আজকের পত্রিকা ডেস্ক

বিশ্বখ্যাত পপতারকা টেইলর সুইফট জানিয়েছেন, তিনি এখন তাঁর সৃষ্ট সব গানের পূর্ণ স্বত্বের মালিক। ৩৫ বছর বয়সী এই গায়িকা আজ শুক্রবার নিজের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় জানান, তিনি তাঁর সব গান, কনসার্ট ফিল্ম, মিউজিক ভিডিও, অ্যালবামের প্রচ্ছদ ও ফটোগ্রাফি এবং প্রকাশ না পাওয়া গানগুলোরও স্বত্ব কিনে নিয়েছেন।
সিএনএন জানিয়েছে, ২০১৯ সালে অবসরপ্রাপ্ত ম্যানেজার স্কুটার ব্রনের সঙ্গে বিরোধের জেরে সুইফট তাঁর পুরোনো গানগুলো নতুন করে রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি ঘোষণা দিয়েছেন, ‘টেইলর ভারসান’ নামে নতুন করে রেকর্ড করা ‘টেইলর সুইফট’ এবং ‘রেপুটেশন’ অ্যালবাম দুটোও প্রকাশ করবেন।
ঘোষণায় আবেগময় ভাষায় সুইফট বলেন, ‘আমি আমার ভাবনাগুলোকে এখনো গোছাতে পারিনি। মনে হচ্ছে যেন ফ্ল্যাশব্যাকের মতো সব ভেসে আসছে—এই মুহূর্তটার জন্য কত দিন স্বপ্ন দেখেছি, অপেক্ষা করেছি। বারবার খুব কাছে গিয়েও হারিয়েছি। কবে যেন বিশ্বাস করাও ছেড়ে দিয়েছিলাম যে এমন কিছু হবে।’
আরও বলেন, ‘কিন্তু এখন সেই অধ্যায় শেষ। এখন আমি গর্ব করে বলতে পারি—আমি আমার সমস্ত সংগীতের মালিক। আমার সব মিউজিক ভিডিও, কনসার্ট ফিল্ম, অ্যালবামের শিল্পকর্ম, এমনকি অপ্রকাশিত গানগুলোও...সবকিছুই এখন আমার। আমার স্মৃতি, আবেগ, পাগলামি—জীবনের প্রতিটি অধ্যায় এখন আমারই সম্পত্তি। এটা শুধু আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ নয়, বরং তার থেকেও অনেক বেশি কিছু।’
পপসম্রাজ্ঞী তাঁর ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনাদের প্রচণ্ড ভালোবাসা ও সমর্থনই আমাকে আমার এই শিল্পকর্ম ফিরিয়ে আনতে সাহায্য করেছে, যেটার জন্য আমি সারা জীবন পরিশ্রম করেছি। কিন্তু এত দিন তা আমার ছিল না।’
তিনি জানান, এই অধিকার ফিরে পাওয়ার পুরো প্রক্রিয়াটি ছিল সততা, ন্যায় ও শ্রদ্ধাবোধে পরিপূর্ণ। এ জন্য তিনি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘শ্যামরক ক্যাপিটাল’-এর প্রতিও অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সংস্থা তাঁকে এমন সুযোগ করে দিয়েছে।
‘শ্যামরক ক্যাপিটাল’ তাদের লিংকডিন পোস্টে লিখেছে, ‘এই খবরে আমরা আনন্দিত এবং টেইলরের জন্য খুব খুশি।’

বিশ্বখ্যাত পপতারকা টেইলর সুইফট জানিয়েছেন, তিনি এখন তাঁর সৃষ্ট সব গানের পূর্ণ স্বত্বের মালিক। ৩৫ বছর বয়সী এই গায়িকা আজ শুক্রবার নিজের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় জানান, তিনি তাঁর সব গান, কনসার্ট ফিল্ম, মিউজিক ভিডিও, অ্যালবামের প্রচ্ছদ ও ফটোগ্রাফি এবং প্রকাশ না পাওয়া গানগুলোরও স্বত্ব কিনে নিয়েছেন।
সিএনএন জানিয়েছে, ২০১৯ সালে অবসরপ্রাপ্ত ম্যানেজার স্কুটার ব্রনের সঙ্গে বিরোধের জেরে সুইফট তাঁর পুরোনো গানগুলো নতুন করে রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি ঘোষণা দিয়েছেন, ‘টেইলর ভারসান’ নামে নতুন করে রেকর্ড করা ‘টেইলর সুইফট’ এবং ‘রেপুটেশন’ অ্যালবাম দুটোও প্রকাশ করবেন।
ঘোষণায় আবেগময় ভাষায় সুইফট বলেন, ‘আমি আমার ভাবনাগুলোকে এখনো গোছাতে পারিনি। মনে হচ্ছে যেন ফ্ল্যাশব্যাকের মতো সব ভেসে আসছে—এই মুহূর্তটার জন্য কত দিন স্বপ্ন দেখেছি, অপেক্ষা করেছি। বারবার খুব কাছে গিয়েও হারিয়েছি। কবে যেন বিশ্বাস করাও ছেড়ে দিয়েছিলাম যে এমন কিছু হবে।’
আরও বলেন, ‘কিন্তু এখন সেই অধ্যায় শেষ। এখন আমি গর্ব করে বলতে পারি—আমি আমার সমস্ত সংগীতের মালিক। আমার সব মিউজিক ভিডিও, কনসার্ট ফিল্ম, অ্যালবামের শিল্পকর্ম, এমনকি অপ্রকাশিত গানগুলোও...সবকিছুই এখন আমার। আমার স্মৃতি, আবেগ, পাগলামি—জীবনের প্রতিটি অধ্যায় এখন আমারই সম্পত্তি। এটা শুধু আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ নয়, বরং তার থেকেও অনেক বেশি কিছু।’
পপসম্রাজ্ঞী তাঁর ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনাদের প্রচণ্ড ভালোবাসা ও সমর্থনই আমাকে আমার এই শিল্পকর্ম ফিরিয়ে আনতে সাহায্য করেছে, যেটার জন্য আমি সারা জীবন পরিশ্রম করেছি। কিন্তু এত দিন তা আমার ছিল না।’
তিনি জানান, এই অধিকার ফিরে পাওয়ার পুরো প্রক্রিয়াটি ছিল সততা, ন্যায় ও শ্রদ্ধাবোধে পরিপূর্ণ। এ জন্য তিনি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘শ্যামরক ক্যাপিটাল’-এর প্রতিও অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সংস্থা তাঁকে এমন সুযোগ করে দিয়েছে।
‘শ্যামরক ক্যাপিটাল’ তাদের লিংকডিন পোস্টে লিখেছে, ‘এই খবরে আমরা আনন্দিত এবং টেইলরের জন্য খুব খুশি।’

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১ দিন আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১ দিন আগে