
বাবা-মেয়ের সম্পর্কের মাধুর্য অমূল্য। বেশিরভাগ মেয়ের কাছে বাবা তার কাছে শ্রেষ্ঠ আইডল। জীবনের সবক্ষেত্রে মেয়েকে এগিয়ে যেতে মূল পথপ্রদর্শক হিসেবে থাকেন বাবা। বাবা-মেয়ের এমন সম্পর্ক নিয়ে সাজানো হয়েছে নতুন একটি গান। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের গল্প ও পরিচালনায় ‘শেষ খেলা’ নাটকে থাকছে এটি।
‘রাজা-রাজকন্যা’ শিরোনামের গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। এর কথা লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনায় ইমন চৌধুরী। ঢাকার নিকেতনে তার স্টুডিওতে গত ১১ জুলাই গানটির ধারণ কাজ সম্পন্ন হয়েছে।
গানটি প্রসঙ্গে কনা বলেন, ‘গানটি গেয়ে আমার খুব ভালো লেগেছে। গানের কথাগুলো অসাধারণ। রেকর্ডিংয়ের পর গীতিকারকে ফোন দিয়ে প্রশংসা করেছি। ইমন চৌধুরীর কথা আর কী বলবো, খুব মিষ্টি একটা সুর সৃষ্টি করেছেন তিনি। আমাকে গানটি গাওয়ার সুযোগ দেওয়ার জন্য রাজ ভাইকে ধন্যবাদ।’
সুরকার ও সংগীত পরিচালক ইমন চৌধুরীর কথায়, ‘গানের কথা খুব সুন্দর। কনা আপুর কণ্ঠ অসাধারণ লাগছে। তিনি খুব পছন্দ করেছেন গানটি। পরিচালক রাজ ও আমার গ্রামের বাড়ি একই জায়গায় (নরসিংদী) হলেও তার পরিচালিত নাটকে এটাই আমার প্রথম কাজ। শ্রোতাদের ভালো লাগলে আমরা খুশি হবো।’
পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের অনুভূতি, ‘নাটকে এমন একটি গান প্রয়োজন ছিলো। গানের কথা, সুর-সংগীত ও কণ্ঠ সবকিছু আমার মনের মতো হয়েছে। সব বাবা ও মেয়েরা এই গানের সঙ্গে একাত্ম হবেন বলে আশা করছি।’
গীতিকার জনি হকের মন্তব্য, ‘পরিচালক রাজ আমাকে গল্পটি বলার পরপরই গানের প্রথম দুই লাইন আমার ভাবনায় চলে আসে- ‘তুমি এই হৃদয়ের কাবা, তুমি পৃথিবী জানো বাবা’। পুরো গানের কথা পাঠানোর পর রাজ পছন্দ করলেন। ইমন চৌধুরী গানটির কথা পেয়ে জানালেন, ‘অসাধারণ হয়েছে ভাই।’ কনা তো রেকর্ডিংয়ের পর ফোন দিয়ে বেশ প্রশংসা করলেন। এবার শ্রোতাদের ভালো লাগলেই সফল মনে করবো কাজটা।’
‘শেষ খেলা’ নাটকে বাবা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও সাফা কবির। এছাড়া আছেন তৌসিফ মাহবুব। আসন্ন ঈদুল আজহার চতুর্থ দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে এটি। এর একঘণ্টা পর থেকে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে উপভোগ করা যাবে নাটকটি।

বাবা-মেয়ের সম্পর্কের মাধুর্য অমূল্য। বেশিরভাগ মেয়ের কাছে বাবা তার কাছে শ্রেষ্ঠ আইডল। জীবনের সবক্ষেত্রে মেয়েকে এগিয়ে যেতে মূল পথপ্রদর্শক হিসেবে থাকেন বাবা। বাবা-মেয়ের এমন সম্পর্ক নিয়ে সাজানো হয়েছে নতুন একটি গান। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের গল্প ও পরিচালনায় ‘শেষ খেলা’ নাটকে থাকছে এটি।
‘রাজা-রাজকন্যা’ শিরোনামের গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। এর কথা লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনায় ইমন চৌধুরী। ঢাকার নিকেতনে তার স্টুডিওতে গত ১১ জুলাই গানটির ধারণ কাজ সম্পন্ন হয়েছে।
গানটি প্রসঙ্গে কনা বলেন, ‘গানটি গেয়ে আমার খুব ভালো লেগেছে। গানের কথাগুলো অসাধারণ। রেকর্ডিংয়ের পর গীতিকারকে ফোন দিয়ে প্রশংসা করেছি। ইমন চৌধুরীর কথা আর কী বলবো, খুব মিষ্টি একটা সুর সৃষ্টি করেছেন তিনি। আমাকে গানটি গাওয়ার সুযোগ দেওয়ার জন্য রাজ ভাইকে ধন্যবাদ।’
সুরকার ও সংগীত পরিচালক ইমন চৌধুরীর কথায়, ‘গানের কথা খুব সুন্দর। কনা আপুর কণ্ঠ অসাধারণ লাগছে। তিনি খুব পছন্দ করেছেন গানটি। পরিচালক রাজ ও আমার গ্রামের বাড়ি একই জায়গায় (নরসিংদী) হলেও তার পরিচালিত নাটকে এটাই আমার প্রথম কাজ। শ্রোতাদের ভালো লাগলে আমরা খুশি হবো।’
পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের অনুভূতি, ‘নাটকে এমন একটি গান প্রয়োজন ছিলো। গানের কথা, সুর-সংগীত ও কণ্ঠ সবকিছু আমার মনের মতো হয়েছে। সব বাবা ও মেয়েরা এই গানের সঙ্গে একাত্ম হবেন বলে আশা করছি।’
গীতিকার জনি হকের মন্তব্য, ‘পরিচালক রাজ আমাকে গল্পটি বলার পরপরই গানের প্রথম দুই লাইন আমার ভাবনায় চলে আসে- ‘তুমি এই হৃদয়ের কাবা, তুমি পৃথিবী জানো বাবা’। পুরো গানের কথা পাঠানোর পর রাজ পছন্দ করলেন। ইমন চৌধুরী গানটির কথা পেয়ে জানালেন, ‘অসাধারণ হয়েছে ভাই।’ কনা তো রেকর্ডিংয়ের পর ফোন দিয়ে বেশ প্রশংসা করলেন। এবার শ্রোতাদের ভালো লাগলেই সফল মনে করবো কাজটা।’
‘শেষ খেলা’ নাটকে বাবা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও সাফা কবির। এছাড়া আছেন তৌসিফ মাহবুব। আসন্ন ঈদুল আজহার চতুর্থ দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে এটি। এর একঘণ্টা পর থেকে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে উপভোগ করা যাবে নাটকটি।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
৫ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
৫ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
৬ ঘণ্টা আগে