
অনুষ্ঠান শেষে ঘটে যাওয়া সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে নেটিজেনদের রোষানলে পড়েছেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী রুপম ইসলাম। দিনকয়েক ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা ধরনের আলোচনা। একাংশ যেমন রুপমের পক্ষ নিচ্ছেন আবার কেউ কেউ তাঁকে নিয়ে করছেন সমালোচনা। এবার এর এর মাঝেই সবাইকে চমকে দিয়ে গান ছাড়ার ঘোষণা দিলেন রুপম।
সম্প্রতি এক কনসার্টে রুপম বলেন, ‘আপনাদের সমাজ খুব শিষ্ট সমাজ, আপনারা এ রকমই থাকুন। কিন্তু আমি একজন রক শিল্পী। আপনাদের ছাঁচে নিজেকে মেলাতে পারব না। আপনারা অন্য কাউকে বেছে নিন। যে কটা অনুষ্ঠান করার কথা আমি করব। তারপর আর গান গাইব না।’
রুপম আরও বলেন, ‘আশা করি আমার আর নতুন করে কিছুই দেওয়ার নেই আপনাদের। আমাদের পৃথিবী একেবারেই আলাদা। এ পৃথিবী ফেসবুকের পৃথিবী। এই পৃথিবী সেলফি তোলার পৃথিবী। এই পৃথিবী আমার মতো শিল্পীর পৃথিবী নয়। ঠোঁটকাটা লোকেদের জন্য তো একেবারেই নয়। আমি একেবারেই বেমানান। যেটা আমার বলার আমি সেটাই বলব। আমি আমার বৈঠকখানায় বসে বলব। সেখানে আসা করি কেউ ক্যামেরা নিয়ে ঢুকে আসবে না। আমাকে মার্জনা করবেন। যে ক’টি অনুষ্ঠান ঘোষিত আছে, সেগুলো অবশ্যই করব। কিন্তু, তারপর আর নয়।’

অনুষ্ঠান শেষে ছবির আবদার রাখা এক ভক্তের উদ্দেশ্যে অশ্লীল ভাষা প্রয়োগ নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন অনেকেই। তাই রূপম ইসলামের কথায়, ‘আমার বাবা-মা কখনো রক গান লেখেননি। আমার বাবা বলেছিলেন, তুই তো ক্ল্যাসিক্যাল গান গাস, তাহলে তুই কেন এই ছাইপাঁশ করতে গেলি! আমি সেদিন গিটারটা ছুড়ে টিভিটা ভেঙে দিয়েছিলাম। আমিই সেই লোক। মনে রাখবেন আমি সেই লোক। হ্যাঁ লোকটা অহংকারী, হয়তো জানোয়ার। কিন্তু, আমি আমিই।’


অনুষ্ঠান শেষে ঘটে যাওয়া সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে নেটিজেনদের রোষানলে পড়েছেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী রুপম ইসলাম। দিনকয়েক ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা ধরনের আলোচনা। একাংশ যেমন রুপমের পক্ষ নিচ্ছেন আবার কেউ কেউ তাঁকে নিয়ে করছেন সমালোচনা। এবার এর এর মাঝেই সবাইকে চমকে দিয়ে গান ছাড়ার ঘোষণা দিলেন রুপম।
সম্প্রতি এক কনসার্টে রুপম বলেন, ‘আপনাদের সমাজ খুব শিষ্ট সমাজ, আপনারা এ রকমই থাকুন। কিন্তু আমি একজন রক শিল্পী। আপনাদের ছাঁচে নিজেকে মেলাতে পারব না। আপনারা অন্য কাউকে বেছে নিন। যে কটা অনুষ্ঠান করার কথা আমি করব। তারপর আর গান গাইব না।’
রুপম আরও বলেন, ‘আশা করি আমার আর নতুন করে কিছুই দেওয়ার নেই আপনাদের। আমাদের পৃথিবী একেবারেই আলাদা। এ পৃথিবী ফেসবুকের পৃথিবী। এই পৃথিবী সেলফি তোলার পৃথিবী। এই পৃথিবী আমার মতো শিল্পীর পৃথিবী নয়। ঠোঁটকাটা লোকেদের জন্য তো একেবারেই নয়। আমি একেবারেই বেমানান। যেটা আমার বলার আমি সেটাই বলব। আমি আমার বৈঠকখানায় বসে বলব। সেখানে আসা করি কেউ ক্যামেরা নিয়ে ঢুকে আসবে না। আমাকে মার্জনা করবেন। যে ক’টি অনুষ্ঠান ঘোষিত আছে, সেগুলো অবশ্যই করব। কিন্তু, তারপর আর নয়।’

অনুষ্ঠান শেষে ছবির আবদার রাখা এক ভক্তের উদ্দেশ্যে অশ্লীল ভাষা প্রয়োগ নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন অনেকেই। তাই রূপম ইসলামের কথায়, ‘আমার বাবা-মা কখনো রক গান লেখেননি। আমার বাবা বলেছিলেন, তুই তো ক্ল্যাসিক্যাল গান গাস, তাহলে তুই কেন এই ছাইপাঁশ করতে গেলি! আমি সেদিন গিটারটা ছুড়ে টিভিটা ভেঙে দিয়েছিলাম। আমিই সেই লোক। মনে রাখবেন আমি সেই লোক। হ্যাঁ লোকটা অহংকারী, হয়তো জানোয়ার। কিন্তু, আমি আমিই।’


রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১৯ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১৯ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১৯ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে