
ঢাকা: নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘মানি হেইস্ট’-এর পঞ্চম এবং শেষ সিজনের অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। প্রোডাকশনের কাজ শেষের পথে। ‘মানি হেইস্ট’-এ জনপ্রিয় ‘প্রফেসর’ চরিত্রে অভিনয় করেছেন আলভারো মর্তে। আলোচিত এই চরিত্রটিকে এবার বিদায় জানালেন অভিনেতা।
ইনস্টাগ্রামে আলভারো মর্তে একটি ভিডিও শেয়ার করেছেন। তাকে গাড়িতে বসে থাকতে দেখা গেছে। ‘মানি হেইস্ট’-এর শুটিং সেটকে চূড়ান্ত বিদায় জানিয়ে ফেরার পথে করা সেই ভিডিওতে অভিনেতা কিছু না বললেও তার অভিব্যক্তি এবং ফিরে তাকানোই বলে দিয়েছে সব কিছু।
ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘শেষবারের মতো সেট ছাড়ছি, কোনো শব্দের প্রয়োজন নেই। এত কিছু এবং সব কিছুর জন্য ধন্যবাদ। ভক্তদেরকে, পুরো টিমকে, নেটফ্লিক্স এবং প্রফেসরের সঙ্গে কাটানো ভাল সময়গুলোকে মিস করবো।’
আলভারো মর্তের এই পোস্ট ভরে গেছে ভক্তদের প্রতিক্রিয়ায়। ‘মানি হেইস্ট’র অন্য তারকারাও জানিয়েছেন তাঁদের অনুভূতির কথা। ‘মানি হেইস্ট’-এর চতুর্থ সিজন এসেছিল গত বছরের এপ্রিলে। তুমুল জনপ্রিয়তা পেয়েছে চতুর্থ সিজনটি।
‘মানি হেইস্ট’ গ্যাংটির ভাগ্যে কী আছে, তা নিয়ে জল্পনাকল্পনা শুরু করেছে ভক্তরা। ‘বিশেষ করে চতুর্থ সিজনে ক্লিফ হ্যাঙ্গার প্রফেসরের আস্তানাটি পুলিশ চিনিয়ে দেয়ার পর কী হবে তা জানতে উদগ্রীব হয়ে আছে ভক্তরা।
আলভারো মর্তে আভাস দিয়েছেন, ‘প্রফেসর’ চরিত্রটি হয়তো আবার তার আগের জীবনের একাকীত্বে ফিরে যাবেন। তবে আগেই কিছু নিশ্চিতভাবে অনুমান করা যাচ্ছে না। পঞ্চম সিজন মুক্তি পেলেই সব প্রশ্নের উত্তর মিলবে।

ঢাকা: নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘মানি হেইস্ট’-এর পঞ্চম এবং শেষ সিজনের অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। প্রোডাকশনের কাজ শেষের পথে। ‘মানি হেইস্ট’-এ জনপ্রিয় ‘প্রফেসর’ চরিত্রে অভিনয় করেছেন আলভারো মর্তে। আলোচিত এই চরিত্রটিকে এবার বিদায় জানালেন অভিনেতা।
ইনস্টাগ্রামে আলভারো মর্তে একটি ভিডিও শেয়ার করেছেন। তাকে গাড়িতে বসে থাকতে দেখা গেছে। ‘মানি হেইস্ট’-এর শুটিং সেটকে চূড়ান্ত বিদায় জানিয়ে ফেরার পথে করা সেই ভিডিওতে অভিনেতা কিছু না বললেও তার অভিব্যক্তি এবং ফিরে তাকানোই বলে দিয়েছে সব কিছু।
ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘শেষবারের মতো সেট ছাড়ছি, কোনো শব্দের প্রয়োজন নেই। এত কিছু এবং সব কিছুর জন্য ধন্যবাদ। ভক্তদেরকে, পুরো টিমকে, নেটফ্লিক্স এবং প্রফেসরের সঙ্গে কাটানো ভাল সময়গুলোকে মিস করবো।’
আলভারো মর্তের এই পোস্ট ভরে গেছে ভক্তদের প্রতিক্রিয়ায়। ‘মানি হেইস্ট’র অন্য তারকারাও জানিয়েছেন তাঁদের অনুভূতির কথা। ‘মানি হেইস্ট’-এর চতুর্থ সিজন এসেছিল গত বছরের এপ্রিলে। তুমুল জনপ্রিয়তা পেয়েছে চতুর্থ সিজনটি।
‘মানি হেইস্ট’ গ্যাংটির ভাগ্যে কী আছে, তা নিয়ে জল্পনাকল্পনা শুরু করেছে ভক্তরা। ‘বিশেষ করে চতুর্থ সিজনে ক্লিফ হ্যাঙ্গার প্রফেসরের আস্তানাটি পুলিশ চিনিয়ে দেয়ার পর কী হবে তা জানতে উদগ্রীব হয়ে আছে ভক্তরা।
আলভারো মর্তে আভাস দিয়েছেন, ‘প্রফেসর’ চরিত্রটি হয়তো আবার তার আগের জীবনের একাকীত্বে ফিরে যাবেন। তবে আগেই কিছু নিশ্চিতভাবে অনুমান করা যাচ্ছে না। পঞ্চম সিজন মুক্তি পেলেই সব প্রশ্নের উত্তর মিলবে।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১১ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১১ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১১ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১১ ঘণ্টা আগে