বিনোদন ডেস্ক

টম ক্রুজ ও ব্র্যাড পিট—হলিউডের অ্যাকশন সিনেমায় জনপ্রিয় দুটি নাম। কাজ নিয়ে দুজনের মধ্যে প্রতিযোগিতা থাকলেও ব্যক্তিগত জীবনে ভালো বন্ধু তাঁরা। দীর্ঘ ক্যারিয়ারে মাত্র একবারই একসঙ্গে অভিনয় করেছেন টম ও ব্র্যাড। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘ইন্টারভিউ উইদ ভ্যাম্পায়ার’-এর পর আর কখনো একসঙ্গে দেখা যায়নি তাঁদের। টমের সঙ্গে অভিনয় করতে চান ব্র্যাড, তবে এক শর্তে।
বিপজ্জনক দৃশ্যে অভিনয়ে খ্যাতি আছে টম ক্রুজের। মিশন: ইম্পসিবল সিরিজের সিনেমাগুলোয় কখনো দেখা যায়, তিনি উড়োজাহাজের পাখা ধরে ঝুলে আছেন; কখনো অনেক উঁচু থেকে লাফিয়ে নামছেন। বাইক চালিয়ে লাফ দিচ্ছেন পাহাড়ের ওপর থেকে। এসব স্টান্ট নিজেই করেন টম ক্রুজ।
আর তাতেই ভয় ব্র্যাড পিটের। এক গণমাধ্যম সম্প্রতি তাঁর কাছে জানতে চেয়েছিল, তিনি টম ক্রুজের সঙ্গে অভিনয় করতে চান কি না। জবাবে তিনি বলেন, ‘আমি বিমান থেকে লাফিয়ে নামার মতো কোনো ভয়ংকর দৃশ্যে অভিনয় করতে পারব না। যদি মাটিতে কোনো অ্যাকশন হয়, তাহলে টমের সঙ্গে অভিনয় করতে রাজি আছি।’
মাটিতে ব্র্যাডের অ্যাকশন দেখা যাবে এ মাসেই। ২৭ জুন মুক্তি পাচ্ছে স্পোর্টস সিনেমা ‘এফ ওয়ান’। এতে শ্বাসরুদ্ধকর কার রেসিংয়ে দর্শকদের তাক লাগিয়ে দেবেন ব্র্যাড পিট। আগেই সিনেমাটির প্রশংসা করেছেন টম ক্রুজ। গত এপ্রিলে তিনি বলেন, ‘ব্র্যাডকে পর্দায় ড্রাইভ করতে দেখে ভালো লাগছে। সে খুবই ভালো ড্রাইভার। আমি তার সঙ্গে রেস খেলেছি।’
এফ ওয়ান সিনেমার নির্মাতা জোসেফ কোসিনস্কি এর আগে ‘ফোর্ড ভার্সেস ফেরারি’ সিনেমায় টম ক্রুজ ও ব্র্যাড পিটকে নেওয়ার চেষ্টা করেছিলেন। টমকে নিয়ে তিনি ‘টপ গান: ম্যাভেরিক’ বানিয়েছেন। দুজনের সঙ্গেই কাজের অভিজ্ঞতা আছে জোসেফের। তবে প্রযোজনা প্রতিষ্ঠান বাজেট না দেওয়ায় ফোর্ড ভার্সেস ফেরারিতে তাঁদের নেওয়া সম্ভব হয়নি। পরে কাজটি করেন ক্রিস্টিয়ান বেল ও ম্যাট ডেমন।

টম ক্রুজ ও ব্র্যাড পিট—হলিউডের অ্যাকশন সিনেমায় জনপ্রিয় দুটি নাম। কাজ নিয়ে দুজনের মধ্যে প্রতিযোগিতা থাকলেও ব্যক্তিগত জীবনে ভালো বন্ধু তাঁরা। দীর্ঘ ক্যারিয়ারে মাত্র একবারই একসঙ্গে অভিনয় করেছেন টম ও ব্র্যাড। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘ইন্টারভিউ উইদ ভ্যাম্পায়ার’-এর পর আর কখনো একসঙ্গে দেখা যায়নি তাঁদের। টমের সঙ্গে অভিনয় করতে চান ব্র্যাড, তবে এক শর্তে।
বিপজ্জনক দৃশ্যে অভিনয়ে খ্যাতি আছে টম ক্রুজের। মিশন: ইম্পসিবল সিরিজের সিনেমাগুলোয় কখনো দেখা যায়, তিনি উড়োজাহাজের পাখা ধরে ঝুলে আছেন; কখনো অনেক উঁচু থেকে লাফিয়ে নামছেন। বাইক চালিয়ে লাফ দিচ্ছেন পাহাড়ের ওপর থেকে। এসব স্টান্ট নিজেই করেন টম ক্রুজ।
আর তাতেই ভয় ব্র্যাড পিটের। এক গণমাধ্যম সম্প্রতি তাঁর কাছে জানতে চেয়েছিল, তিনি টম ক্রুজের সঙ্গে অভিনয় করতে চান কি না। জবাবে তিনি বলেন, ‘আমি বিমান থেকে লাফিয়ে নামার মতো কোনো ভয়ংকর দৃশ্যে অভিনয় করতে পারব না। যদি মাটিতে কোনো অ্যাকশন হয়, তাহলে টমের সঙ্গে অভিনয় করতে রাজি আছি।’
মাটিতে ব্র্যাডের অ্যাকশন দেখা যাবে এ মাসেই। ২৭ জুন মুক্তি পাচ্ছে স্পোর্টস সিনেমা ‘এফ ওয়ান’। এতে শ্বাসরুদ্ধকর কার রেসিংয়ে দর্শকদের তাক লাগিয়ে দেবেন ব্র্যাড পিট। আগেই সিনেমাটির প্রশংসা করেছেন টম ক্রুজ। গত এপ্রিলে তিনি বলেন, ‘ব্র্যাডকে পর্দায় ড্রাইভ করতে দেখে ভালো লাগছে। সে খুবই ভালো ড্রাইভার। আমি তার সঙ্গে রেস খেলেছি।’
এফ ওয়ান সিনেমার নির্মাতা জোসেফ কোসিনস্কি এর আগে ‘ফোর্ড ভার্সেস ফেরারি’ সিনেমায় টম ক্রুজ ও ব্র্যাড পিটকে নেওয়ার চেষ্টা করেছিলেন। টমকে নিয়ে তিনি ‘টপ গান: ম্যাভেরিক’ বানিয়েছেন। দুজনের সঙ্গেই কাজের অভিজ্ঞতা আছে জোসেফের। তবে প্রযোজনা প্রতিষ্ঠান বাজেট না দেওয়ায় ফোর্ড ভার্সেস ফেরারিতে তাঁদের নেওয়া সম্ভব হয়নি। পরে কাজটি করেন ক্রিস্টিয়ান বেল ও ম্যাট ডেমন।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
২৪ মিনিট আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
২৯ মিনিট আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
৩২ মিনিট আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
৪৪ মিনিট আগে