বিনোদন ডেস্ক

এক বছরের বেশি সময় ধরে বলিউডে চর্চা চলছে ডন সিনেমার সিকুয়েল নিয়ে। অমিতাভ ও শাহরুখের পর ডনের ভূমিকায় রণবীর সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে ‘ডন থ্রি’। সিনেমার নায়িকা নিয়েও জল্পনা তুঙ্গে। প্রথমে শোনা গিয়েছিল প্রিয়াঙ্কার পরিবর্তে ডন থ্রিতে নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি। মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার কারণে সিনেমা থেকে কিয়ারার সরে দাঁড়ানোর পর অনেকের নামই শোনা যাচ্ছিল। এবার এই তালিকায় উঠে এসেছে শর্বরী ওয়াঘের নাম।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, ডন থ্রিতে রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে শর্বরী ওয়াঘকে। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, দুইজন অভিনেত্রীর নাম বিবেচনা করা হয়েছিল ডন থ্রিতে। তবে শর্বরীর দিকেই পাল্লা ভারী। প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট শর্বরী ওয়াঘকে পেয়ে খুশি। অভিনেত্রীর পক্ষ থেকেও জানানো হয়েছে সম্মতি। ‘মুনজিয়া’ ও ‘আলফা’ সিনেমার পর এবার ডন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জুড়ল শর্বরীর নাম। তবে এ নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি নির্মাতা ও অভিনেত্রীর পক্ষ থেকে।
বলিউড ইন্ডাস্ট্রির সম্ভাবনাময়ীদের একজন শর্বরী ওয়াঘ। প্রাইম ভিডিওর ‘দ্য ফরগটেন আর্মি: আজাদি কে লিয়ে’ সিরিজ দিয়ে অভিনয় শুরু করেছিলেন শর্বরী। পরে বড় পর্দায় ‘বান্টি অউর বাবলি টু’ দিয়ে সিনেমায় পা রাখেন। তবে বক্স অফিসে ‘মুনজিয়া’ চমকপ্রদ ব্যবসা করার পরই নজর কাড়েন শর্বরী। এর আগে সহকারী পরিচালক হিসেবে একাধিক সিনেমায় পর্দার পেছনে কাজ করেছেন তিনি।
আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে নেটফ্লিক্সের ‘মহারাজ’ সিনেমায়ও প্রশংসিত হয়েছেন শর্বরী। ইতিমধ্যে শেষ করেছেন যশ রাজের স্পাই ইউনিভার্সের আলফা সিনেমার শুটিং। আলফায় আলিয়া ভাটের সঙ্গে অ্যাকশনে নামছেন শর্বরী।

এক বছরের বেশি সময় ধরে বলিউডে চর্চা চলছে ডন সিনেমার সিকুয়েল নিয়ে। অমিতাভ ও শাহরুখের পর ডনের ভূমিকায় রণবীর সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে ‘ডন থ্রি’। সিনেমার নায়িকা নিয়েও জল্পনা তুঙ্গে। প্রথমে শোনা গিয়েছিল প্রিয়াঙ্কার পরিবর্তে ডন থ্রিতে নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি। মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার কারণে সিনেমা থেকে কিয়ারার সরে দাঁড়ানোর পর অনেকের নামই শোনা যাচ্ছিল। এবার এই তালিকায় উঠে এসেছে শর্বরী ওয়াঘের নাম।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, ডন থ্রিতে রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে শর্বরী ওয়াঘকে। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, দুইজন অভিনেত্রীর নাম বিবেচনা করা হয়েছিল ডন থ্রিতে। তবে শর্বরীর দিকেই পাল্লা ভারী। প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট শর্বরী ওয়াঘকে পেয়ে খুশি। অভিনেত্রীর পক্ষ থেকেও জানানো হয়েছে সম্মতি। ‘মুনজিয়া’ ও ‘আলফা’ সিনেমার পর এবার ডন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জুড়ল শর্বরীর নাম। তবে এ নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি নির্মাতা ও অভিনেত্রীর পক্ষ থেকে।
বলিউড ইন্ডাস্ট্রির সম্ভাবনাময়ীদের একজন শর্বরী ওয়াঘ। প্রাইম ভিডিওর ‘দ্য ফরগটেন আর্মি: আজাদি কে লিয়ে’ সিরিজ দিয়ে অভিনয় শুরু করেছিলেন শর্বরী। পরে বড় পর্দায় ‘বান্টি অউর বাবলি টু’ দিয়ে সিনেমায় পা রাখেন। তবে বক্স অফিসে ‘মুনজিয়া’ চমকপ্রদ ব্যবসা করার পরই নজর কাড়েন শর্বরী। এর আগে সহকারী পরিচালক হিসেবে একাধিক সিনেমায় পর্দার পেছনে কাজ করেছেন তিনি।
আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে নেটফ্লিক্সের ‘মহারাজ’ সিনেমায়ও প্রশংসিত হয়েছেন শর্বরী। ইতিমধ্যে শেষ করেছেন যশ রাজের স্পাই ইউনিভার্সের আলফা সিনেমার শুটিং। আলফায় আলিয়া ভাটের সঙ্গে অ্যাকশনে নামছেন শর্বরী।

প্রতি বছর শীতের মৌসুমে নতুনভাবে জেগে ওঠে সংগীতাঙ্গন। এ সময়ে শহরে গ্রামে আয়োজিত হয় গানের অনুষ্ঠান। শিল্পীরা ব্যস্ত সময় কাটান ইনডোর ও আউটডোরে আয়োজিত এসব কনসার্টে। শ্রোতারাও সামনাসামনি প্রিয় শিল্পী ও ব্যান্ডের পারফরম্যান্স উপভোগের সুযোগ পান।
৭ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ প্রিমিয়ার হবে আহমেদ হাসান সানি পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক...
৭ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দুই শুক্রবার মুক্তি পায়নি কোনো সিনেমা। অবশেষে তৃতীয় শুক্রবার থেকে নতুন সিনেমার পোস্টার পড়ল প্রেক্ষাগৃহে। দেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র সঙ্গে মুক্তি পাচ্ছে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’।
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে