বিনোদন প্রতিবেদক. ঢাকা
ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। গানের শিরোনাম ‘কষ্ট ভীষণ’। আহমেদ রিজভীর লেখা গানটির সুর দিয়েছেন মনোয়ার হোসেন টুটুল। সংগীত আয়োজন করেছেন পার্থ মজুমদার। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রূপগঞ্জের সুবর্ণভূমি গ্রামে হয়েছে ভিডিওর শুটিং। মডেল হয়েছেন আসিফ আকবর ও মৌরী মাহদী।
ভালোবাসার যে মানুষকে দেখলে হৃদয় হাসে, সেই মানুষ যখন কাছে টেনে নিয়ে আবার চলে যায় কাঁদিয়ে, তখন হৃদয়ে ওঠে কষ্টের ঝড়। চেনা মানুষের এই অচেনা রূপ মেনে নেওয়া কষ্টের। পেয়ে হারানোর বেদনার আকুতি শোনা যাবে আসিফ আকবরের নতুন গানে। গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
নতুন এই গান নিয়ে আসিফ আকবর বলেন, ‘গানটিতে দর্শক-শ্রোতারা নানা বিষয়ে নতুনত্ব পাবেন। রিজভী ভাইয়ের লেখা আর টুটুল ভাইয়ের সুরের সাথে পার্থদার সংগীতায়োজন নিঃসন্দেহে ভিন্নমাত্রার একটি গান হয়েছে। আর চন্দনের ভিডিওতে আমার আর মৌরীর রসায়নটাও বেশ ভালো হয়েছে। এটি ভালোবাসা দিবসের বিশেষ গান। আশা করছি দর্শক শ্রোতাদের ভালোবাসা দিবসকে রাঙিয়ে তুলবে গানটি।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানিয়েছে, ভালোবাসা দিবস উপলক্ষে তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে কষ্ট ভীষণ গানটির ভিডিও। পাশাপাশি শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।
ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। গানের শিরোনাম ‘কষ্ট ভীষণ’। আহমেদ রিজভীর লেখা গানটির সুর দিয়েছেন মনোয়ার হোসেন টুটুল। সংগীত আয়োজন করেছেন পার্থ মজুমদার। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রূপগঞ্জের সুবর্ণভূমি গ্রামে হয়েছে ভিডিওর শুটিং। মডেল হয়েছেন আসিফ আকবর ও মৌরী মাহদী।
ভালোবাসার যে মানুষকে দেখলে হৃদয় হাসে, সেই মানুষ যখন কাছে টেনে নিয়ে আবার চলে যায় কাঁদিয়ে, তখন হৃদয়ে ওঠে কষ্টের ঝড়। চেনা মানুষের এই অচেনা রূপ মেনে নেওয়া কষ্টের। পেয়ে হারানোর বেদনার আকুতি শোনা যাবে আসিফ আকবরের নতুন গানে। গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
নতুন এই গান নিয়ে আসিফ আকবর বলেন, ‘গানটিতে দর্শক-শ্রোতারা নানা বিষয়ে নতুনত্ব পাবেন। রিজভী ভাইয়ের লেখা আর টুটুল ভাইয়ের সুরের সাথে পার্থদার সংগীতায়োজন নিঃসন্দেহে ভিন্নমাত্রার একটি গান হয়েছে। আর চন্দনের ভিডিওতে আমার আর মৌরীর রসায়নটাও বেশ ভালো হয়েছে। এটি ভালোবাসা দিবসের বিশেষ গান। আশা করছি দর্শক শ্রোতাদের ভালোবাসা দিবসকে রাঙিয়ে তুলবে গানটি।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানিয়েছে, ভালোবাসা দিবস উপলক্ষে তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে কষ্ট ভীষণ গানটির ভিডিও। পাশাপাশি শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।
সেই ফোনালাপ ফিরে এসেছে রায়হান রাফীর ‘আমলনামা’ ওয়েব ফিল্মে। নির্মাতা কোনো নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ না করলেও একরামুল হকের ঘটনা থেকে আমলনামা নির্মিত হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এতে বিব্রত একরামুল হকের পরিবার।
১৩ ঘণ্টা আগেরোববার সকাল সাড়ে ৭টার দিকে বুকে ব্যথা নিয়ে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন এ আর রাহমান। জানা যায়, ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে।
১৪ ঘণ্টা আগেশনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরেছিলেন এ আর রাহমান। সে সময় অস্বস্তির কথা জানাচ্ছিলেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
১৬ ঘণ্টা আগে‘আজ যে শিশু’ তিন দশকের পুরোনো গান। ১৯৯৩ সালে রেনেসাঁ ব্যান্ডের ‘তৃতীয় বিশ্ব’ অ্যালবামে ছিল গানটি। দুই বছর পর বিটিভির জলসা অনুষ্ঠানের মাধ্যমে গানটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন সময়ে প্রাসঙ্গিক হয়ে উঠেছে আজ যে শিশু গানটি। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আবারও সামনে এসেছে আজ যে শিশু।
২০ ঘণ্টা আগে