ্রিয় ব্যান্ডদল লালনের জন্যও তিনটি গান লিখেছিলেন তিনি। ব্যান্ডটির ‘রুহানি’, ‘পাগলা ঘোরা’, আর ‘পাগল চিনে না’ গানের গীতিকার ও সুরকার পাগল হাসান।
লালন ব্যান্ডের অন্যতম সদস্য ও ড্রামার থেইন হান মং তিতি ফেসবুকে লিখেছেন, ‘আমার বন্ধু মো. মতিউর রহমান হাসানের আত্মা শান্তি পাক। লালন ব্যান্ডের জনপ্রিয় তিনটি গানের লেখক তিনি— ‘‘রুহানি’’, ‘‘পাগলা ঘোরা’’ এবং ‘‘পাগলা চিনে না’’। তাঁর আত্মার প্রতি আমাদের গভীর সমবেদনা।’
জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন ফেসবুকে লিখেছেন, ‘বাস-সিএনজি সংঘর্ষে সংগীতশিল্পী পাগল হাসান নিহত হয়েছেন। ছবিগুলো দেখে বুকটা কেঁপে উঠল! তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতু টোলকেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাণ হারান সংগীতশিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানসহ দুজন।
সুনামগঞ্জের ছাতকে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সংগীতশিল্পী ও গীতিকার পাগল হাসান। দুর্ঘটনার ঠিক এগারো ঘণ্টা আগে ফেসবুকে নিজের সাদাকালো একটি ছবি পোস্ট করে পাগল হাসান লিখেছিলেন ‘সাদা কালোই প্রথম আলো’। রঙিন জীবন যেন নিজ হাতে সাদা কালো করে গেলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী ও গীতিকার।
‘জীবন খাতা’, ‘আসমানে যাইয়ো না রে বন্ধু’, ‘আমি এক পাপিষ্ঠ বান্দা’, ‘রেলগাড়ির ইঞ্জিন’সহ অসংখ্য গান রচনা করেছেন পাগল হাসান। জনপ্রিয় ব্যান্ডদল লালনের জন্যও তিনটি গান লিখেছিলেন তিনি। ব্যান্ডটির ‘রুহানি’, ‘পাগলা ঘোরা’, আর ‘পাগল চিনে না’ গানের গীতিকার ও সুরকার পাগল হাসান।
লালন ব্যান্ডের অন্যতম সদস্য ও ড্রামার থেইন হান মং তিতি ফেসবুকে লিখেছেন, ‘আমার বন্ধু মো. মতিউর রহমান হাসানের আত্মা শান্তি পাক। লালন ব্যান্ডের জনপ্রিয় তিনটি গানের লেখক তিনি— ‘‘রুহানি’’, ‘‘পাগলা ঘোরা’’ এবং ‘‘পাগলা চিনে না’’। তাঁর আত্মার প্রতি আমাদের গভীর সমবেদনা।’
জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন ফেসবুকে লিখেছেন, ‘বাস-সিএনজি সংঘর্ষে সংগীতশিল্পী পাগল হাসান নিহত হয়েছেন। ছবিগুলো দেখে বুকটা কেঁপে উঠল! তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতু টোলকেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাণ হারান সংগীতশিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানসহ দুজন।
এবার ঈদের চমক পারিবারিক গল্পের সিনেমা ‘উৎসব’। মুক্তির পর থেকে প্রতিদিন বেড়েছে দর্শক। দুই সপ্তাহ পরেও দর্শকের আগ্রহ ধরে রেখেছে সিনেমাটি। অভিনয়শিল্পীরাও প্রতিদিন সিনেমার প্রচারে ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন হলে।
৫ ঘণ্টা আগেগত বছর মুক্তি পাওয়া ‘ক্রু’ সিনেমায় দেখা গিয়েছিল বলিউডের তিন অভিনেত্রী টাবু, কারিনা কাপুর ও কৃতি শ্যাননকে। এ সিনেমায় উঠে এসেছে বিমানবালাদের কঠিন জীবনের কথা। পর্দায় তিন অভিনেত্রীর উপস্থিতি ভালোই প্রশংসা কুড়িয়েছিল।
৫ ঘণ্টা আগেতিন বছর হয়ে গেছে বিটিএসের কার্যক্রম বন্ধ। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এ ব্যান্ডের সাত সদস্যের সবাই ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। এরই মধ্যে আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি ও জাংকুক প্রশিক্ষণ শেষ করে চলে এসেছেন।
৫ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে