বিনোদন প্রতিবেদক

ঢাকা: মাসখানেক ধরেই ফেসবুকে নতুন কিছুর আভাস দিচ্ছিলেন আঁখি আলমগীর। বাহারি শাড়িতে আকর্ষণীয় ফটোশুটে হাজির হয়েছেন প্রায়ই। অনুমান করা যাচ্ছিল, নতুন কিছু ঘটতে যাচ্ছে। তবে এমন ‘নতুন’-এর খবর দেবেন আঁখি, সেটা ভাবতেই পারেননি কেউ!
দেশের সংগীতশিল্পীদের মধ্যে আঁখি আলমগীর শুরু থেকেই ব্যতিক্রম। গানের বাইরে প্রায় সবাই অন্য পেশার সঙ্গেও জড়িত। কারও প্রযোজনা প্রতিষ্ঠান আছে, কারও রেস্তোরাঁ। গানের বাইরে প্রায় সবাই কোনো না কোনো ব্যবসার সঙ্গে জড়িত। তবে আঁখি আলমগীর কেবল গান নিয়েই ছিলেন।
এত দিন পরে এসে নতুন উদ্যোগ নিয়ে হাজির হলেন আঁখি। ফ্যাশন হাউস শুরুর ঘোষণা দিলেন তিনি। এ উদ্যোগের নাম রেখেছেন ‘মখমল’। এখানে পাওয়া যাবে আঁখির নিজের ডিজাইন করা পোশাক।
আপনারা জানেন, আমি বরাবরই ফ্যাশন সচেতন মানুষ। আমার ডিজাইন করা শাড়ির প্রশংসা অনেক পেয়েছি। এত দিন নিজের জন্যই ডিজাইন করতাম। এবার উন্মুক্ত করলাম সবার জন্য।
আঁখি আলমগীর, সংগীতশিল্পী ও ‘মখমল’ উদ্যোক্তা
করোনা পরিস্থিতির কারণে ‘মখমল’ আপাতত সীমাবদ্ধ অনলাইনে। ফেসবুক পেজ খুলেছেন। সেখান থেকেই ক্রেতারা কিনতে পারবেন আঁখি আলমগীরের ডিজাইন করা শাড়ি। তবে পরিস্থিতির উন্নতি হলে খোলা হবে আউটলেট। গায়িকার স্বপ্ন, মখমল একদিন ছড়িয়ে যাবে সারা বিশ্বে।
মখমলের শুরুটা হচ্ছে আঁখির ডিজাইন করা মসলিন, শিফন, সিল্ক আর জর্জেট শাড়ি দিয়ে। পাওয়া যাবে কামিজও। আঁখি আলমগীর জানালেন, ডিজাইন ও পোশাকের কালেকশন ক্রমেই বাড়বে।
আঁখি আলমগীরের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন তাঁর মেয়ে স্নেহা। মায়ের ডিজাইনের শাড়ি পরে মডেল হয়েছেন তিনি।

ঢাকা: মাসখানেক ধরেই ফেসবুকে নতুন কিছুর আভাস দিচ্ছিলেন আঁখি আলমগীর। বাহারি শাড়িতে আকর্ষণীয় ফটোশুটে হাজির হয়েছেন প্রায়ই। অনুমান করা যাচ্ছিল, নতুন কিছু ঘটতে যাচ্ছে। তবে এমন ‘নতুন’-এর খবর দেবেন আঁখি, সেটা ভাবতেই পারেননি কেউ!
দেশের সংগীতশিল্পীদের মধ্যে আঁখি আলমগীর শুরু থেকেই ব্যতিক্রম। গানের বাইরে প্রায় সবাই অন্য পেশার সঙ্গেও জড়িত। কারও প্রযোজনা প্রতিষ্ঠান আছে, কারও রেস্তোরাঁ। গানের বাইরে প্রায় সবাই কোনো না কোনো ব্যবসার সঙ্গে জড়িত। তবে আঁখি আলমগীর কেবল গান নিয়েই ছিলেন।
এত দিন পরে এসে নতুন উদ্যোগ নিয়ে হাজির হলেন আঁখি। ফ্যাশন হাউস শুরুর ঘোষণা দিলেন তিনি। এ উদ্যোগের নাম রেখেছেন ‘মখমল’। এখানে পাওয়া যাবে আঁখির নিজের ডিজাইন করা পোশাক।
আপনারা জানেন, আমি বরাবরই ফ্যাশন সচেতন মানুষ। আমার ডিজাইন করা শাড়ির প্রশংসা অনেক পেয়েছি। এত দিন নিজের জন্যই ডিজাইন করতাম। এবার উন্মুক্ত করলাম সবার জন্য।
আঁখি আলমগীর, সংগীতশিল্পী ও ‘মখমল’ উদ্যোক্তা
করোনা পরিস্থিতির কারণে ‘মখমল’ আপাতত সীমাবদ্ধ অনলাইনে। ফেসবুক পেজ খুলেছেন। সেখান থেকেই ক্রেতারা কিনতে পারবেন আঁখি আলমগীরের ডিজাইন করা শাড়ি। তবে পরিস্থিতির উন্নতি হলে খোলা হবে আউটলেট। গায়িকার স্বপ্ন, মখমল একদিন ছড়িয়ে যাবে সারা বিশ্বে।
মখমলের শুরুটা হচ্ছে আঁখির ডিজাইন করা মসলিন, শিফন, সিল্ক আর জর্জেট শাড়ি দিয়ে। পাওয়া যাবে কামিজও। আঁখি আলমগীর জানালেন, ডিজাইন ও পোশাকের কালেকশন ক্রমেই বাড়বে।
আঁখি আলমগীরের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন তাঁর মেয়ে স্নেহা। মায়ের ডিজাইনের শাড়ি পরে মডেল হয়েছেন তিনি।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১৫ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১৫ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৫ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১৫ ঘণ্টা আগে