বিনোদন ডেস্ক
‘হ্যারি পটার’ ও ‘টোয়াইলাইট’-এর মতো ফ্যান্টাসি গল্প দিয়েই তাঁকে চিনেছে এ প্রজন্ম। অথচ, সেই রবার্ট প্যাটিনসন নাকি কখনোই ভূতের সিনেমা দেখেন না! ভূতের সিনেমার প্রসঙ্গ এলেই এড়িয়ে চলেন। নিজের এই ‘সিক্রেট’ প্যাটিনসন শেয়ার করেছেন জিকিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে।
৭ মার্চ মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘মিকি সেভেনটিন’। বানিয়েছেন অস্কারজয়ী পরিচালক বোং জুন হো। নতুন সিনেমা মুক্তি উপলক্ষে পরিচালকের সঙ্গে ওই সাক্ষাৎকারে অংশ নিয়ে প্যাটিনসন বলেন, ‘ছোটবেলায় এ ধরনের ডার্ক কনটেন্ট অনেক দেখতাম। তখন ভালোই লাগত। সাধারণত এটা হয় না। সবাই ছোটবেলায় ভূতের সিনেমা দেখে ভয় পায়। বড় হওয়ার পর ভয়টা কেটে যায়। তবে আমার ক্ষেত্রে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সংবেদনশীলতা বেড়েছে। তাই ভৌতিক সিনেমা আমি দেখতে পারি না।’
তবে রবার্ট প্যাটিনসন যেহেতু অভিনেতা, তাই হরর সিনেমা তো একেবারেই এড়ানো যায় না। অনেক সময় এ ধরনের সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসে তাঁর কাছে। সেসব গল্প শুনতে হয়, রেফারেন্স দেখতে হয়। সে অভিজ্ঞতা প্যাটিসনের জন্য খুব যে সুখকর হয়, তা নয়। এমন একটা উদাহরণও দিলেন তিনি। এই তো কয়েক মাস আগেই এমন একটা ঘটনা ঘটেছিল তাঁর সঙ্গে, খুবই ভয় পেয়ে গিয়েছিলেন।
প্যাটিনসন বলেন, ‘এক পরিচালকের সঙ্গে মিটিং ছিল। একটা ভৌতিক সিনেমা বানিয়েছেন তিনি। সিনেমাটা দেখেছিলাম। তিনি চলে যাওয়ার পর সারাক্ষণ মনে হচ্ছিল, কেউ যেন আমার বাড়িতে ঢোকার চেষ্টা করছে!’ এরপর রবার্ট প্যাটিনসন যে কাজটি করলেন, রান্নাঘর থেকে চাকু এনে সোফায় বসলেন! এবার দেখি কে আসে! একপর্যায়ে সোফাতেই ঘুমিয়ে পড়েন অভিনেতা।
অনেকক্ষণ পরে তাঁর জীবনসঙ্গী সুকি ওয়াটারহাউস এসে দেখেন, প্যাটিনসন সোফায় ঘুমাচ্ছেন আর তাঁর মাথার কাছে দুটো চাকু! ধাতস্থ হওয়ার পর প্যাটিনসন বুঝলেন, সবই ছিল তাঁর কল্পনা!
কোন সিনেমা দেখে এত ভয় পেয়েছিলেন প্যাটিনসন, তা জানাননি অভিনেতা। তবে হলিউড রিপোর্টারের অনুমান, সিনেমাটি হতে পারে পার্কার ফিন পরিচালিত ‘স্মাইল’। কারণ গত বছর এই পরিচালক প্যাটিনসনকে নিয়ে ১৯৮১ সালে মুক্তি পাওয়া ভৌতিক সিনেমা ‘পজেসন’-এর রিমেক করবেন বলে খবর বেরিয়েছিল।
‘হ্যারি পটার’ ও ‘টোয়াইলাইট’-এর মতো ফ্যান্টাসি গল্প দিয়েই তাঁকে চিনেছে এ প্রজন্ম। অথচ, সেই রবার্ট প্যাটিনসন নাকি কখনোই ভূতের সিনেমা দেখেন না! ভূতের সিনেমার প্রসঙ্গ এলেই এড়িয়ে চলেন। নিজের এই ‘সিক্রেট’ প্যাটিনসন শেয়ার করেছেন জিকিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে।
৭ মার্চ মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘মিকি সেভেনটিন’। বানিয়েছেন অস্কারজয়ী পরিচালক বোং জুন হো। নতুন সিনেমা মুক্তি উপলক্ষে পরিচালকের সঙ্গে ওই সাক্ষাৎকারে অংশ নিয়ে প্যাটিনসন বলেন, ‘ছোটবেলায় এ ধরনের ডার্ক কনটেন্ট অনেক দেখতাম। তখন ভালোই লাগত। সাধারণত এটা হয় না। সবাই ছোটবেলায় ভূতের সিনেমা দেখে ভয় পায়। বড় হওয়ার পর ভয়টা কেটে যায়। তবে আমার ক্ষেত্রে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সংবেদনশীলতা বেড়েছে। তাই ভৌতিক সিনেমা আমি দেখতে পারি না।’
তবে রবার্ট প্যাটিনসন যেহেতু অভিনেতা, তাই হরর সিনেমা তো একেবারেই এড়ানো যায় না। অনেক সময় এ ধরনের সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসে তাঁর কাছে। সেসব গল্প শুনতে হয়, রেফারেন্স দেখতে হয়। সে অভিজ্ঞতা প্যাটিসনের জন্য খুব যে সুখকর হয়, তা নয়। এমন একটা উদাহরণও দিলেন তিনি। এই তো কয়েক মাস আগেই এমন একটা ঘটনা ঘটেছিল তাঁর সঙ্গে, খুবই ভয় পেয়ে গিয়েছিলেন।
প্যাটিনসন বলেন, ‘এক পরিচালকের সঙ্গে মিটিং ছিল। একটা ভৌতিক সিনেমা বানিয়েছেন তিনি। সিনেমাটা দেখেছিলাম। তিনি চলে যাওয়ার পর সারাক্ষণ মনে হচ্ছিল, কেউ যেন আমার বাড়িতে ঢোকার চেষ্টা করছে!’ এরপর রবার্ট প্যাটিনসন যে কাজটি করলেন, রান্নাঘর থেকে চাকু এনে সোফায় বসলেন! এবার দেখি কে আসে! একপর্যায়ে সোফাতেই ঘুমিয়ে পড়েন অভিনেতা।
অনেকক্ষণ পরে তাঁর জীবনসঙ্গী সুকি ওয়াটারহাউস এসে দেখেন, প্যাটিনসন সোফায় ঘুমাচ্ছেন আর তাঁর মাথার কাছে দুটো চাকু! ধাতস্থ হওয়ার পর প্যাটিনসন বুঝলেন, সবই ছিল তাঁর কল্পনা!
কোন সিনেমা দেখে এত ভয় পেয়েছিলেন প্যাটিনসন, তা জানাননি অভিনেতা। তবে হলিউড রিপোর্টারের অনুমান, সিনেমাটি হতে পারে পার্কার ফিন পরিচালিত ‘স্মাইল’। কারণ গত বছর এই পরিচালক প্যাটিনসনকে নিয়ে ১৯৮১ সালে মুক্তি পাওয়া ভৌতিক সিনেমা ‘পজেসন’-এর রিমেক করবেন বলে খবর বেরিয়েছিল।
নিজের সিনেমার গানে কণ্ঠ দিলেন আফরান নিশো। ‘দাগি’ সিনেমার টাইটেল ট্র্যাকে আরাফাত মহসীন নিধির সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি। আজ বুধবার রাত ৮টায় চরকি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।
৯ ঘণ্টা আগেসিকান্দারের একটি প্রমোশনাল ভিডিওতে পাশাপাশি দেখা গেল দুই বন্ধুকে। নব্বইয়ের দশকে ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন আমির-সালমান। এ ভিডিওর মাধ্যমে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন তাঁরা।
১৪ ঘণ্টা আগেরাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্ট শপিং মলে চালু হচ্ছে নতুন এই শাখা। ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সিনেপ্লেক্স চালু করার মাধ্যমে দেশে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স।
১৫ ঘণ্টা আগেআজ মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। নির্বাচিত সেসব অনুষ্ঠানের খবর জানিয়ে এ প্রতিবেদন। রাত ৯টায় প্রচারিত হবে ডকুড্রামা ‘ফিরে আসে বারবার’। সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের রচনায় এটি প্রযোজনা করেছেন নাসির উদ্দিন।
২১ ঘণ্টা আগে