
বিয়ের আংটি হারিয়েছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী লিলি কলিন্স। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের একটি নামী হোটেলে ঘটে এ ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে স্পাতে যাওয়ার আগে নিজের বিয়ের আংটি খুলে রেখে গিয়েছিলেন হোটেল লকারে। স্পা শেষে হোটেলে গিয়ে অভিনেত্রী দেখেন আংটি লকারে নেই, অর্থাৎ চুরি হয়ে গেছে। ঘটনার পর থেকে প্রায় দিশেহারা এ অভিনেত্রী।
রোজ কাট হিরে দিয়ে বানানো এই আংটির ওজন ছিল প্রায় দুই থেকে তিন ক্যারেট। লিলির স্বামী, হলিউড চলচ্চিত্র পরিচালক চার্লি ম্যাকডাওয়েল নিজের নকশায় বানিয়েছিলেন এই আংটি। আংটির মূল্য ১০ হাজার ডলারেরও বেশি।
অভিনেত্রীকে এই আংটি পরিয়েই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন চার্লি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গোলাপি রঙের আভায় তৈরি এই আংটির ছবিও দিয়েছিলেন লিলি। শুধু বিয়ের এই আংটি নয়, এ অভিনেত্রী সংবাদমাধ্যমে জানিয়েছেন সঙ্গে আরও অন্য একটি আংটিও রেখেছিলেন।
নিরাপদ সিন্দুক থেকে কীভাবে চুরি আংটি দুটি, তা খতিয়ে দেখছে লস অ্যাঞ্জেলেসের পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার খবর অনুযায়ী কোনো বহিরাগতকে হোটেলে ঢুকতে দেখা যায়নি। পুলিশের সন্দেহ, হোটেলের ভেতরের কেউই এ চুরির নেপথ্যে রয়েছেন।
হলিউড পরিচালক চার্লি ম্যাকডাওয়েলের সঙ্গে ২০১৯ প্রেম শুরু হয় এই অভিনেত্রীর। ২০২০ সালে দুজনের মধ্যে আংটি বদল হয় এবং একটি সম্পর্কের শেষ পরিণতি বিয়ের মাধ্যমে ২০২১ সালে এ জুটি তাঁদের সংসার জীবন শুরু করেন। লিলি জেন কলিন্স হলেন একজন ব্রিটিশ-মার্কিন অভিনেত্রী, মডেল ও লেখিকা। তিনি ইংরেজ সংগীতজ্ঞ ফিল কলিন্সের কন্যা।

বিয়ের আংটি হারিয়েছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী লিলি কলিন্স। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের একটি নামী হোটেলে ঘটে এ ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে স্পাতে যাওয়ার আগে নিজের বিয়ের আংটি খুলে রেখে গিয়েছিলেন হোটেল লকারে। স্পা শেষে হোটেলে গিয়ে অভিনেত্রী দেখেন আংটি লকারে নেই, অর্থাৎ চুরি হয়ে গেছে। ঘটনার পর থেকে প্রায় দিশেহারা এ অভিনেত্রী।
রোজ কাট হিরে দিয়ে বানানো এই আংটির ওজন ছিল প্রায় দুই থেকে তিন ক্যারেট। লিলির স্বামী, হলিউড চলচ্চিত্র পরিচালক চার্লি ম্যাকডাওয়েল নিজের নকশায় বানিয়েছিলেন এই আংটি। আংটির মূল্য ১০ হাজার ডলারেরও বেশি।
অভিনেত্রীকে এই আংটি পরিয়েই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন চার্লি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গোলাপি রঙের আভায় তৈরি এই আংটির ছবিও দিয়েছিলেন লিলি। শুধু বিয়ের এই আংটি নয়, এ অভিনেত্রী সংবাদমাধ্যমে জানিয়েছেন সঙ্গে আরও অন্য একটি আংটিও রেখেছিলেন।
নিরাপদ সিন্দুক থেকে কীভাবে চুরি আংটি দুটি, তা খতিয়ে দেখছে লস অ্যাঞ্জেলেসের পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার খবর অনুযায়ী কোনো বহিরাগতকে হোটেলে ঢুকতে দেখা যায়নি। পুলিশের সন্দেহ, হোটেলের ভেতরের কেউই এ চুরির নেপথ্যে রয়েছেন।
হলিউড পরিচালক চার্লি ম্যাকডাওয়েলের সঙ্গে ২০১৯ প্রেম শুরু হয় এই অভিনেত্রীর। ২০২০ সালে দুজনের মধ্যে আংটি বদল হয় এবং একটি সম্পর্কের শেষ পরিণতি বিয়ের মাধ্যমে ২০২১ সালে এ জুটি তাঁদের সংসার জীবন শুরু করেন। লিলি জেন কলিন্স হলেন একজন ব্রিটিশ-মার্কিন অভিনেত্রী, মডেল ও লেখিকা। তিনি ইংরেজ সংগীতজ্ঞ ফিল কলিন্সের কন্যা।

মঙ্গলবার রাতে শুরু হয় জেফার ও রাফসানের বিয়ের গুঞ্জন। তবে চুপ ছিলেন রাফসান ও জেফার। যোগাযোগ করলেও কারও নাগাল পাওয়া যাচ্ছিল না। তবে তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছিলেন, বুধবার বিয়ে করতে যাচ্ছেন রাফসান ও জেফার।
১৬ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার
১ দিন আগে
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি
১ দিন আগে