
সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেকেই এখন প্লাস্টিক সার্জারির আশ্রয় নেন। চেহারায় বয়সের ছাপ ঠেকাতেও অনেকে শল্যচিকিৎসকের দ্বারস্থ হন। কয়েক সপ্তাহ ধরে গুঞ্জন ছিল, ‘দ্য হাঙ্গার গেমস’খ্যাত হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সও এ পথে হেঁটেছেন। অস্ত্রোপচার করে বদলেছেন মুখের আদল। বিষয়টি নিয়ে সম্প্রতি কথা বলেছেন লরেন্স। প্লাস্টিক সার্জারির গুঞ্জন উড়িয়ে দিয়ে অভিনেত্রী জানিয়েছেন, এভাবে সৌন্দর্য বৃদ্ধি বা বয়স ধরে রাখার পক্ষে নন তিনি। সাধারণ মেকআপই তাঁর জন্য যথেষ্ট।
গত সেপ্টেম্বরে ডিওর ফ্যাশন শোতে যোগ দেন জেনিফার লরেন্স। সেখানে তাঁকে দেখে অনেকের মনে হয়, বদল এসেছে লরেন্সের চেহারায়। বিশেষ করে তাঁর চোখ, ঠোঁট ও নাকের পরিবর্তন নিয়ে সমালোচনা করেন নেটিজেনরা। সেই থেকে চলছে লরেন্সকে নিয়ে প্লাস্টিক সার্জারির গুঞ্জন। সম্প্রতি দ্য ইন্টারভিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন লরেন্স। কাইলি জেনারের সঙ্গে ওই আলাপে অভিনেত্রী জানান, তাঁর চেহারার এই বদল অস্বাভাবিক কিছু নয়।
লরেন্স বলেন, ‘১৯ বছর বয়সে আমি কাজ শুরু করেছিলাম। সেই বয়সে আমি দেখতে কেমন ছিলাম, আর এখন কেমন—সেটা নিয়ে সব সময় তুলনা চলে। যাঁরা তুলনা করেন, তাঁদের বলতে চাই, আমি এখন বড় হয়েছি। বাচ্চাসুলভ ব্যাপারটা আমার চেহারা থেকে চলে গেছে। সবাই ভাবছে, আমি প্লাস্টিক সার্জারি করে নাকের গঠন বদলে ফেলেছি। সেটা একেবারেই সত্যি নয়।’
জেনিফার লরেন্স জানান, অস্ত্রোপচার করে কোনো অঙ্গপ্রত্যঙ্গ বদলের ইচ্ছা তাঁর কখনো ছিল না। এখনো নেই।

সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেকেই এখন প্লাস্টিক সার্জারির আশ্রয় নেন। চেহারায় বয়সের ছাপ ঠেকাতেও অনেকে শল্যচিকিৎসকের দ্বারস্থ হন। কয়েক সপ্তাহ ধরে গুঞ্জন ছিল, ‘দ্য হাঙ্গার গেমস’খ্যাত হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সও এ পথে হেঁটেছেন। অস্ত্রোপচার করে বদলেছেন মুখের আদল। বিষয়টি নিয়ে সম্প্রতি কথা বলেছেন লরেন্স। প্লাস্টিক সার্জারির গুঞ্জন উড়িয়ে দিয়ে অভিনেত্রী জানিয়েছেন, এভাবে সৌন্দর্য বৃদ্ধি বা বয়স ধরে রাখার পক্ষে নন তিনি। সাধারণ মেকআপই তাঁর জন্য যথেষ্ট।
গত সেপ্টেম্বরে ডিওর ফ্যাশন শোতে যোগ দেন জেনিফার লরেন্স। সেখানে তাঁকে দেখে অনেকের মনে হয়, বদল এসেছে লরেন্সের চেহারায়। বিশেষ করে তাঁর চোখ, ঠোঁট ও নাকের পরিবর্তন নিয়ে সমালোচনা করেন নেটিজেনরা। সেই থেকে চলছে লরেন্সকে নিয়ে প্লাস্টিক সার্জারির গুঞ্জন। সম্প্রতি দ্য ইন্টারভিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন লরেন্স। কাইলি জেনারের সঙ্গে ওই আলাপে অভিনেত্রী জানান, তাঁর চেহারার এই বদল অস্বাভাবিক কিছু নয়।
লরেন্স বলেন, ‘১৯ বছর বয়সে আমি কাজ শুরু করেছিলাম। সেই বয়সে আমি দেখতে কেমন ছিলাম, আর এখন কেমন—সেটা নিয়ে সব সময় তুলনা চলে। যাঁরা তুলনা করেন, তাঁদের বলতে চাই, আমি এখন বড় হয়েছি। বাচ্চাসুলভ ব্যাপারটা আমার চেহারা থেকে চলে গেছে। সবাই ভাবছে, আমি প্লাস্টিক সার্জারি করে নাকের গঠন বদলে ফেলেছি। সেটা একেবারেই সত্যি নয়।’
জেনিফার লরেন্স জানান, অস্ত্রোপচার করে কোনো অঙ্গপ্রত্যঙ্গ বদলের ইচ্ছা তাঁর কখনো ছিল না। এখনো নেই।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১ দিন আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১ দিন আগে