বিনোদন ডেস্ক

এক যুগ পর পর নতুন অ্যালবাম নিয়ে আসছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দু। অ্যালবামের নাম ‘টালোবাসা’। স্পর্টিফাই, আইটিউনসের মতো জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং ইউটিউবের পাশাপাশি চন্দ্রবিন্দুর নতুন অ্যালবামের গান শোনা যাবে রেকর্ড-এ। এমনটাই জানালেন ব্যান্ডের সদস্য উপল সেনগুপ্ত।
সোশ্যাল মিডিয়ায় উপল সেনগুপ্ত লেখেন, ‘চন্দ্রবিন্দুর নতুন অ্যালবাম বের হচ্ছে এক ডজন বছর মানে এক যুগ পর। একটা বয়স ছিল যখন বছর বছর আমাদের অ্যালবাম বের হত। আমদের দুচোখ জুড়ে স্বপ্ন ছিল, একদিন দশখানা অরিজিনাল অ্যালবাম বার হবে আমাদের।প্রথম ক্যাসেট বেরিয়েছিল ১৯৯৭ এ। তার ২৭ বছর পর চন্দ্রবিন্দু সত্যিই দশম অ্যালবাম বার করতে পারল।’

নতুন অ্যালবামের রেকর্ড প্রকাশর খবর জানিয়ে উপল লেখেন, ‘নতুন অ্যালবামের সিদ্ধান্ত নেওয়ার পর একটা ব্যাপারে দ্বিধায় পড়েছিলাম আমরা। অ্যালবামের গানগুলো কি শুধুই আইটিউনস আর স্পর্টিফাইতে শোনা যাবে? হাতে নেওয়া যাবে না, গন্ধ শোঁকা যাবে না নতুন গানের? বুদ্ধি বাতলাল উপল। রেকর্ড বার করি চল। নতুন করে ফিরে আসছে টার্ন টেবিল পৃথিবীজুড়ে। এমন সাধু প্রস্তাবে সবাই একজোট হয়েছি, বন্ধুরা এগিয়ে এসেছে নানান দেশ-মহাদেশ থেকে। চন্দ্রবিন্দুর ১০ নম্বর অ্যালবাম শেষমেশ মুক্তি পাচ্ছে নতুন এক চেহারায়। ভিনদেশ থেকে প্রকাশিত লিমিটেড এডিশন ৩৫০টি রেকর্ড পাওয়া যাবে অগ্রিম বুকিংয়ের ভিত্তিতে।’
১৯৮৯ সালে চন্দ্রবিন্দুর যাত্রা শুরু। ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল চন্দ্রবিন্দুর প্রথম অ্যালবাম ‘আর জানি না’। এ বছর দলটি পূর্ণ করল ৩৫ বছর। এ উপলক্ষে নতুন অ্যালবাম নিয়ে আসছে চন্দ্রবিন্দু। নতুন অ্যালবাম টালোবাসায় গান থাকবে ১০টি। কোন কোন গান স্থান পাচ্ছে এতে, তা এখনই প্রকাশ করতে চাইছেন না তাঁরা। তবে শোনা যাচ্ছে, চন্দ্রিলের গাওয়া ‘প্রধানমন্ত্রী প্লিজ, আমাকে একটা মেয়ে দেখে দিন’ গানটি থাকবে এ অ্যালবামে।

এক যুগ পর পর নতুন অ্যালবাম নিয়ে আসছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দু। অ্যালবামের নাম ‘টালোবাসা’। স্পর্টিফাই, আইটিউনসের মতো জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং ইউটিউবের পাশাপাশি চন্দ্রবিন্দুর নতুন অ্যালবামের গান শোনা যাবে রেকর্ড-এ। এমনটাই জানালেন ব্যান্ডের সদস্য উপল সেনগুপ্ত।
সোশ্যাল মিডিয়ায় উপল সেনগুপ্ত লেখেন, ‘চন্দ্রবিন্দুর নতুন অ্যালবাম বের হচ্ছে এক ডজন বছর মানে এক যুগ পর। একটা বয়স ছিল যখন বছর বছর আমাদের অ্যালবাম বের হত। আমদের দুচোখ জুড়ে স্বপ্ন ছিল, একদিন দশখানা অরিজিনাল অ্যালবাম বার হবে আমাদের।প্রথম ক্যাসেট বেরিয়েছিল ১৯৯৭ এ। তার ২৭ বছর পর চন্দ্রবিন্দু সত্যিই দশম অ্যালবাম বার করতে পারল।’

নতুন অ্যালবামের রেকর্ড প্রকাশর খবর জানিয়ে উপল লেখেন, ‘নতুন অ্যালবামের সিদ্ধান্ত নেওয়ার পর একটা ব্যাপারে দ্বিধায় পড়েছিলাম আমরা। অ্যালবামের গানগুলো কি শুধুই আইটিউনস আর স্পর্টিফাইতে শোনা যাবে? হাতে নেওয়া যাবে না, গন্ধ শোঁকা যাবে না নতুন গানের? বুদ্ধি বাতলাল উপল। রেকর্ড বার করি চল। নতুন করে ফিরে আসছে টার্ন টেবিল পৃথিবীজুড়ে। এমন সাধু প্রস্তাবে সবাই একজোট হয়েছি, বন্ধুরা এগিয়ে এসেছে নানান দেশ-মহাদেশ থেকে। চন্দ্রবিন্দুর ১০ নম্বর অ্যালবাম শেষমেশ মুক্তি পাচ্ছে নতুন এক চেহারায়। ভিনদেশ থেকে প্রকাশিত লিমিটেড এডিশন ৩৫০টি রেকর্ড পাওয়া যাবে অগ্রিম বুকিংয়ের ভিত্তিতে।’
১৯৮৯ সালে চন্দ্রবিন্দুর যাত্রা শুরু। ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল চন্দ্রবিন্দুর প্রথম অ্যালবাম ‘আর জানি না’। এ বছর দলটি পূর্ণ করল ৩৫ বছর। এ উপলক্ষে নতুন অ্যালবাম নিয়ে আসছে চন্দ্রবিন্দু। নতুন অ্যালবাম টালোবাসায় গান থাকবে ১০টি। কোন কোন গান স্থান পাচ্ছে এতে, তা এখনই প্রকাশ করতে চাইছেন না তাঁরা। তবে শোনা যাচ্ছে, চন্দ্রিলের গাওয়া ‘প্রধানমন্ত্রী প্লিজ, আমাকে একটা মেয়ে দেখে দিন’ গানটি থাকবে এ অ্যালবামে।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১৬ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১৬ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৬ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১৬ ঘণ্টা আগে