Ajker Patrika

মামলায় হারলেন হ্যারি পটার তারকা, ২৭ কোটি টাকা কর দিতেই হচ্ছে

হ্যারি পটার তারকা রুপার্ট গ্রিন্ট। ছবি: সংগৃহীত
হ্যারি পটার তারকা রুপার্ট গ্রিন্ট। ছবি: সংগৃহীত

হ্যারি পটার তারকা রুপার্ট গ্রিন্ট করের মামলায় ফেঁসেছেন। হ্যারি পটার সিরিজে তিনি রোনাল্ড বিলিয়াস উইজলির চরিত্রে অভিনয় করেছেন। আদালত তাঁকে ১৮ লাখ পাউন্ড (২৭ কোটি ৩০ লাখ টাকার বেশি) কর দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে রুপার্ট গ্রিন্ট এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমসের সঙ্গে একটি আইনি লড়াইয়ে পরাজিত হন। ২০১১–১২ কর বছরের কর বিবরণী নিয়ে তদন্তের পর তাঁকে এই পরিমাণ অর্থ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

৩৬ বছর বয়সী গ্রিন্টের আইনজীবীরা পরে আপিল করেন। তাঁরা দাবি করেন, তাঁদের মক্কেল একটি কোম্পানি থেকে যে অর্থ পেয়েছিলেন, তা সঠিকভাবে মূলধনী সম্পত্তি হিসেবে কর দেওয়া হয়েছে। তবে কর কর্তৃপক্ষ বলে যে, এই পরিমাণ অর্থ উচ্চ হারে কর আদায়যোগ্য। কিন্তু গ্রিন্টের এই যুক্তি খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনালের বিচারক।

গ্রিন্ট একটি কোম্পানি থেকে ৪৫ লাখ পাউন্ড পেয়েছিলেন। এই কোম্পানি তাঁর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করত। তিনি দাবি করেন, এই অর্থ একটি ‘মূলধনী সম্পদ’ এবং তাই এটি মূলধনী মুনাফা করের আওতায় পড়ে।

কিন্তু কর কর্তৃপক্ষ যুক্তি দিয়েছে, এই অর্থ ফি হিসেবে শ্রেণিবদ্ধ হওয়া উচিত। তদন্তের পরে গ্রিন্টকে অতিরিক্ত ১৮ লাখ ১ হাজার ৬০ পাউন্ড কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, গ্রিন্টের আইনজীবীরা লন্ডনের ফার্স্ট–টায়ার ট্রাইব্যুনালে ২০২২ সালের নভেম্বর এবং ডিসেম্বরে শুনানিতে কর কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন।

ট্রাইব্যুনালের বিচারক হ্যারিয়েট মর্গানের সিদ্ধান্ত অনুযায়ী, এই অর্থ ‘মূলত গ্রিন্ট তাঁর কাজের পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন’ এবং এটি ‘অন্যভাবে আয় হিসেবে দেখানো হয়েছিল’। এর ফলে গ্রিন্টের আপিল খারিজ হয়ে যায়।

২০১৯ সালে গ্রিন্ট কর বিবরণী সংক্রান্ত আরেকটি মামলায় হেরে গিয়েছিলেন। ওই সময় তাঁকে ১০ লাখ পাউন্ড পরিশোধ করতে হয়।

রুপার্ট গ্রিন্ট ২০০১ সালে ১২ বছর বয়সে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’ চলচ্চিত্রে রোনাল্ড বিলিয়াস উইজলির চরিত্রে অভিনয় করেন। রোনাল্ড উইজলি জে কে রাউলিং–এর হ্যারি পটার সিরিজের একটি জনপ্রিয় চরিত্র। গ্রিন্ট ২০০১ থেকে ২০১১ পর্যন্ত মুক্তি পাওয়া সবকটি হ্যারি পটার সিনেমায় এই চরিত্রে অভিনয় করেন।

হ্যারি পটার সিরিজের পর গ্রিন্ট ‘ইনটু দ্য হোয়াইট’ এবং ‘নক অ্যাট দ্য ক্যাবিন’–এর মতো সিনেমায় অভিনয় করেন। তিনি টিভি এবং থিয়েটারেও কাজ করেছেন। গত চার বছর ধরে তিনি অ্যাপল টিভির সিরিজ ‘সার্ভেন্ট’–এ অভিনয় করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে ইতিবাচক আইসিসি

১২০ বছরে ৩৬ দেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র, পরিণতি ভয়াবহ

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন: হুমকিতে চীনের ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত