
এ বছর বাফটায় ফ্লোরিয়ান জেলার পরিচালিত ‘দ্য ফাদার’ ছিল সবচেয়ে আলোচিত। ছবিতে চোখধাঁধানো অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন অ্যান্থনি হপকিন্স। এছাড়াও চলতি বছরের অস্কারে সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা সহ-অভিনেত্রী, সেরা চিত্রনাট্য’র মতন একাধিক বিভাগে মনোনয়ন পেয়েছে এই ছবি। এবার আসতে চলেছে এই বহুল আলোচিত ছবি ‘দ্য ফাদার’ এর সিক্যুয়েল ‘দ্য সন’। মূল চরিত্রে দেখা যাবে হিউ জ্যাকম্যান ও লরা ডার্নকে। ‘দ্য সন’ এর পরিচালনার দায়িত্বে থাকবেন ফ্লোরিয়ান জেলারই। নিজের পরিচালিত বিখ্যাত নাটকের গল্প থেকেই এই ছবির চিত্রনাট্য লিখেছেন জেলার ও ক্রিস্টোফার হ্যাম্পটন।
‘দ্য ফাদার’ ছবিতে যেমন দেখা গিয়েছিল অ্যালজাইমা রোগের সঙ্গে অবিরাম লড়াই করে চলা এক বৃদ্ধের গল্প, তেমনই ‘দ্য সন’ ছবির গল্প ঘোরাফেরা করবে কৈশোর বয়সের ডিপ্রেশন বা হতাশার বিভিন্ন খুঁটিনাটি দিকগুলো। ‘দ্য সন’ গল্প বলবে এক বাবা ও ছেলের সম্পের্কেরও। ছবিতে দেখা যাবে পিটার (হিউ জ্যাকম্যান) ও তাঁর নতুন সঙ্গী এমা এবং সন্তানের জীবন হঠাৎ বদলে যায়, যখন পিটারের জীবনে হাজির হয় তাঁর সাবেক স্ত্রী কেট (লরা ডার্ন)। সঙ্গে পিটারের প্রথম পক্ষের ছেলে নিকোলাস। কীভাবে চূড়ান্ত ডিপ্রেশন ও মানসিক অস্থিরতায় জর্জরিত নিকোলাসকে তাঁর বাবা সুস্থ করে তুলতে চায় তাই নিয়েই আগাবে ছবির গল্প। তবে নিকোলাসের প্রভাবে কীভাবে পিটারের নতুন সংসার ভাঙতে বসে, কিভাবেই বা পিটার সেইসব সামলে ওঠে, ‘দ্য সন’ এ দর্শকরা সাক্ষী থাকবে তারও।
ছবির পরিচালকের মতে, ‘দ্য সন’ ডিপ্রেশনের ব্যাপারে সচেতনতার কথা বলার পাশাপাশি বলবে বাবা-ছেলের সম্পর্কের এক চিরন্তন গল্প।

এ বছর বাফটায় ফ্লোরিয়ান জেলার পরিচালিত ‘দ্য ফাদার’ ছিল সবচেয়ে আলোচিত। ছবিতে চোখধাঁধানো অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন অ্যান্থনি হপকিন্স। এছাড়াও চলতি বছরের অস্কারে সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা সহ-অভিনেত্রী, সেরা চিত্রনাট্য’র মতন একাধিক বিভাগে মনোনয়ন পেয়েছে এই ছবি। এবার আসতে চলেছে এই বহুল আলোচিত ছবি ‘দ্য ফাদার’ এর সিক্যুয়েল ‘দ্য সন’। মূল চরিত্রে দেখা যাবে হিউ জ্যাকম্যান ও লরা ডার্নকে। ‘দ্য সন’ এর পরিচালনার দায়িত্বে থাকবেন ফ্লোরিয়ান জেলারই। নিজের পরিচালিত বিখ্যাত নাটকের গল্প থেকেই এই ছবির চিত্রনাট্য লিখেছেন জেলার ও ক্রিস্টোফার হ্যাম্পটন।
‘দ্য ফাদার’ ছবিতে যেমন দেখা গিয়েছিল অ্যালজাইমা রোগের সঙ্গে অবিরাম লড়াই করে চলা এক বৃদ্ধের গল্প, তেমনই ‘দ্য সন’ ছবির গল্প ঘোরাফেরা করবে কৈশোর বয়সের ডিপ্রেশন বা হতাশার বিভিন্ন খুঁটিনাটি দিকগুলো। ‘দ্য সন’ গল্প বলবে এক বাবা ও ছেলের সম্পের্কেরও। ছবিতে দেখা যাবে পিটার (হিউ জ্যাকম্যান) ও তাঁর নতুন সঙ্গী এমা এবং সন্তানের জীবন হঠাৎ বদলে যায়, যখন পিটারের জীবনে হাজির হয় তাঁর সাবেক স্ত্রী কেট (লরা ডার্ন)। সঙ্গে পিটারের প্রথম পক্ষের ছেলে নিকোলাস। কীভাবে চূড়ান্ত ডিপ্রেশন ও মানসিক অস্থিরতায় জর্জরিত নিকোলাসকে তাঁর বাবা সুস্থ করে তুলতে চায় তাই নিয়েই আগাবে ছবির গল্প। তবে নিকোলাসের প্রভাবে কীভাবে পিটারের নতুন সংসার ভাঙতে বসে, কিভাবেই বা পিটার সেইসব সামলে ওঠে, ‘দ্য সন’ এ দর্শকরা সাক্ষী থাকবে তারও।
ছবির পরিচালকের মতে, ‘দ্য সন’ ডিপ্রেশনের ব্যাপারে সচেতনতার কথা বলার পাশাপাশি বলবে বাবা-ছেলের সম্পর্কের এক চিরন্তন গল্প।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১৫ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৫ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১৫ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১৭ ঘণ্টা আগে