বিনোদন প্রতিবেদক, ঢাকা

বিজয় দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় সবার আগে বাংলাদেশ কনসার্ট। সেই কনসার্টে গান গেয়ে সমালোচনার মুখে পড়েন জেফার রহমান। অনেকের আপত্তি, কনসার্টে গানের চেয়ে নাচেই বেশি মনোযোগী ছিলেন জেফার। কেউ কেউ তো তাঁকে অটো টিউন শিল্পী বলেও বিদ্রূপ করেন। অবশেষে সমালোচনার জবাব দিলেন জেফার। জানালেন, ভবিষ্যতে আরও অনেক কনসার্ট হবে এবং সেখানেও সবার সঙ্গে নাচবেন তিনি।
সবার আগে বাংলাদেশ কনসার্টে ঝুমুর গান পরিবেশন করেন জেফার। সেই পারফরম্যান্সের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তাতে দেখা যায়, ব্যাকগ্রাউন্ডে গান চালিয়ে নাচছেন জেফার। একটু খেয়াল করলেই বোঝা যাচ্ছে, সরাসরি গাইছেন না তিনি, বরং ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা গানের সঙ্গে শুধু ঠোঁট মেলাচ্ছেন। এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন জেফার। কেউ কেউ মন্তব্য করেন, ‘সাউন্ড বক্স বাজিয়ে লিপসিং করলে তো বাসায় বসেই গান শোনা ভালো ছিল’। কেউ আবার বলেন, ‘শুধু নাচটাই দেখা যায়, গান কই?’
এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়। প্রথমে চুপ থাকলেও গত শনিবার রাতে সমালোচনার জবাব দিয়েছেন জেফার। কনসার্টে দর্শকদের নাচের ভিডিও দিয়ে ফেসবুকে তিনি লিখেছেন, ‘নিউজগুলা দেখে মনে হচ্ছে আমি একাই নাচলাম কনসার্টে। না ভাইয়া, আমি একাই নাচি নাই! আমার সঙ্গে লাখ লাখ মানুষ নাচল, গলা মিলিয়ে গানও গাইল, ওই ভিডিও কেন আপনাদের নিউজে নাই।’
সবার আগে বাংলাদেশ কনসার্টে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেফার লেখেন, ‘আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। সবার আগে বাংলাদেশ কনসার্টটি আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় কনসার্ট ছিল। সামনে আরও অনেক কনসার্টে গান হবে এবং ভালো করে নাচও হবে আপনাদের সঙ্গে।’
এদিকে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বিপিএল টি-২০ মিউজিক ফেস্টে পারফর্ম করবেন জেফার। এই অনুষ্ঠানে আরও গাইবেন ব্যান্ড মাইলস, অ্যাভয়েড রাফা, সংগীতশিল্পী মুজা, সঞ্জয় ও হান্নান। প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

বিজয় দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় সবার আগে বাংলাদেশ কনসার্ট। সেই কনসার্টে গান গেয়ে সমালোচনার মুখে পড়েন জেফার রহমান। অনেকের আপত্তি, কনসার্টে গানের চেয়ে নাচেই বেশি মনোযোগী ছিলেন জেফার। কেউ কেউ তো তাঁকে অটো টিউন শিল্পী বলেও বিদ্রূপ করেন। অবশেষে সমালোচনার জবাব দিলেন জেফার। জানালেন, ভবিষ্যতে আরও অনেক কনসার্ট হবে এবং সেখানেও সবার সঙ্গে নাচবেন তিনি।
সবার আগে বাংলাদেশ কনসার্টে ঝুমুর গান পরিবেশন করেন জেফার। সেই পারফরম্যান্সের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তাতে দেখা যায়, ব্যাকগ্রাউন্ডে গান চালিয়ে নাচছেন জেফার। একটু খেয়াল করলেই বোঝা যাচ্ছে, সরাসরি গাইছেন না তিনি, বরং ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা গানের সঙ্গে শুধু ঠোঁট মেলাচ্ছেন। এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন জেফার। কেউ কেউ মন্তব্য করেন, ‘সাউন্ড বক্স বাজিয়ে লিপসিং করলে তো বাসায় বসেই গান শোনা ভালো ছিল’। কেউ আবার বলেন, ‘শুধু নাচটাই দেখা যায়, গান কই?’
এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়। প্রথমে চুপ থাকলেও গত শনিবার রাতে সমালোচনার জবাব দিয়েছেন জেফার। কনসার্টে দর্শকদের নাচের ভিডিও দিয়ে ফেসবুকে তিনি লিখেছেন, ‘নিউজগুলা দেখে মনে হচ্ছে আমি একাই নাচলাম কনসার্টে। না ভাইয়া, আমি একাই নাচি নাই! আমার সঙ্গে লাখ লাখ মানুষ নাচল, গলা মিলিয়ে গানও গাইল, ওই ভিডিও কেন আপনাদের নিউজে নাই।’
সবার আগে বাংলাদেশ কনসার্টে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেফার লেখেন, ‘আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। সবার আগে বাংলাদেশ কনসার্টটি আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় কনসার্ট ছিল। সামনে আরও অনেক কনসার্টে গান হবে এবং ভালো করে নাচও হবে আপনাদের সঙ্গে।’
এদিকে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বিপিএল টি-২০ মিউজিক ফেস্টে পারফর্ম করবেন জেফার। এই অনুষ্ঠানে আরও গাইবেন ব্যান্ড মাইলস, অ্যাভয়েড রাফা, সংগীতশিল্পী মুজা, সঞ্জয় ও হান্নান। প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

মারা গেছেন বিশ্ব সিনেমার প্রখ্যাত পরিচালক বেলা তার। ৭০ বছর বয়সে প্রস্থান ঘটল এই হাঙ্গেরিয়ান পরিচালকের। ইউরোপিয়ান ফিল্ম একাডেমি এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন বেলা তার।
৮ ঘণ্টা আগে
ইতিমধ্যে তুষির তিন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রায়হান রাফীর ‘আন্ধার’ এবং এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে রইদের।
২০ ঘণ্টা আগে
২০১৭ সালের ৫ জানুয়ারি কয়েকজন বন্ধু মিলে শুরু করেন ব্যান্ড কুঁড়েঘর। শুরুতে কাভার গান দিয়ে নজর কাড়লেও অল্প দিনেই মৌলিক গান দিয়েও জনপ্রিয়তা পায় ব্যান্ডটি। গতকাল প্রতিষ্ঠার ৯ বছর পূর্ণ করে ১০ বছরে পা দিল ব্যান্ড কুঁড়েঘর।
২১ ঘণ্টা আগে
দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে গত ডিসেম্বরে অনুমতি দেওয়া হয়নি ঢাকায় বিদেশি শিল্পীদের প্রায় অর্ধডজন কনসার্টের। স্বাভাবিকভাবেই তাই অনিশ্চয়তা আছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে। ১০ জানুয়ারি থেকে উৎসবটি শুরু হওয়ার কথা।
২১ ঘণ্টা আগে