বিনোদন ডেস্ক
গত কয়েকটা বছর কঠিন সময় পার করেছেন হলিউড অভিনেতা জনি ডেপ। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে চলছিল আইনি জটিলতা। তার প্রভাব দেখা গেছে অভিনয়েও। আলোচিত সেই মামলা থেকে রেহাই পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন জনি ডেপ। ভক্তরাও অপেক্ষায় প্রিয় অভিনেতাকে হলিউড সিনেমায় দেখার। এবার শেষ হতে চলেছে সেই অপেক্ষার পালা। নতুন করে সিনেমায় ফিরছেন জনি ডেপ। অভিনয় করছেন মার্ক ওয়েব পরিচালিত ‘ডে ড্রিঙ্কার’-এ। অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি লড়াইয়ের পর এটিই হতে যাচ্ছে হলিউডে জনির প্রথম সিনেমা।
গত সোমবার প্রযোজনা প্রতিষ্ঠান লায়নসগেটের ফেসবুক পেজে ডে ড্রিঙ্কার সিনেমায় জনি ডেপের ফার্স্টলুক প্রকাশ করা হয়। ছবিতে জনিকে দেখা গেছে ধূসর চুল, নীল চোখ ও হালকা লম্বা রুপালি দাড়িতে! তিনি গাঢ় নীল স্যুট পরে হাতে এক গ্লাস পানীয় নিয়ে পোজ দিয়েছেন।
এ দিন জনি ডেপের লুকের পাশাপাশি সিনেমার অন্য কাস্টিংয়ের নামও প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়েছে পেনেলোপে ক্রুজ, মানু রিওস, ম্যাডেলিন ক্লাইনসহ আরও বেশ কয়েকজন তারকার নাম।
ডে ড্রিঙ্কার সিনেমার কাহিনি গড়ে উঠেছে এক প্রাইভেট ইয়টের বারটেন্ডারকে (ম্যাডেলিন ক্লাইন) কেন্দ্র করে, যার সঙ্গে দেখা হয় ইয়টের এক রহস্যময় অতিথির (জনি ডেপ) সঙ্গে। তাদের মধ্যে তৈরি হয় জটিল সংযোগ, যা ধীরে ধীরে অপরাধজগতের এক নারীর (পেনেলোপে ক্রুজ) সঙ্গে জড়িয়ে পড়ে। এছাড়াও রয়েছে, দৃষ্টিপ্রতিবন্ধী একটি চরিত্র। দৃষ্টি ফিরে পাওয়ার পর সে বুঝতে পারে, তার সঙ্গে প্রতারণা করা হচ্ছে। বর্তমানে স্পেনে চলছে সিনেমার শুটিং। আগামী বছর সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে।
গত কয়েকটা বছর কঠিন সময় পার করেছেন হলিউড অভিনেতা জনি ডেপ। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে চলছিল আইনি জটিলতা। তার প্রভাব দেখা গেছে অভিনয়েও। আলোচিত সেই মামলা থেকে রেহাই পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন জনি ডেপ। ভক্তরাও অপেক্ষায় প্রিয় অভিনেতাকে হলিউড সিনেমায় দেখার। এবার শেষ হতে চলেছে সেই অপেক্ষার পালা। নতুন করে সিনেমায় ফিরছেন জনি ডেপ। অভিনয় করছেন মার্ক ওয়েব পরিচালিত ‘ডে ড্রিঙ্কার’-এ। অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি লড়াইয়ের পর এটিই হতে যাচ্ছে হলিউডে জনির প্রথম সিনেমা।
গত সোমবার প্রযোজনা প্রতিষ্ঠান লায়নসগেটের ফেসবুক পেজে ডে ড্রিঙ্কার সিনেমায় জনি ডেপের ফার্স্টলুক প্রকাশ করা হয়। ছবিতে জনিকে দেখা গেছে ধূসর চুল, নীল চোখ ও হালকা লম্বা রুপালি দাড়িতে! তিনি গাঢ় নীল স্যুট পরে হাতে এক গ্লাস পানীয় নিয়ে পোজ দিয়েছেন।
এ দিন জনি ডেপের লুকের পাশাপাশি সিনেমার অন্য কাস্টিংয়ের নামও প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়েছে পেনেলোপে ক্রুজ, মানু রিওস, ম্যাডেলিন ক্লাইনসহ আরও বেশ কয়েকজন তারকার নাম।
ডে ড্রিঙ্কার সিনেমার কাহিনি গড়ে উঠেছে এক প্রাইভেট ইয়টের বারটেন্ডারকে (ম্যাডেলিন ক্লাইন) কেন্দ্র করে, যার সঙ্গে দেখা হয় ইয়টের এক রহস্যময় অতিথির (জনি ডেপ) সঙ্গে। তাদের মধ্যে তৈরি হয় জটিল সংযোগ, যা ধীরে ধীরে অপরাধজগতের এক নারীর (পেনেলোপে ক্রুজ) সঙ্গে জড়িয়ে পড়ে। এছাড়াও রয়েছে, দৃষ্টিপ্রতিবন্ধী একটি চরিত্র। দৃষ্টি ফিরে পাওয়ার পর সে বুঝতে পারে, তার সঙ্গে প্রতারণা করা হচ্ছে। বর্তমানে স্পেনে চলছে সিনেমার শুটিং। আগামী বছর সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে।
কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল কোরবানির ঈদে ‘নীলচক্র’ সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন আরিফিন শুভ। অবশেষে সেই খবর নিশ্চিত করলেন পরিচালক মিঠু খান। গতকাল আজকের পত্রিকাকে তিনি জানান, কোরবানির ঈদেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নীলচক্র।
৫ ঘণ্টা আগেএকসময় ভারতীয় শোবিজে নিয়মিত অংশগ্রহণ ছিল পাকিস্তানি শিল্পীদের। অভিনয় থেকে গান—সব ক্ষেত্রে পাওয়া যেত তাঁদের। তবে ২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের শিল্পীদের ওপর ভারতে নিষেধাজ্ঞা জারি হয়। ২০২৩ সালে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ভারতে স্বাভাবিক হতে শুরু করে...
৫ ঘণ্টা আগে১ মে মহান মে দিবস ও ৫ মে কার্ল মার্ক্সের ২০৮তম জন্মদিন। এ উপলক্ষে ঢাকার মঞ্চে টানা তিন দিন নাট্য সংগঠন বটতলা ও যাত্রিকের যৌথ প্রযোজনা ‘মার্ক্স ইন সোহো’ নাটকের তিনটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ১ থেকে ৩ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে মার্ক্স...
৫ ঘণ্টা আগেকান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে জায়গা পেল বাংলাদেশ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিল আদনান আল রাজীব পরিচালিত সিনেমা ‘আলী’। কানের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়ার ঘটনা এটাই প্রথম।
১৬ ঘণ্টা আগে