বিনোদন ডেস্ক

রূপকথার রাজ্য নার্নিয়া। সেখানে প্রাণিরা মানুষের মতোই কথা বলে, পৌরাণিক চরিত্ররা ঘুরে বেড়ায় রাজ্যজুড়ে। আছে জাদুর প্রভাব। সিএস লিউইসের লেখা সাত পর্বের উপন্যাস ‘দ্য ক্রনিকলস অব নার্নিয়া’ অবলম্বনে এ পর্যন্ত তৈরি হয়েছে তিনটি সিনেমা। ‘দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ার্ডরোব’ (২০০৫), ‘প্রিন্স ক্যাস্পিয়ন’ (২০০৮) ও ‘দ্য ভোয়ায়েজ অব দ্য ডন ট্রেডার’ (২০১০)।
এবার তৈরি হচ্ছে দ্য ক্রনিকলস অব নার্নিয়া সিরিজের চতুর্থ সিনেমা। আগের তিনটি পর্ব পরিচালনা করেছিলেন অ্যান্ড্রু অ্যাডামসন ও মাইকেল অ্যাপটেড। চতুর্থ পর্বে বদলে গেছে পরিচালক। ‘বার্বি’খ্যাত নির্মাতা গ্রেটা গারউইগ পরিচালনা করবেন এটি। চিত্রনাট্যও তিনি লিখছেন। নার্নিয়ার চতুর্থ সিনেমাটি তৈরি হচ্ছে সিএস লিউইসের ষষ্ঠ উপন্যাস ‘দ্য ম্যাজিশিয়ানস নেফিউ’-এর ওপর ভিত্তি করে।
গ্রেটা গারউইকের ব্লকবাস্টার সিনেমা বার্বিতে পদার্থবিদ বার্বির চরিত্রে অভিনয় করেছিলেন ব্রিটিশ অভিনেত্রী এমা ম্যাকি। দ্য ম্যাজিশিয়ানস নেফিউতেও থাকবেন তিনি। দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, এতে সাদা ডাইনির চরিত্রে অভিনয় করবেন এমা। গল্পে চরিত্রটি জাদুবলে নার্নিয়া রাজ্যকে শত বছর ধরে হিমায়িত করে রাখে। শত্রুদের পাথরের মূর্তি বানিয়ে রেখে শাস্তি দেয়। এক কথায়, নার্নিয়া রাজ্যের প্রধান ভিলেন এই সাদা ডাইনি। আগের পর্বে এ চরিত্রে অভিনয় করেছিলেন ব্রিটিশ অভিনেত্রী টিল্ডা সুইনটন।
আগেই জানা গিয়েছিল, এ সিনেমায় প্রফেসর ডিগরি কির্কের চরিত্রে থাকবেন ড্যানিয়েল ক্রেইগ আর সিংহ আসলান চরিত্রে অভিনয় করবেন মেরিল স্ট্রিপ। এবার তাঁদের সঙ্গে যুক্ত হলেন এমা ম্যাকি। ২০২৬ সালের শেষ দিকে নেটফ্লিক্সে আসবে নার্নিয়ার চতুর্থ পর্ব। তার আগে সপ্তাহ দুয়েকের জন্য সিনেমাটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

রূপকথার রাজ্য নার্নিয়া। সেখানে প্রাণিরা মানুষের মতোই কথা বলে, পৌরাণিক চরিত্ররা ঘুরে বেড়ায় রাজ্যজুড়ে। আছে জাদুর প্রভাব। সিএস লিউইসের লেখা সাত পর্বের উপন্যাস ‘দ্য ক্রনিকলস অব নার্নিয়া’ অবলম্বনে এ পর্যন্ত তৈরি হয়েছে তিনটি সিনেমা। ‘দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ার্ডরোব’ (২০০৫), ‘প্রিন্স ক্যাস্পিয়ন’ (২০০৮) ও ‘দ্য ভোয়ায়েজ অব দ্য ডন ট্রেডার’ (২০১০)।
এবার তৈরি হচ্ছে দ্য ক্রনিকলস অব নার্নিয়া সিরিজের চতুর্থ সিনেমা। আগের তিনটি পর্ব পরিচালনা করেছিলেন অ্যান্ড্রু অ্যাডামসন ও মাইকেল অ্যাপটেড। চতুর্থ পর্বে বদলে গেছে পরিচালক। ‘বার্বি’খ্যাত নির্মাতা গ্রেটা গারউইগ পরিচালনা করবেন এটি। চিত্রনাট্যও তিনি লিখছেন। নার্নিয়ার চতুর্থ সিনেমাটি তৈরি হচ্ছে সিএস লিউইসের ষষ্ঠ উপন্যাস ‘দ্য ম্যাজিশিয়ানস নেফিউ’-এর ওপর ভিত্তি করে।
গ্রেটা গারউইকের ব্লকবাস্টার সিনেমা বার্বিতে পদার্থবিদ বার্বির চরিত্রে অভিনয় করেছিলেন ব্রিটিশ অভিনেত্রী এমা ম্যাকি। দ্য ম্যাজিশিয়ানস নেফিউতেও থাকবেন তিনি। দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, এতে সাদা ডাইনির চরিত্রে অভিনয় করবেন এমা। গল্পে চরিত্রটি জাদুবলে নার্নিয়া রাজ্যকে শত বছর ধরে হিমায়িত করে রাখে। শত্রুদের পাথরের মূর্তি বানিয়ে রেখে শাস্তি দেয়। এক কথায়, নার্নিয়া রাজ্যের প্রধান ভিলেন এই সাদা ডাইনি। আগের পর্বে এ চরিত্রে অভিনয় করেছিলেন ব্রিটিশ অভিনেত্রী টিল্ডা সুইনটন।
আগেই জানা গিয়েছিল, এ সিনেমায় প্রফেসর ডিগরি কির্কের চরিত্রে থাকবেন ড্যানিয়েল ক্রেইগ আর সিংহ আসলান চরিত্রে অভিনয় করবেন মেরিল স্ট্রিপ। এবার তাঁদের সঙ্গে যুক্ত হলেন এমা ম্যাকি। ২০২৬ সালের শেষ দিকে নেটফ্লিক্সে আসবে নার্নিয়ার চতুর্থ পর্ব। তার আগে সপ্তাহ দুয়েকের জন্য সিনেমাটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
৭ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
৭ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
৭ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
৯ ঘণ্টা আগে