Ajker Patrika

চার বছর পর সন্তান ও সাবেককে নিয়ে মুখ খুললেন জিজি হাদিদ

অনলাইন ডেস্ক
জনপ্রিয় সুপার মডেল জিজি হাদিদ ও সংগীত শিল্পী জায়ান মালিক। ছবি: সংগৃহীত
জনপ্রিয় সুপার মডেল জিজি হাদিদ ও সংগীত শিল্পী জায়ান মালিক। ছবি: সংগৃহীত

তারকাদের জীবন নিয়ে বরাবরই ব্যাপক আগ্রহ থাকে ভক্ত–অনুরাগীদের। টিভির পর্দা বা ম্যাগাজিনের পাতার বাইরে ব্যক্তিজীবনে তাঁরা কেমন, কীভাবে সামলান জীবনের বিভিন্ন ঝক্কি–ঝামেলা তা জানতে চান সবাই। ভক্ত–অনুরাগীদের সেই আগ্রহেই এবার নিজেদের সন্তান পালন নিয়ে কথা বললেন মার্কিন সুপার মডেল জিজি হাদিদ এবং সংগীত শিল্পী জায়ান মালিক।

২০২১ সালে এই যুগল ইতি টানেন তাঁদের দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের। তবে, এখনো একসঙ্গে বড় করছেন কন্যা সন্তান ‘খাই’কে। সন্তানের মানসিক ও শারীরিক সুস্বাস্থ্য নিশ্চিত করাই তাঁদের প্রথম লক্ষ্য বলে জানান এই দুই তারকা। জিজি হাদিদ বলেন, সন্তানকে ভালোবাসা আর সৌহার্দ্যের সঙ্গে বড় করতে প্রতিশ্রুতিবদ্ধ তাঁরা। জানান, ‘খাই’–এর সুন্দর শৈশব নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করেন তাঁরা দু’জন। যুক্তরাষ্ট্রের ব্যস্ততম দুই তারকা হওয়ায় স্বাভাবিকভাবেই সময় একটি বড় ইস্যু তাঁদের জন্য। তাই, আগে থেকেই দিনের সময়সূচি সমন্বয় করে নেন।

ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জিজি হাদিদ বলেছেন, তিনি তাঁর কর্মজীবনকে এমনভাবে পরিচালনা করেন যেন মাতৃত্বের দায়িত্বে তা বাধা হয়ে দাঁড়াতে না পারে। যদিও সব সময় পরিকল্পনামাফিক সবকিছু হয় না। তবে, আগে থেকে যদি ঠিক করা থাকে কখন কোন কাজটা করা হবে তাহলে, অনেক ক্ষেত্রেই সবকিছু সামলে নেওয়া যায়।

এ সময় ব্যক্তিজীবন নিয়ে ভক্ত–অনুরাগীদের অতিরিক্ত আগ্রহ এবং হুটহাট মন্তব্য করে ফেলা নিয়ে কিছুটা বিরক্তিও প্রকাশ করেন তিনি। বলেন, ‘সমস্যা হলো—সামাজিক মাধ্যমে দু–একটি ঘটনার ছোট ক্লিপ দেখেই অনেকে মনে করেন আমাদের জীবনের সবকিছু তাঁরা জানেন। কিন্তু বাস্তবতা হলো, আমাদের জীবনের সবকিছু আমরা জনসমক্ষে আনতে ইচ্ছুক নই। কিছু জিনিস একান্তই ব্যক্তিগত।’

যদিও জিজি স্পষ্ট করে কোনো ঘটনার কথা বলেননি। তবে, অনেকেই বলছেন, ২০২১ সালে মা ইয়োলান্ডা হাদিদের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল সেদিকেই ইঙ্গিত করেছেন তিনি। সেবছর, জিজি হাদিদের তৎকালীন প্রেমিক জায়ান মালিকের বিরুদ্ধে চারটি হয়রানি অভিযোগ তোলেন ইয়োলান্ডা।

জিজি হাদিদ আরও বলেন, ‘নিজেদের প্রতি সর্বোচ্চ সম্মান রেখে খাইকে একসঙ্গে বড় করতে চাই আমি আর জায়ান। শুধু আমরা একটা সন্তানের বাবা–মা এ জন্য নয়, আমরা যে একসঙ্গে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি সে জন্যও নিজেদের প্রতি সম্মান রাখা জরুরি। পাশাপাশি ওই সময়গুলোর প্রতিও সম্মান রাখা জরুরি।’

এর আগে ২০২৩ সালের জুলাইয়ে একটি সাক্ষাৎকারে জায়ানও একই মনোভাবের কথা বলেন। জায়ান বলেন, ‘আমার জীবনে সবচেয়ে মূল্যবান বিষয় হলো সময়। আমি এটা এমন বিষয়ের পেছনে নষ্ট করতে চাই না যেখানে আমার নিজেকে বারবার ব্যাখ্যা করতে হবে। আমি জানতাম পরিস্থিতি কী ছিল, যারা জড়িত ছিল তারাও জানত। এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’

উল্লেখ্য, জায়ান মালিকের সঙ্গে বিচ্ছেদের পর অস্কারজয়ী হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিওর সঙ্গে একাধিকবার ক্যামেরাবন্দী হয়েছেন জিজি হাদিদ। অবশ্য তিনি কখনোই সে সম্পর্কের কথা স্বীকার করেননি। বর্তমানে আরেক হলিউড অভিনেতা ব্র্যাডলি কুপারের সঙ্গে সম্পর্কে রয়েছেন জিজি। এই সম্পর্ক অবশ্য প্রকাশ্য। এই সম্পর্কে খুব সুখেই আছেন বলে সম্প্রতি ভোগ ম্যাগাজিনকে জানিয়েছেন জিজি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত