
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধে উভয় দেশেই ২৪ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। চলমান এই সংঘাতে ফিলিস্তিন ও ইসরায়েল উভয় দেশের পক্ষে সরব হয়েছেন শোবিজ তারকারা। এবার ইসরায়েলের জন্য সমর্থন জানিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন পপ তারকা জাস্টিন বিবার।
ইনস্টাগ্রামে ইসরায়েলের পক্ষে সমর্থন জানিয়ে পোস্ট করে বিবার লিখেছিলেন, ‘ইসরায়েলের জন্য প্রার্থনা’, কিন্তু বিপত্তি বাধে পোস্টের সঙ্গে জুড়ে দেওয়া ছবিতে। ইসরায়েলের জন্য প্রার্থনার ছবিতে তিনি ব্যবহার করেছেন বিধ্বস্ত গাজার ছবি। এর পরই সমালোচনার মুখে পড়েন বিবার। এক ঘণ্টার মধ্যে পোস্টটি সরিয়ে একই বার্তা ছবি ছাড়া শেয়ার করেন এই পপ তারকা। পোস্টটি তাৎক্ষণিক সরিয়ে নিলেও ভক্তদের সমালোচনা হজম করতে হয়েছে বিবারকে।
বিবারের এক অনুসারী হতাশা প্রকাশ করে বলেন, ‘এটি বিব্রতকর। আপনি যদি না জানেন যে আপনি কী বিষয়ে কথা বলছেন, তাহলে চুপ থাকুন।’
এর আগে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ প্রসঙ্গে ইনস্টাগ্রামে নিজের প্রতিক্রিয়া জানান জাস্টিন বিবার। তিনি বলেন, ‘ইসরায়েলি ও ফিলিস্তিনি বন্ধুদের জন্য কষ্ট হচ্ছে। আমি নিশ্চিত যে আমরা সহজাতভাবে কোনটি মন্দ তা জানি। সমস্ত ফিলিস্তিনি কিংবা সমস্ত ইসরায়েলিকে ভিলেন করা আমার কাছে ভুল বলে মনে হয়। তাই আমি পক্ষ বেছে নিতে আগ্রহী নই। তবে আমি সেই পরিবারগুলোর পাশে দাঁড়াতে আগ্রহী, যাদের প্রিয়জনদের আমাদের কাছ থেকে নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছে।’
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ ষষ্ঠ দিনে গড়িয়েছে। এই যুদ্ধে উভয় দেশেই ২৪ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১ হাজার ২০০। আহত হয়েছে ৫ হাজার ৬০০। ইসরায়েলেও নিহতের সংখ্যা ১২ শতাধিক। বার্তা সংস্থা এএফপি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির গল্প নিয়ে অরুণ চৌধুরী বানিয়েছেন ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছর ফেব্রুয়ারিতে। এবার সেটি মুক্তি পেল ইউটিউবে। তবে বদলে গেছে নাম। টেন স্টুডিওস নামের ইউটিউব চ্যানেলে ‘তারার সার্কাস’ নামে দেখা যাচ্ছে সিনেমাটি।
৯ ঘণ্টা আগে
গত নভেম্বরে খবর ছড়িয়েছিল, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে এমন খবরের কোনো নিশ্চয়তা দেননি নির্মাতা। শুধু জানিয়েছিলেন, বাংলাদেশের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে ভারতের একজন নায়িকাকে।
১২ ঘণ্টা আগে
এই সময়ের অন্যতম সেরা কমেডিয়ানের নাম জাকির খান। ভারতীয় এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের জনপ্রিয়তা ছড়িয়ে আছে সারা বিশ্বে। আমাজন প্রাইমে প্রচারিত হয়েছে তাঁর একাধিক কমেডি শো। প্রথম ভারতীয় কমেডিয়ান হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পারফর্ম করেছেন জাকির। বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
১৯ ঘণ্টা আগে
মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১ দিন আগে