
দুরারোগ্য স্নায়ু জটিলতায় আক্রান্ত জনপ্রিয় মার্কিন পপতারকা ব্রিটনি স্পিয়ার্স। তাঁর শরীরের ডান দিকের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিজের ইন্সটাগ্রামে ভক্তদের কাছে জানিয়েছেন তিনি।
রূপে, গানে ও নাচে গোটা দুনিয়াকে হাতের মুঠোয় নিয়ে রেখেছেন ব্রিটনি। তাঁর অ্যালবাম মুক্তি মানেই তা টপ চার্টে উঠে যাওয়া। মাঝেমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় নিজের নাচের ভিডিও পোস্ট করেন তিনি।
সম্প্রতি এমন এক ভিডিও পোস্ট করে ব্রিটনি লেখেন, ‘আমার শরীরের ডান দিকের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে। ঈশ্বর ছাড়া কেউই এটা ঠিক করতে পারবে না। কখনো কখনো আমার মস্তিষ্কে ঠিকমতো অক্সিজেন পৌঁছায় না, আক্ষরিক অর্থেই মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে শরীরে বেশ কিছু অঙ্গও অবশ হয়ে যায়।
‘সপ্তাহে অন্তত তিনবার বিছানা থেকে উঠে দেখি, আমার হাত দুটো সম্পূর্ণ অবশ হয়ে গেছে। শরীরের ডান দিক থেকে গলা পর্যন্ত সুচ ফোটানের মতো যন্ত্রণা হয় এবং সবচেয়ে বেশি কষ্ট হয় মাথায়, যেটা ভয়ংকর।’
ব্রিটনি আরও বলেন, ‘যখন নাচ করি, তখন এসব যন্ত্রণা অনুভব করি না। শরীর থেকে যন্ত্রণা অদ্ভুতভাবে গায়েব হয়ে যায়। তাই এটাকে ভুলে আপাতত নাচের ছন্দেই মেতে উঠতে চাই।
সর্বকালের সবচেয়ে বেশি বিক্রির রেকর্ড গড়ে ‘প্রিন্সেস অব পপ’ খেতাব পেয়েছেন ৪০ বছর বয়সী এই গায়িকা। গ্র্যামি অ্যাওয়ার্ড, আজীবন সম্মাননাসহ ছয়টি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড, বিলবোর্ড মিলেনিয়াম অ্যাওয়ার্ডসহ ১০টি বিলবোর্ড সংগীত পুরস্কার এবং ‘হলিউড ওয়াক অব ফেম’ তারকার খেতাবও মিলেছে এই তারকার ঝুলিতে।

দুরারোগ্য স্নায়ু জটিলতায় আক্রান্ত জনপ্রিয় মার্কিন পপতারকা ব্রিটনি স্পিয়ার্স। তাঁর শরীরের ডান দিকের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিজের ইন্সটাগ্রামে ভক্তদের কাছে জানিয়েছেন তিনি।
রূপে, গানে ও নাচে গোটা দুনিয়াকে হাতের মুঠোয় নিয়ে রেখেছেন ব্রিটনি। তাঁর অ্যালবাম মুক্তি মানেই তা টপ চার্টে উঠে যাওয়া। মাঝেমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় নিজের নাচের ভিডিও পোস্ট করেন তিনি।
সম্প্রতি এমন এক ভিডিও পোস্ট করে ব্রিটনি লেখেন, ‘আমার শরীরের ডান দিকের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে। ঈশ্বর ছাড়া কেউই এটা ঠিক করতে পারবে না। কখনো কখনো আমার মস্তিষ্কে ঠিকমতো অক্সিজেন পৌঁছায় না, আক্ষরিক অর্থেই মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে শরীরে বেশ কিছু অঙ্গও অবশ হয়ে যায়।
‘সপ্তাহে অন্তত তিনবার বিছানা থেকে উঠে দেখি, আমার হাত দুটো সম্পূর্ণ অবশ হয়ে গেছে। শরীরের ডান দিক থেকে গলা পর্যন্ত সুচ ফোটানের মতো যন্ত্রণা হয় এবং সবচেয়ে বেশি কষ্ট হয় মাথায়, যেটা ভয়ংকর।’
ব্রিটনি আরও বলেন, ‘যখন নাচ করি, তখন এসব যন্ত্রণা অনুভব করি না। শরীর থেকে যন্ত্রণা অদ্ভুতভাবে গায়েব হয়ে যায়। তাই এটাকে ভুলে আপাতত নাচের ছন্দেই মেতে উঠতে চাই।
সর্বকালের সবচেয়ে বেশি বিক্রির রেকর্ড গড়ে ‘প্রিন্সেস অব পপ’ খেতাব পেয়েছেন ৪০ বছর বয়সী এই গায়িকা। গ্র্যামি অ্যাওয়ার্ড, আজীবন সম্মাননাসহ ছয়টি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড, বিলবোর্ড মিলেনিয়াম অ্যাওয়ার্ডসহ ১০টি বিলবোর্ড সংগীত পুরস্কার এবং ‘হলিউড ওয়াক অব ফেম’ তারকার খেতাবও মিলেছে এই তারকার ঝুলিতে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১২ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১২ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৩ ঘণ্টা আগে