গল্প চুরির অভিযোগে মামলা

বিনোদন ডেস্ক
Thumbnail image
‘মোয়ানা টু’ সিনেমার দৃশ্য

গত বছরের শেষ দিকে মুক্তি পেয়ে হলিউডের বক্স অফিসে ঝড় তুলেছে ‘মোয়ানা টু’। প্রায় এক বিলিয়ন ডলার আয় করে বছরের চতুর্থ সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার তালিকায় উঠে এসেছে এটি। মোয়ানা টু গোল্ডেন গ্লোবসে মনোনয়ন পেয়েছিল; রয়েছে অস্কারের শর্ট লিস্টেও। কয়েক দিন পর ৯৭তম অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে। তার আগে বিপদে পড়ল মোয়ানা টু। এ সিনেমার গল্প নকল, এমন অভিযোগে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনির বিরুদ্ধে মামলা করা হয়েছে ক্যালিফোর্নিয়ার ফেডারেল কোর্টে।

মামলাটি করেছেন বাক উডল নামের এক অ্যানিমেটর। তাঁর অভিযোগ, ‘বাকি’ নামক একটি অ্যানিমেশন সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন তিনি। সেখান থেকে মোয়ানা টুর গল্প টুকেছে ডিজনি। দুটি গল্পই প্রাচীন পলিনেশিয়ান গ্রামের পটভূমিতে রচিত। সেখানকার কয়েকজন কিশোর-কিশোরী মা-বাবার নির্দেশ অমান্য করে নিজেদের আবাসস্থল বাঁচাতে বিপজ্জনক সমুদ্রযাত্রা শুরু করে।

বাক উডল জানিয়েছেন, ২০০৩ সালের দিকে বাকি সিনেমার চিত্রনাট্য ও একটি নমুনা ট্রেলার তিনি দিয়েছিলেন ম্যান্ডেভ্যালি ফিল্মসের তৎকালীন ডিরেক্টর অব ডেভেলপমেন্ট জেনি মার্চিককে। এরপর চরিত্র নকশা, প্রযোজনা পরিকল্পনা, স্টোরিবোর্ডসহ আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। ওই সময় ডিজনির সঙ্গে কাজ করত ম্যান্ডেভ্যালি। নানা কারণে প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করা হয়নি বাক উডলের। পরে তিনি দেখেন, মোয়ানা (২০১৬) সিনেমার সঙ্গে তাঁর গল্পের আশ্চর্যজনক মিল। বিষয়টি নিয়ে তখন থেকে লড়াই করছেন এই অ্যানিমেটর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত