বিনোদন প্রতিবেদক, ঢাকা

সিনেমার জন্য আর গান বানাবেন না প্রিন্স মাহমুদ। জনপ্রিয় এই গীতিকার ও সুরকারের এমন ঘোষণার পর চলছে নানা আলোচনা। অনেকেই মনে করছেন, কোনো অভিমান থেকেই হয়তো সিনেমা থেকে দূরে থাকার সিদ্ধান্ত তাঁর। তবে প্রিন্স মাহমুদ জানালেন, কোনো অভিমান নয়, অডিও গানে আরও বেশি মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আজকের পত্রিকাকে প্রিন্স মাহমুদ বলেন, ‘সিনেমার গান না করার বিষয়ে অনেক আলোচনা হচ্ছে। অনেক নিউজ হচ্ছে। আসলে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি কিন্তু ফেসবুকে লিখেছি, সিনেমার গান করে অনেক সম্মান পেয়েছি, যেটা অনেকেই পায়নি। সিনেমার গান নিয়ে ব্যস্ত থাকার কারণে অডিও গানে যে মনোযোগ দেওয়ার প্রয়োজন, সেটা দিতে পারছি না। এটাই হচ্ছে আমার সিদ্ধান্তের মূল কারণ।’
প্রিন্স মাহমুদ জানান, তাঁর হাতে এখন দু্টি সিনেমার সংগীতের কাজ আছে। আগামী নভেম্বর-ডিসেম্বর নাগাদ সেই কাজ শেষ বলে আশা করছেন তিনি। এরপর পুরোপুরি মনোযোগ দিতে চান অডিও গানে।
বাংলা ব্যান্ড ও আধুনিক অনেক জনপ্রিয় গানের সঙ্গে নাম জড়িয়ে আছে প্রিন্স মাহমুদের। এই তালিকায় আছে ‘মা’, ‘বাবা’, ‘বাংলাদেশ’, ‘আজ জন্মদিন তোমার’, ‘এত কষ্ট কেন ভালোবাসায়’, ‘এত দিন পরে প্রশ্ন জাগে’সহ জনপ্রিয় অনেক গান।
সিনেমার গানেও কম জনপ্রিয় নন প্রিন্স মাহমুদ। দুই বছর আগে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায় ‘ঈশ্বর’ গান দিয়ে চমকে দেন প্রিন্স। এরপর ‘রাজকুমার’ ও ‘জংলি’ সিনেমার জন্য গান করেছেন।
সিনেমার গান থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে ফেসবুকে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘অনেক সিনেমার কাজ ফিরিয়ে দিয়েছি। কারণ, সিনেমায় আমার নতুন কিছু দেওয়ার নাই। যে যা-ই বলুন, সিনেমার গান আসলে নায়ক-পরিচালকের গান হয়, আমার গান হয় না। অকারণ ক্রেডিট নেওয়ার কোনো মানে হয় না।’
প্রিন্স মাহমুদ আরও লেখেন, ‘আমি সিনেমার কাজ এনজয় করছি না। প্রতিটি গান ভালো করার একটা মানসিক চাপ থাকে। তবে সিনেমার গান করতে গিয়ে অনেক সম্মান পেয়েছি, সর্বোচ্চ প্রচার পেয়েছি। এটাও আমার জন্য চাপ। আমি অডিওর গানে থাকব, যেখানে জেমসের গাওয়া “মা”, “বাবা”, “বাংলাদেশ”; আইয়ুব বাচ্চুর “বেলা শেষে ফিরে এসে”, “বারো মাস তোমায় ভালোবাসি”; হাসানের “এত কষ্ট কেন ভালোবাসায়”; শাফিন আহমেদের “আজ জন্মদিন তোমার”; খালিদের “যদি হিমালয় হয়ে”; মাহাদির “তুমি বরুণা হলে”; রুমির “মাটি হব মাটি”; তাহসানের “আমার ছিপ নৌকোয় এসো”; তপু-ন্যান্সির “ভুবন ডাঙার হাসি”; তানজির তুহীনের “আলো”, “অনাগত”; এলিটার “কবি” বা মিনারের গাওয়া “একাকিত্বের কোনো মানে নেই”-এর মতো গান হবে, যে গান আমার গান হবে।’
প্রিন্স মাহমুদের এমন পোস্টের পর মন্তব্যের ঘরে অনেকেই জানতে চেয়েছেন, কেন তিনি সিনেমার গান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন? জবাবে প্রিন্স মাহমুদ লেখেন, ‘অডিওর গানই আমাকে প্রিন্স মাহমুদ বানিয়েছে, এমন জায়গায় এনেছে—এ কথা ভুলি কী করে! অডিওর গান যদি না চলে, তাহলে অনেক কিছুই নষ্ট হবে। আমাদেরকে সেই গান বানাতে হবে, যে গান মানুষের কাছে পৌঁছে যাবে। একটু কম চলুক বা আস্তে আস্তে পৌঁছাক, তবুও করে যেতে হবে। কোনো কিছু চলছে দেখে কনফিউজড হওয়া যাবে না। নিজের ওপর বিশ্বাস থাকতে এবং রাখতে হবে। নিজের ভালো লাগা গান করতে হবে। অর্ডারি কাজ চাইলেই করতে পারি, কিন্তু এখন আত্মা যেটা চায় সেটা করতে হবে।’

সিনেমার জন্য আর গান বানাবেন না প্রিন্স মাহমুদ। জনপ্রিয় এই গীতিকার ও সুরকারের এমন ঘোষণার পর চলছে নানা আলোচনা। অনেকেই মনে করছেন, কোনো অভিমান থেকেই হয়তো সিনেমা থেকে দূরে থাকার সিদ্ধান্ত তাঁর। তবে প্রিন্স মাহমুদ জানালেন, কোনো অভিমান নয়, অডিও গানে আরও বেশি মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আজকের পত্রিকাকে প্রিন্স মাহমুদ বলেন, ‘সিনেমার গান না করার বিষয়ে অনেক আলোচনা হচ্ছে। অনেক নিউজ হচ্ছে। আসলে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি কিন্তু ফেসবুকে লিখেছি, সিনেমার গান করে অনেক সম্মান পেয়েছি, যেটা অনেকেই পায়নি। সিনেমার গান নিয়ে ব্যস্ত থাকার কারণে অডিও গানে যে মনোযোগ দেওয়ার প্রয়োজন, সেটা দিতে পারছি না। এটাই হচ্ছে আমার সিদ্ধান্তের মূল কারণ।’
প্রিন্স মাহমুদ জানান, তাঁর হাতে এখন দু্টি সিনেমার সংগীতের কাজ আছে। আগামী নভেম্বর-ডিসেম্বর নাগাদ সেই কাজ শেষ বলে আশা করছেন তিনি। এরপর পুরোপুরি মনোযোগ দিতে চান অডিও গানে।
বাংলা ব্যান্ড ও আধুনিক অনেক জনপ্রিয় গানের সঙ্গে নাম জড়িয়ে আছে প্রিন্স মাহমুদের। এই তালিকায় আছে ‘মা’, ‘বাবা’, ‘বাংলাদেশ’, ‘আজ জন্মদিন তোমার’, ‘এত কষ্ট কেন ভালোবাসায়’, ‘এত দিন পরে প্রশ্ন জাগে’সহ জনপ্রিয় অনেক গান।
সিনেমার গানেও কম জনপ্রিয় নন প্রিন্স মাহমুদ। দুই বছর আগে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায় ‘ঈশ্বর’ গান দিয়ে চমকে দেন প্রিন্স। এরপর ‘রাজকুমার’ ও ‘জংলি’ সিনেমার জন্য গান করেছেন।
সিনেমার গান থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে ফেসবুকে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘অনেক সিনেমার কাজ ফিরিয়ে দিয়েছি। কারণ, সিনেমায় আমার নতুন কিছু দেওয়ার নাই। যে যা-ই বলুন, সিনেমার গান আসলে নায়ক-পরিচালকের গান হয়, আমার গান হয় না। অকারণ ক্রেডিট নেওয়ার কোনো মানে হয় না।’
প্রিন্স মাহমুদ আরও লেখেন, ‘আমি সিনেমার কাজ এনজয় করছি না। প্রতিটি গান ভালো করার একটা মানসিক চাপ থাকে। তবে সিনেমার গান করতে গিয়ে অনেক সম্মান পেয়েছি, সর্বোচ্চ প্রচার পেয়েছি। এটাও আমার জন্য চাপ। আমি অডিওর গানে থাকব, যেখানে জেমসের গাওয়া “মা”, “বাবা”, “বাংলাদেশ”; আইয়ুব বাচ্চুর “বেলা শেষে ফিরে এসে”, “বারো মাস তোমায় ভালোবাসি”; হাসানের “এত কষ্ট কেন ভালোবাসায়”; শাফিন আহমেদের “আজ জন্মদিন তোমার”; খালিদের “যদি হিমালয় হয়ে”; মাহাদির “তুমি বরুণা হলে”; রুমির “মাটি হব মাটি”; তাহসানের “আমার ছিপ নৌকোয় এসো”; তপু-ন্যান্সির “ভুবন ডাঙার হাসি”; তানজির তুহীনের “আলো”, “অনাগত”; এলিটার “কবি” বা মিনারের গাওয়া “একাকিত্বের কোনো মানে নেই”-এর মতো গান হবে, যে গান আমার গান হবে।’
প্রিন্স মাহমুদের এমন পোস্টের পর মন্তব্যের ঘরে অনেকেই জানতে চেয়েছেন, কেন তিনি সিনেমার গান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন? জবাবে প্রিন্স মাহমুদ লেখেন, ‘অডিওর গানই আমাকে প্রিন্স মাহমুদ বানিয়েছে, এমন জায়গায় এনেছে—এ কথা ভুলি কী করে! অডিওর গান যদি না চলে, তাহলে অনেক কিছুই নষ্ট হবে। আমাদেরকে সেই গান বানাতে হবে, যে গান মানুষের কাছে পৌঁছে যাবে। একটু কম চলুক বা আস্তে আস্তে পৌঁছাক, তবুও করে যেতে হবে। কোনো কিছু চলছে দেখে কনফিউজড হওয়া যাবে না। নিজের ওপর বিশ্বাস থাকতে এবং রাখতে হবে। নিজের ভালো লাগা গান করতে হবে। অর্ডারি কাজ চাইলেই করতে পারি, কিন্তু এখন আত্মা যেটা চায় সেটা করতে হবে।’

গত বছর ‘জংলি’র পর এবার রোজার ঈদ উপলক্ষেও নতুন সিনেমা নিয়ে প্রস্তুত হচ্ছেন সিয়াম আহমেদ। ‘রাক্ষস’ নামের সিনেমাটি বানাচ্ছেন ‘বরবাদ’খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। গত মাসে দেশে শুরু হয় শুটিং। সিয়ামের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এসেছে অ্যানাউন্সমেন্ট টিজার।
৩ ঘণ্টা আগে
পারিবারিক রোমান্টিক গল্প দিয়েই নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন করণ জোহর। ১৯৯৮ থেকে ২০২৩—তিনি উপহার দিয়েছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না ক্যাহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল...
৩ ঘণ্টা আগে
আগের দুই পর্বের মতো অ্যাভাটারের তৃতীয় পর্বটি শুরুতেই অতটা দাপট দেখাতে পারেনি। তাই ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ শেষ পর্যন্ত বক্স অফিসে সাড়া ফেলতে পারবে কি না, তা নিয়ে সংশয় ছিল। নির্মাতা জেমস ক্যামেরন নিজেও ছিলেন সন্দিহান।
৩ ঘণ্টা আগে
২০২০ সালে একদল থিয়েটারকর্মীর উদ্যোগে নাট্যদল থিয়েটারিয়ানের যাত্রা শুরু হয়। বছর দুয়েক পর মঞ্চে আসে এ দলের প্রথম প্রযোজনা ‘ডেথ অব আ সেলসম্যান’। প্রশংসিত হয় তাদের প্রথম প্রযোজনা। এবার দ্বিতীয় প্রযোজনা নিয়ে আসছে থিয়েটারিয়ান। তাদের নতুন নাটকের নাম ‘তার্ত্যুফ’।
৩ ঘণ্টা আগে