
প্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানের বিবাহবিচ্ছেদের খবর প্রায় ৭২ ঘণ্টা ধরেই শিরোনামে। নেটিজেনদের কৌতূহল যেন থামছেই না। এরই মধ্যে যেন আগুনে ঘি পড়েছে তাঁর দলের বেস গিটারিস্টেরও বিবাহ বিচ্ছেদের ঘোষণায়। একদিনের ব্যবধানে দুজনের বিচ্ছেদকে জুড়ে দিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনায় মেতেছেন নেটিজেনরা।
যদিও বিচ্ছেদের খবর প্রকাশের দিনই এ সব নিয়ে বাজে মন্তব্য না করতে অনুরোধ করেছেন খোদ রহমান ও তাঁর সদ্য সাবেক স্ত্রী সায়রা বানু। তবুও চলতে থাকা এসব জবাবে, একরকম বিরক্ত ও বাধ্য হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্ট করেছেন এ আর রহমানের ছেলে আমিন।
আমিন সেখানে স্পষ্ট করে জানিয়েছেন, অযথাই মানুষ দুই বিচ্ছেদের মধ্যে একটি সংযোগ খুঁজছেন। তাদের সঙ্গে ঘটতে থাকা কঠিন সময়ে গুজব না ছড়ানোর অনুরোধও করেছেন তিনি।
আমিন তাঁর পোস্টে লেখেন, ‘আমার বাবা একজন ঐতিহ্যশালী শিল্পী। শুধুই নিজের কাজের জন্য নয়। তাঁর মূল্যবোধের জন্যও তিনি মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করেছেন। তাই এই ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়ছে দেখে সত্যিই খুব খারাপ লাগছে।’
তিনি আরও লেখেন, ‘কারও জীবন নিয়ে কথা বলার সময় সত্যতার কথা যেন আমরা মাথায় রাখি। দয়া করে এই ধরনের গুজবে কান দেবেন না এবং ভুল তথ্য ছড়াবেন না। তাঁর সম্মান যাতে সংরক্ষিত থাকে, সেই দিকটা দেখি চলুন।’
এ বিষয় নিয়ে মন্তব্য করেছেন রহমানের মেয়ে রহিমাও। গুজবে প্রতিবাদ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘সর্বদা মনে রাখবেন, গুজবের জন্ম দেয় নিন্দুকেরা আর ছড়িয়ে দেয় বোকারা। সেটা বিশ্বাস করে নির্বোধেরা।’

প্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানের বিবাহবিচ্ছেদের খবর প্রায় ৭২ ঘণ্টা ধরেই শিরোনামে। নেটিজেনদের কৌতূহল যেন থামছেই না। এরই মধ্যে যেন আগুনে ঘি পড়েছে তাঁর দলের বেস গিটারিস্টেরও বিবাহ বিচ্ছেদের ঘোষণায়। একদিনের ব্যবধানে দুজনের বিচ্ছেদকে জুড়ে দিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনায় মেতেছেন নেটিজেনরা।
যদিও বিচ্ছেদের খবর প্রকাশের দিনই এ সব নিয়ে বাজে মন্তব্য না করতে অনুরোধ করেছেন খোদ রহমান ও তাঁর সদ্য সাবেক স্ত্রী সায়রা বানু। তবুও চলতে থাকা এসব জবাবে, একরকম বিরক্ত ও বাধ্য হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্ট করেছেন এ আর রহমানের ছেলে আমিন।
আমিন সেখানে স্পষ্ট করে জানিয়েছেন, অযথাই মানুষ দুই বিচ্ছেদের মধ্যে একটি সংযোগ খুঁজছেন। তাদের সঙ্গে ঘটতে থাকা কঠিন সময়ে গুজব না ছড়ানোর অনুরোধও করেছেন তিনি।
আমিন তাঁর পোস্টে লেখেন, ‘আমার বাবা একজন ঐতিহ্যশালী শিল্পী। শুধুই নিজের কাজের জন্য নয়। তাঁর মূল্যবোধের জন্যও তিনি মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করেছেন। তাই এই ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়ছে দেখে সত্যিই খুব খারাপ লাগছে।’
তিনি আরও লেখেন, ‘কারও জীবন নিয়ে কথা বলার সময় সত্যতার কথা যেন আমরা মাথায় রাখি। দয়া করে এই ধরনের গুজবে কান দেবেন না এবং ভুল তথ্য ছড়াবেন না। তাঁর সম্মান যাতে সংরক্ষিত থাকে, সেই দিকটা দেখি চলুন।’
এ বিষয় নিয়ে মন্তব্য করেছেন রহমানের মেয়ে রহিমাও। গুজবে প্রতিবাদ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘সর্বদা মনে রাখবেন, গুজবের জন্ম দেয় নিন্দুকেরা আর ছড়িয়ে দেয় বোকারা। সেটা বিশ্বাস করে নির্বোধেরা।’

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১০ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১০ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১০ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
১ দিন আগে