
চোখে রোদচশমা, গলায় সোনার চেইন। একেবারে যেন বাপ্পি লাহিড়ী। গান গাওয়ার আদব কায়দাতেও দারুণ মিল। আর হবে নাই বা কেন, কিংবদন্তি নানার যোগ্য উত্তরসূরী বলে কথা। নানার পথেই নাতির বিচরণ। নানার শরীরী ভাষা অর্থাৎ স্টাইল তা প্রায় রপ্ত করতে শুরু করে দিয়েছে নাতি রেগো। বলিউডে ৫০ বছরের ক্যারিয়ারে নানা অসংখ্য হিট গান উপহার দিয়েছেন।
সারেগামাপা থেকে এবার পুজায় মুক্তি পেল বাপ্পি লাহিড়ীর নাতি রেগোর প্রথম গান ‘বাচ্চা পার্টি’। প্রথম গানেই রেগো বুঝিয়ে দিলেন, তিনি খুব শীঘ্রই স্টার হতে চলেছেন। নেটিজেনরা ইতিমধ্য়েই প্রশংসা করেছে রেগোর এই গান। অনেকেই বলছেন, রেগো যেন একেবারেই দাদু বাপ্পি লাহিড়ীর মতো।
এই গানের মিউজিক করেছেন সমীর ট্যান্ডন এবং কোরিওগ্রাফি করেছেন রাহুল শেঠি। সদ্য ‘সারেগামা’ থেকে এই গানের ভিডিও মুক্তি পেয়েছে। এই মিউজিক ভিডিওতে বহু শিশুশিল্পী রয়েছে।
ভিডিও অ্যালবামের একটি দৃশ্যে নাতির সঙ্গে বাপ্পি লাহিড়ীকেও দেখা যাবে। গানটি ছোটদের জন্য হলেও বড়দেরও বেশ পছন্দ হয়েছে। নাতির এই কাজে দারুণ খুশি হয়েছে বাপ্পি নিজে। এত অল্প বয়সে মিউজিকের ক্যারিয়ার শুরু করার জন্য নাতির জন্যে গর্বিত বলিউডের এই মিউজিশিয়ান। ভারতীয় গণমাধ্যমের কাছে নাতির গান শুনে অনুভূতি প্রকাশ করেছেন বাপ্পি লাহিড়ী। তিনি বলেন,‘আমার নাতি যে এত অল্প বয়সে মিউজিকে ক্যারিয়ার শুরু করল, এতে আমি দারুণ খুশি এবং গর্বিত। বাচ্চা পার্টি এমন একটা গান যা ওর স্টাইল বা ব্যক্তিত্বের সঙ্গে মানানসই। সমীরকে ধন্যবাদ, ও রেগোর মধ্যে যে স্পার্ক আছে তা খুঁজে বের করেছে।’
সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ীর মেয়ে রিমা ১৯৮৭ সালে প্রথম অ্যালবাম ‘লিটল স্টার’ রিলিজ করেন। রিমারও প্রথম কাজ ছিল সারেগামাপা থেকেই। এ বার তাঁর ছেলে রেগোর সংগীত সফর শুরু হল সেই একই জায়গা থেকে।
পুজায় এবার ঋতুপর্ণার সঙ্গে ‘ফুলমতি’ গান তৈরি করেছেন বাপ্পি লাহিড়ী। বহু দিন পর গানে সুর দিলেন বাপ্পি। মাঝে রটেছিল, অসুস্থতার জন্য় নাকি বাপ্পি লাহিড়ী কণ্ঠস্বর হারিয়েছেন। তবে খবরকে মিথ্য়ে বলেই ক্ষোভ প্রকাশ করেছেন বাপ্পি। আপাতত, নাতি রেগোর গানেই মেতে আছেন এই সংগীত পরিচালক।

চোখে রোদচশমা, গলায় সোনার চেইন। একেবারে যেন বাপ্পি লাহিড়ী। গান গাওয়ার আদব কায়দাতেও দারুণ মিল। আর হবে নাই বা কেন, কিংবদন্তি নানার যোগ্য উত্তরসূরী বলে কথা। নানার পথেই নাতির বিচরণ। নানার শরীরী ভাষা অর্থাৎ স্টাইল তা প্রায় রপ্ত করতে শুরু করে দিয়েছে নাতি রেগো। বলিউডে ৫০ বছরের ক্যারিয়ারে নানা অসংখ্য হিট গান উপহার দিয়েছেন।
সারেগামাপা থেকে এবার পুজায় মুক্তি পেল বাপ্পি লাহিড়ীর নাতি রেগোর প্রথম গান ‘বাচ্চা পার্টি’। প্রথম গানেই রেগো বুঝিয়ে দিলেন, তিনি খুব শীঘ্রই স্টার হতে চলেছেন। নেটিজেনরা ইতিমধ্য়েই প্রশংসা করেছে রেগোর এই গান। অনেকেই বলছেন, রেগো যেন একেবারেই দাদু বাপ্পি লাহিড়ীর মতো।
এই গানের মিউজিক করেছেন সমীর ট্যান্ডন এবং কোরিওগ্রাফি করেছেন রাহুল শেঠি। সদ্য ‘সারেগামা’ থেকে এই গানের ভিডিও মুক্তি পেয়েছে। এই মিউজিক ভিডিওতে বহু শিশুশিল্পী রয়েছে।
ভিডিও অ্যালবামের একটি দৃশ্যে নাতির সঙ্গে বাপ্পি লাহিড়ীকেও দেখা যাবে। গানটি ছোটদের জন্য হলেও বড়দেরও বেশ পছন্দ হয়েছে। নাতির এই কাজে দারুণ খুশি হয়েছে বাপ্পি নিজে। এত অল্প বয়সে মিউজিকের ক্যারিয়ার শুরু করার জন্য নাতির জন্যে গর্বিত বলিউডের এই মিউজিশিয়ান। ভারতীয় গণমাধ্যমের কাছে নাতির গান শুনে অনুভূতি প্রকাশ করেছেন বাপ্পি লাহিড়ী। তিনি বলেন,‘আমার নাতি যে এত অল্প বয়সে মিউজিকে ক্যারিয়ার শুরু করল, এতে আমি দারুণ খুশি এবং গর্বিত। বাচ্চা পার্টি এমন একটা গান যা ওর স্টাইল বা ব্যক্তিত্বের সঙ্গে মানানসই। সমীরকে ধন্যবাদ, ও রেগোর মধ্যে যে স্পার্ক আছে তা খুঁজে বের করেছে।’
সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ীর মেয়ে রিমা ১৯৮৭ সালে প্রথম অ্যালবাম ‘লিটল স্টার’ রিলিজ করেন। রিমারও প্রথম কাজ ছিল সারেগামাপা থেকেই। এ বার তাঁর ছেলে রেগোর সংগীত সফর শুরু হল সেই একই জায়গা থেকে।
পুজায় এবার ঋতুপর্ণার সঙ্গে ‘ফুলমতি’ গান তৈরি করেছেন বাপ্পি লাহিড়ী। বহু দিন পর গানে সুর দিলেন বাপ্পি। মাঝে রটেছিল, অসুস্থতার জন্য় নাকি বাপ্পি লাহিড়ী কণ্ঠস্বর হারিয়েছেন। তবে খবরকে মিথ্য়ে বলেই ক্ষোভ প্রকাশ করেছেন বাপ্পি। আপাতত, নাতি রেগোর গানেই মেতে আছেন এই সংগীত পরিচালক।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১৯ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১৯ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১৯ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে