
‘স্টার্ট মি আপ’, ‘লোনলি অ্যাট দ্য টপ’-এর মতো জনপ্রিয় গানের নেপথ্যের তারকা মিক জ্যাগার। আশির দোরগোড়ায় দাঁড়িয়ে নিজের অষ্টম সন্তানের মা মেলানি হ্যামরিকের সঙ্গে বাগদান সারলেন তিনি।
এই তারকা জুটির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দ্য মিরর জানিয়েছে, সম্প্রতি নিউ ইয়র্ক ভ্রমণে গিয়েছিলেন জ্যাগার-মেলানি। সেখানে ৩৬ বছর বয়সী মেলানি তাঁর ঘনিষ্ঠজনদের কাছে জ্যাগারের সঙ্গে নিজের বাগদানের কথা স্বীকার করেন।
ওই সূত্র জানিয়েছে, ‘সে পরিষ্কার করেই বলেছে, এটি তাঁর এনগেজমেন্ট রিং। সে এখন জ্যাগারের বাগ্দত্তা। ওদের পরিবারও এই সম্পর্কে সম্মতি দিয়েছে।’
আমেরিকান ব্যালে থিয়েটারের সাবেক সদস্য মেলানি ২০১৪ সাল থেকে মিক জ্যাগারের সঙ্গে সম্পর্কে রয়েছেন। টোকিওতে একটি কনসার্টে প্রথম দেখা হয় তাদের। তারপর ২০১৬ সালে তার অন্তঃসত্ত্বা হওয়ার সংবাদ সামনে আসে। বর্তমানে এই তারকা জুটির ৬ বছর বয়সী এক ছেলে রয়েছে। সে ছাড়াও আরও সাত সন্তান রয়েছে মিকের।
পাঁচজন নারীর সঙ্গে মোট আট সন্তানের বাবা জ্যাগার ১৯৭১ সালে বিয়াঙ্কা জ্যাগারকে বিয়ে করেছিলেন। সাত বছর পর সে বিয়ে ভেঙে যায়। এরপর একাধিক প্রেমে থাকলেও মিক জ্যাগার আর বিয়ে করেননি।
নাইট উপাধি প্রাপ্ত ৭৯ বছর বয়সী রোলিং স্টোন তারকা জ্যাগার ‘স্যাটিসফ্যাকশন’, ‘সিম্প্যাথি ফর দ্য ডেভিল’, ‘অ্যাঞ্জি, জাম্পিন জ্যাক ফ্ল্যাশ’র মতো অজস্র হিট গান ভক্তদের উপহার দিয়েছেন।
প্রায় দুই দশক পর আগামী বছর তিনি একটি নতুন গানের অ্যালবাম প্রকাশ করবে বলে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে।

‘স্টার্ট মি আপ’, ‘লোনলি অ্যাট দ্য টপ’-এর মতো জনপ্রিয় গানের নেপথ্যের তারকা মিক জ্যাগার। আশির দোরগোড়ায় দাঁড়িয়ে নিজের অষ্টম সন্তানের মা মেলানি হ্যামরিকের সঙ্গে বাগদান সারলেন তিনি।
এই তারকা জুটির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দ্য মিরর জানিয়েছে, সম্প্রতি নিউ ইয়র্ক ভ্রমণে গিয়েছিলেন জ্যাগার-মেলানি। সেখানে ৩৬ বছর বয়সী মেলানি তাঁর ঘনিষ্ঠজনদের কাছে জ্যাগারের সঙ্গে নিজের বাগদানের কথা স্বীকার করেন।
ওই সূত্র জানিয়েছে, ‘সে পরিষ্কার করেই বলেছে, এটি তাঁর এনগেজমেন্ট রিং। সে এখন জ্যাগারের বাগ্দত্তা। ওদের পরিবারও এই সম্পর্কে সম্মতি দিয়েছে।’
আমেরিকান ব্যালে থিয়েটারের সাবেক সদস্য মেলানি ২০১৪ সাল থেকে মিক জ্যাগারের সঙ্গে সম্পর্কে রয়েছেন। টোকিওতে একটি কনসার্টে প্রথম দেখা হয় তাদের। তারপর ২০১৬ সালে তার অন্তঃসত্ত্বা হওয়ার সংবাদ সামনে আসে। বর্তমানে এই তারকা জুটির ৬ বছর বয়সী এক ছেলে রয়েছে। সে ছাড়াও আরও সাত সন্তান রয়েছে মিকের।
পাঁচজন নারীর সঙ্গে মোট আট সন্তানের বাবা জ্যাগার ১৯৭১ সালে বিয়াঙ্কা জ্যাগারকে বিয়ে করেছিলেন। সাত বছর পর সে বিয়ে ভেঙে যায়। এরপর একাধিক প্রেমে থাকলেও মিক জ্যাগার আর বিয়ে করেননি।
নাইট উপাধি প্রাপ্ত ৭৯ বছর বয়সী রোলিং স্টোন তারকা জ্যাগার ‘স্যাটিসফ্যাকশন’, ‘সিম্প্যাথি ফর দ্য ডেভিল’, ‘অ্যাঞ্জি, জাম্পিন জ্যাক ফ্ল্যাশ’র মতো অজস্র হিট গান ভক্তদের উপহার দিয়েছেন।
প্রায় দুই দশক পর আগামী বছর তিনি একটি নতুন গানের অ্যালবাম প্রকাশ করবে বলে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১২ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১২ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১২ ঘণ্টা আগে