
ভারতের সংগীতবিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের ১৫তম আসরে সেরা হলেন পশ্চিমবঙ্গের মানসী ঘোষ। এই প্রথম কোনো বাঙালির হাতে উঠল ইন্ডিয়ান আইডলের শিরোপা। প্রথম রানারআপ হয়েছেন পশ্চিমবঙ্গের আরেক প্রতিযোগী শুভজিৎ চক্রবর্তী এবং তৃতীয় হয়েছেন স্নেহা শঙ্কর।
গতকাল রোববার রাতে প্রচারিত হয় ইন্ডিয়ান আইডলের এবারের সিজনের গ্র্যান্ড ফিনালে। বিজয়ী মানসী ঘোষ ট্রফির পাশাপাশি পেয়েছেন ২৫ লাখ রুপি এবং একটি ব্র্যান্ড নিউ গাড়ি। এ ছাড়া বেশ কিছু প্লেব্যাকের অফারও জমা হয়েছে মানসীর ঝুলিতে। ফাইনালের দিনই তাঁর সঙ্গে গান গাইবেন বলে জানিয়ে দিয়েছেন ইন্ডিয়ান আইডলের এবারের সিজনের অন্যতম বিচারক বাদশা। ইতিমধ্যে শানের সঙ্গে একটি গান রেকর্ড করে ফেলেছেন মানসী।
বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মানসী বলেন, ‘আমার পরিবারের সবাই ফাইনালের জন্য এসেছিল। সবাই কাঁদছিল, আনন্দ করছিল। কিন্তু জয়ের পরে আমার প্রথম প্রতিক্রিয়া কী হওয়া উচিত, সেটা বুঝতে পারছিলাম না। আমরা সবাই খুব খুশি। জীবন একেবারে বদলে গিয়েছে।’
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার নিমতা পাইকপাড়ার বাসিন্দা মানসী ঘোষ। মাত্র চার বছর বয়সে মা-বাবার ইচ্ছায় গান শেখা শুরু তাঁর। ১৩ বছর বয়সে প্রথম স্টেজ শো করেন মানসী। স্টেজ শো করে রোজগার শুরু হয় ১৫-১৬ বছর বয়স থেকে। পরিবারের পাশে দাঁড়াতে মানসী প্রচুর স্টেজ শো করেছেন, সমানতালে পড়াশোনাও চালিয়েছেন।

ইন্ডিয়ান আইডলের আগে ২০২১ সালে সংগীতবিষয়ক রিয়েলিটি শো সুপার সিঙ্গারে অংশগ্রহণ করেন মানসী। সেই প্রতিযোগিতায় দ্বিতীয় হন মানসী। সেখানেই থেমে যায়নি, বরং নিজেকে আরও তৈরি করে গত বছর ইন্ডিয়ান আইডলের জন্য অডিশন দেন। প্রতিযোগিতার প্রথম পর্বেই দৃষ্টি কেড়েছিলেন মানসী, নিয়মিত ভালো পারফরম্যান্স উপহার দিয়ে গেছেন। টানা সাত-আট মাস দর্শক ও বিচারকদের মন জয় করে গতকাল কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেলেন মানসী।

দক্ষিণ কোরিয়ার বিনোদন অঙ্গনে আবারও নেমে এল শোকের ছায়া। জনপ্রিয় কোরিয়ান গায়িকা মো সু-জিন মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন। তাঁর পরিবার মৃত্যুর কারণ প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর এজেন্সি ‘প্যানিক বাটন’ এক বিবৃতিতে এই দুঃসংবাদ নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে
বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক নতুন ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’। আজ ৩০ জানুয়ারি রাত ৯টায় প্রচারিত হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব। উপস্থাপনায় রশিদ সাগর। একক গান, লোকগান, পুঁথিপাঠ, নাচ, নাটিকা, নৃত্যনাট্য, তারকা আড্ডাসহ নানা বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। প্রতি মাসেই ম্যাগাজিন অনুষ্ঠানটির নতুন
১২ ঘণ্টা আগে
বর্তমান যুগ যেখানে অবিরাম কাজ, ক্রমাগত কন্টেন্ট উৎপাদন এবং সারাক্ষণ নিজেকে জাহির করার নেশায় মত্ত, সেখানে দাঁড়িয়ে হুট করে ‘না’ বলাটা অনেকটা বৈপ্লবিক সিদ্ধান্তের মতো শোনায়। ঠিক এই কাজটিই করে দেখালেন ভারতীয় সংগীত জগতের রাজপুত্র অরিজিৎ সিং এবং জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান জাকির খান।
১৫ ঘণ্টা আগে
গতকাল নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসর। এবারের আসরে জায়গা করে নিয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’। উৎসবের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা বিভাগ বিগ স্ক্রিন কম্পিটিশনে লড়বে সিনেমাটি।
২১ ঘণ্টা আগে