দিতি আহমেদ

‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে’—কিশোর কুমার গাইছেন। আর একটা হাহাকার যেন জন্ম নিচ্ছে চারপাশে। গানের এই কথার সঙ্গে মিল রেখে কিশোর কুমার নিজেও চলে গেছেন না ফেরার কোনো এক আকাশে। কিন্তু এই না ফেরাটা মোটাদাগে, সশরীরে। সশরীরে তাঁর ফেরা না হলেও তাঁর কণ্ঠ ফিরে ফিরে আসে; বারবার।
উপমহাদেশে যে কয়েকজন শিল্পী সেরা শিল্পীর মুকুট মাথায় পরেছেন, তার মধ্যে কিশোর কুমার অন্যতম। আজ এই গুণী শিল্পীর জন্মদিন। ১৯২৯ সালের ৪ আগস্ট ভারতের মধ্যপ্রদেশের খান্ডোয়াতে এক বাঙালি পরিবারে কিশোর কুমারের জন্ম।
আভাস কুমার থেকে কিশোর কুমার
মধ্যপ্রদেশের খান্ডোওয়াতে কুঞ্জলাল গাঙ্গুলি, আর গৌরী দেবির ঘরে জন্ম নেওয়া ছেলেটির নাম কিন্তু ছিল আভাস কুমার গাঙ্গুলি। ডাক নাম ছিল কিশোর। কিন্তু বড় হয়ে এই ডাকনামের সঙ্গেই মূল নামের কুমার জুড়ে তিনি হয়ে ওঠেন কিশোর কুমার। বাবা কুঞ্জলাল গাঙ্গুলি ছিলেন আইনজীবী; আর মা গৌরী দেবী গৃহবধূ। চার ভাইবোনের মধ্যে কিশোরই ছিলেন সবার ছোট। সবচেয়ে বড় অশোক কুমার‚ তারপর দিদি সতী দেবী, আরেক দাদা অনুপ কুমার।
আভাস কুমার থেকে কিশোর কুমার হয়ে ওঠা কিন্তু আক্ষরিক অর্থেই গানের জন্য। ‘বোম্বে টকিজে’ দাদা অশোক কুমারের সঙ্গে কোরাস গাওয়ার সময় ‘আভাস’ নাম বদলে করে নেন ‘কিশোর’। পরে কিশোর নামেই পান পরিচিতি ও খ্যাতি।
কণ্ঠ নিয়ে বিড়ম্বনা
যে গান তাঁকে এত খ্যাতি এনে দিয়েছে, সেই গানে তিনি কিন্তু ছোট থেকে মোটেই ভালো ছিলেন না। অনেকে একে কর্কশ ও হেঁড়ে গলা হিসেবে চিহ্নিত করেছিল। তা সেই হেঁড়ে গলা কীভাবে এমন মনকাড়া হলো? এ নিয়েও রয়েছে মজার গল্প—ছোটবেলায় পায়ের পাতায় একবার চোট লাগার পর প্রায় এক মাস ধরে চেঁচিয়ে কান্নাকাটি করেছিলেন কিশোর। আর তারপরই নাকি ভোল পাল্টে যায় গলার। এক সময়ের হেঁড়ে গলাটি পুরোদস্তুর সুমিষ্ট কণ্ঠে পরিণত হয়। সে যা–ই হোক, কিশোরের কণ্ঠ কী করে এতটা মধুর হলো, তা নিয়ে পড়ে থেকে কাজ নেই। আমাদের কাছে তো আছে তাঁর অসাধারণ গায়কি।
কিশোর গুরু বলে মানতেন তিনজনকে। কে এল সায়গল‚ হলিউডের গায়ক-অভিনেতা ড্যানি কে ও রবীন্দ্রনাথ ঠাকুরকে। তাঁর বাড়িতে ঝোলানো ছিল এই তিনজনের বড় বড় পোর্ট্রেট। রোজ সকালে উঠে এই তিনজনকে প্রণাম করতেন কিশোর কুমার।
কিশোরের জীবনে অদ্ভুত চার
কিংবদন্তি এই শিল্পীর জীবনের চার সংখ্যা নিয়ে অদ্ভুত কিছু কাহিনি রয়েছে। একটু চোখ বোলালেই বোঝা যাবে কিশোর কুমার ৪ আগস্ট ৪টায় জন্মগ্রহণ করেন। তিনি জীবনে বিয়ে করেছিলেন চারটি। শুধু তাই নয়, তিনি ছিলেন চার সন্তানের বাবা।
অভিনয়, গান এবং...
দাদা অশোক কুমারের মতো অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল কিশোর কুমারের। আর এই স্বপ্ন নিয়েই মূলত ইন্ডাস্ট্রিতে আসেন কিশোর কুমার। সাধারণত গায়ক হিসেবে তাঁকে দেখা হলেও তিনি হিন্দি চলচ্চিত্র জগতের একজন গুরুত্বপূর্ণ অভিনেতাও ছিলেন। তাঁর অভিনীত বিখ্যাত কয়েকটি কমেডি চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘বাপ রে বাপ’ (১৯৫৫), ‘পড়োশন’ (১৯৬৮), ‘হাঙ্গামা’ (১৯৭১), ‘পেয়ার দিওয়ানা’ (১৯৭৩), ‘বাড়তি কা নাম দাড়ি’ (১৯৭৪), ‘চলতি কা নাম গাড়ি’ (১৯৫৮), ‘হাফ টিকিট’ (১৯৬২) প্রভৃতি। কিন্তু কিশোর অভিনীত এই সিনেমাগুলো সাফল্য পায়নি। তাঁর অভিনীত ছবিতে কণ্ঠ দিতেন মোহাম্মদ রফি। শুধু অভিনয় ও কণ্ঠশিল্পী নন, কিশোর কুমার ছিলেন একাধারে তীতিকার, সুরকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
বাংলা, হিন্দি, মারাঠি, গুজরাটি, অসমিয়া, কন্নড়, ভোজপুরি, উর্দু, মালায়লমসহ বিভিন্ন ভাষায় ২ হাজারেরও বেশি গান গেয়েছেন কিশোর কুমার। এতগুলো ভাষায়, এত গান গাইলেও কিশোর কুমারের ঝুলিতে মাত্র আটটি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড রয়েছে।
উদ্ভট কাণ্ডকীর্তি
উদ্ভট কাণ্ডের জন্য কিশোর কুমারের খ্যাতি কিছু কম ছিল না। দক্ষিণ মুম্বাইয়ের ওয়ার্ডেন রোডে তাঁর ফ্ল্যাটের বাইরে যে বোর্ড ঝোলানো থাকত, তাতে লেখা থাকত—‘Beware Of Kishore Kumar’। একবার এক প্রযোজক তাঁর প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার পর হ্যান্ডশেক করতে চাইলে তাঁর হাত নিজের মুখের মধ্যে নিয়ে কামড়ে দিয়েছিলেন কিশোর। মনে করিয়ে দিয়েছিলেন বাইরে টানানো বোর্ডের কথা। আবার একবার এক প্রযোজক বেশ কিছুদিন ধরে তাঁর টাকা বাকি রেখে দিয়েছিলেন। সিনেমার নায়ক-গায়ক ছিলেন কিশোর কুমার। তাই রোজ খানিকটা করে গোঁফ, আর চুল কামাতে শুরু করেন তিনি। অবশেষে পুরো টাকা মিটিয়ে দেওয়াতে ক্ষান্ত হন কিশোর। আরেকবার একটি দৃশ্যে তাঁর গাড়ি চালিয়ে ফ্রেম থেকে বেরিয়ে যাওয়ার কথা। সেই মতো ফ্রেম থেকে তো বেরিয়ে গেলেন কিশোর‚ কিন্তু গাড়ি না থামিয়ে সোজা পানভেল অবধি চলে গিয়েছিলেন তিনি। কারণ হিসেবে বলেছিলেন, ডিরেক্টর তো ‘কাট’ বলেননি।

‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে’—কিশোর কুমার গাইছেন। আর একটা হাহাকার যেন জন্ম নিচ্ছে চারপাশে। গানের এই কথার সঙ্গে মিল রেখে কিশোর কুমার নিজেও চলে গেছেন না ফেরার কোনো এক আকাশে। কিন্তু এই না ফেরাটা মোটাদাগে, সশরীরে। সশরীরে তাঁর ফেরা না হলেও তাঁর কণ্ঠ ফিরে ফিরে আসে; বারবার।
উপমহাদেশে যে কয়েকজন শিল্পী সেরা শিল্পীর মুকুট মাথায় পরেছেন, তার মধ্যে কিশোর কুমার অন্যতম। আজ এই গুণী শিল্পীর জন্মদিন। ১৯২৯ সালের ৪ আগস্ট ভারতের মধ্যপ্রদেশের খান্ডোয়াতে এক বাঙালি পরিবারে কিশোর কুমারের জন্ম।
আভাস কুমার থেকে কিশোর কুমার
মধ্যপ্রদেশের খান্ডোওয়াতে কুঞ্জলাল গাঙ্গুলি, আর গৌরী দেবির ঘরে জন্ম নেওয়া ছেলেটির নাম কিন্তু ছিল আভাস কুমার গাঙ্গুলি। ডাক নাম ছিল কিশোর। কিন্তু বড় হয়ে এই ডাকনামের সঙ্গেই মূল নামের কুমার জুড়ে তিনি হয়ে ওঠেন কিশোর কুমার। বাবা কুঞ্জলাল গাঙ্গুলি ছিলেন আইনজীবী; আর মা গৌরী দেবী গৃহবধূ। চার ভাইবোনের মধ্যে কিশোরই ছিলেন সবার ছোট। সবচেয়ে বড় অশোক কুমার‚ তারপর দিদি সতী দেবী, আরেক দাদা অনুপ কুমার।
আভাস কুমার থেকে কিশোর কুমার হয়ে ওঠা কিন্তু আক্ষরিক অর্থেই গানের জন্য। ‘বোম্বে টকিজে’ দাদা অশোক কুমারের সঙ্গে কোরাস গাওয়ার সময় ‘আভাস’ নাম বদলে করে নেন ‘কিশোর’। পরে কিশোর নামেই পান পরিচিতি ও খ্যাতি।
কণ্ঠ নিয়ে বিড়ম্বনা
যে গান তাঁকে এত খ্যাতি এনে দিয়েছে, সেই গানে তিনি কিন্তু ছোট থেকে মোটেই ভালো ছিলেন না। অনেকে একে কর্কশ ও হেঁড়ে গলা হিসেবে চিহ্নিত করেছিল। তা সেই হেঁড়ে গলা কীভাবে এমন মনকাড়া হলো? এ নিয়েও রয়েছে মজার গল্প—ছোটবেলায় পায়ের পাতায় একবার চোট লাগার পর প্রায় এক মাস ধরে চেঁচিয়ে কান্নাকাটি করেছিলেন কিশোর। আর তারপরই নাকি ভোল পাল্টে যায় গলার। এক সময়ের হেঁড়ে গলাটি পুরোদস্তুর সুমিষ্ট কণ্ঠে পরিণত হয়। সে যা–ই হোক, কিশোরের কণ্ঠ কী করে এতটা মধুর হলো, তা নিয়ে পড়ে থেকে কাজ নেই। আমাদের কাছে তো আছে তাঁর অসাধারণ গায়কি।
কিশোর গুরু বলে মানতেন তিনজনকে। কে এল সায়গল‚ হলিউডের গায়ক-অভিনেতা ড্যানি কে ও রবীন্দ্রনাথ ঠাকুরকে। তাঁর বাড়িতে ঝোলানো ছিল এই তিনজনের বড় বড় পোর্ট্রেট। রোজ সকালে উঠে এই তিনজনকে প্রণাম করতেন কিশোর কুমার।
কিশোরের জীবনে অদ্ভুত চার
কিংবদন্তি এই শিল্পীর জীবনের চার সংখ্যা নিয়ে অদ্ভুত কিছু কাহিনি রয়েছে। একটু চোখ বোলালেই বোঝা যাবে কিশোর কুমার ৪ আগস্ট ৪টায় জন্মগ্রহণ করেন। তিনি জীবনে বিয়ে করেছিলেন চারটি। শুধু তাই নয়, তিনি ছিলেন চার সন্তানের বাবা।
অভিনয়, গান এবং...
দাদা অশোক কুমারের মতো অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল কিশোর কুমারের। আর এই স্বপ্ন নিয়েই মূলত ইন্ডাস্ট্রিতে আসেন কিশোর কুমার। সাধারণত গায়ক হিসেবে তাঁকে দেখা হলেও তিনি হিন্দি চলচ্চিত্র জগতের একজন গুরুত্বপূর্ণ অভিনেতাও ছিলেন। তাঁর অভিনীত বিখ্যাত কয়েকটি কমেডি চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘বাপ রে বাপ’ (১৯৫৫), ‘পড়োশন’ (১৯৬৮), ‘হাঙ্গামা’ (১৯৭১), ‘পেয়ার দিওয়ানা’ (১৯৭৩), ‘বাড়তি কা নাম দাড়ি’ (১৯৭৪), ‘চলতি কা নাম গাড়ি’ (১৯৫৮), ‘হাফ টিকিট’ (১৯৬২) প্রভৃতি। কিন্তু কিশোর অভিনীত এই সিনেমাগুলো সাফল্য পায়নি। তাঁর অভিনীত ছবিতে কণ্ঠ দিতেন মোহাম্মদ রফি। শুধু অভিনয় ও কণ্ঠশিল্পী নন, কিশোর কুমার ছিলেন একাধারে তীতিকার, সুরকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
বাংলা, হিন্দি, মারাঠি, গুজরাটি, অসমিয়া, কন্নড়, ভোজপুরি, উর্দু, মালায়লমসহ বিভিন্ন ভাষায় ২ হাজারেরও বেশি গান গেয়েছেন কিশোর কুমার। এতগুলো ভাষায়, এত গান গাইলেও কিশোর কুমারের ঝুলিতে মাত্র আটটি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড রয়েছে।
উদ্ভট কাণ্ডকীর্তি
উদ্ভট কাণ্ডের জন্য কিশোর কুমারের খ্যাতি কিছু কম ছিল না। দক্ষিণ মুম্বাইয়ের ওয়ার্ডেন রোডে তাঁর ফ্ল্যাটের বাইরে যে বোর্ড ঝোলানো থাকত, তাতে লেখা থাকত—‘Beware Of Kishore Kumar’। একবার এক প্রযোজক তাঁর প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার পর হ্যান্ডশেক করতে চাইলে তাঁর হাত নিজের মুখের মধ্যে নিয়ে কামড়ে দিয়েছিলেন কিশোর। মনে করিয়ে দিয়েছিলেন বাইরে টানানো বোর্ডের কথা। আবার একবার এক প্রযোজক বেশ কিছুদিন ধরে তাঁর টাকা বাকি রেখে দিয়েছিলেন। সিনেমার নায়ক-গায়ক ছিলেন কিশোর কুমার। তাই রোজ খানিকটা করে গোঁফ, আর চুল কামাতে শুরু করেন তিনি। অবশেষে পুরো টাকা মিটিয়ে দেওয়াতে ক্ষান্ত হন কিশোর। আরেকবার একটি দৃশ্যে তাঁর গাড়ি চালিয়ে ফ্রেম থেকে বেরিয়ে যাওয়ার কথা। সেই মতো ফ্রেম থেকে তো বেরিয়ে গেলেন কিশোর‚ কিন্তু গাড়ি না থামিয়ে সোজা পানভেল অবধি চলে গিয়েছিলেন তিনি। কারণ হিসেবে বলেছিলেন, ডিরেক্টর তো ‘কাট’ বলেননি।

বাঙালি মুসলমান নারী জাগরণের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়ার ‘সুলতানাস ড্রিম’ উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন স্প্যানিশ নারী নির্মাতা ইসাবেল হারগুয়েরা। ২০২৩ সালে ৮৬ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার প্রিমিয়ার হয় স্পেনের সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। ওই বছর স্পেনের প্রেক্ষাগৃহে মুক্তি পায়...
৭ ঘণ্টা আগে
মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল মেঘদূত নাট্য সম্প্রদায়। নাম ‘শায়েস্তা খাঁর পরী’। এটি দলের ২১তম প্রযোজনা। ১৯ জানুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী।
৮ ঘণ্টা আগে
বছরের শুরুতে নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ১৪ জানুয়ারি রাত ১২টায় মুক্তি পাবে ‘আঁতকা’ নামের এই সিরিজ। পারিবারিক প্রেক্ষাপটের আশ্রয়ে নানান টুইস্ট রাখা হয়েছে এতে। রাবা খানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিরিজটি নির্মাণ করেছেন আরাফাত মহসীন নিধি।
৯ ঘণ্টা আগে
রবিন হুড মানেই আমাদের চোখে ভেসে ওঠে এক পরোপকারী বীরের ছবি। ধনীদের সম্পদ গরিবের মধ্যে বিলিয়ে দেওয়া এক মহানায়ক। কিন্তু ‘দ্য ডেথ অব রবিন হুড’ সিনেমায় এই চেনা গল্প সম্পূর্ণ বদলে গেছে। চিরাচরিত রবিন হুডের বীরত্বগাথা থেকে বেরিয়ে তাকে একজন অনুতপ্ত অপরাধী হিসেবে দেখানো হয়েছে এতে।
৯ ঘণ্টা আগে