
এবারের অস্কার-মঞ্চে কৌতুকাভিনেতা ক্রিস রককে চড় মারায় অস্কারে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে অভিনেতা উইল স্মিথকে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, একাডেমির এমন সিদ্ধান্ত মেনে নিয়েছেন অভিনেতা। উইল স্মিথ বলেছেন, ‘আমি একাডেমির সিদ্ধান্ত মেনে নিয়েছি এবং এই সিদ্ধান্তকে সম্মান জানাই।’
এর আগে অস্কার প্রদানকারী সংস্থা একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এক বিবৃতিতে জানিয়েছে, ৯৪তম অস্কার অনুষ্ঠানের মঞ্চে অগ্রহণযোগ্য ও খারাপ আচরণ করেছেন উইল স্মিথ। এ জন্য ৮ এপ্রিল ২০২২ থেকে পরবর্তী ১০ বছর অস্কারের আসর ও একাডেমির অন্যান্য আয়োজনে অংশ নিতে পারবেন না এই অভিনেতা। তবে এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কারজয়ী উইল স্মিথের অস্কার কেড়ে নেওয়া কিংবা পরবর্তী সময়ে মনোনয়ন দেওয়া বিষয়ে কিছু জানায়নি একাডেমি।
উল্লেখ্য, এবারের অস্কার আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন উইল স্মিথ। পুরস্কার অনুষ্ঠানে পাশে ছিলেন তাঁর স্ত্রী জাডা। ২০১৮ সালে নিজের কঠিন অসুখের কথা জানান তিনি। তাঁর সব চুল পড়ে যায়। অস্কারের মঞ্চে জাডার চুল নিয়ে রসিকতা করেন সঞ্চালক কৌতুক অভিনেতা ক্রিস রক। রসিকতার জবাবে রককে চড় মারেন উইল স্মিথ। পরে অবশ্য নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চান উইল।
ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করে উইল স্মিথ লেখেন, ‘ক্রিস, তোমার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইছি। আমি সীমা লঙ্ঘন করেছি, ভুল করেছি। যা করেছি, তা অন্যায় এবং তার জন্য ক্ষমাপ্রার্থী। আমি অত্যন্ত লজ্জিত। আমার চরিত্রের সঙ্গে এমন কাজ মেলে না।’
স্মিথ আরও লেখেন, ‘কৌতুক আমাদের পেশার অংশ। কিন্তু স্ত্রীর শারীরিক অসুস্থতা নিয়ে রসিকতা কোনোভাবেই মেনে নিতে পারিনি। ফলে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। তাই প্রতিক্রিয়া জানিয়েছি, যা ঠিক হয়নি।’

এবারের অস্কার-মঞ্চে কৌতুকাভিনেতা ক্রিস রককে চড় মারায় অস্কারে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে অভিনেতা উইল স্মিথকে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, একাডেমির এমন সিদ্ধান্ত মেনে নিয়েছেন অভিনেতা। উইল স্মিথ বলেছেন, ‘আমি একাডেমির সিদ্ধান্ত মেনে নিয়েছি এবং এই সিদ্ধান্তকে সম্মান জানাই।’
এর আগে অস্কার প্রদানকারী সংস্থা একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এক বিবৃতিতে জানিয়েছে, ৯৪তম অস্কার অনুষ্ঠানের মঞ্চে অগ্রহণযোগ্য ও খারাপ আচরণ করেছেন উইল স্মিথ। এ জন্য ৮ এপ্রিল ২০২২ থেকে পরবর্তী ১০ বছর অস্কারের আসর ও একাডেমির অন্যান্য আয়োজনে অংশ নিতে পারবেন না এই অভিনেতা। তবে এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কারজয়ী উইল স্মিথের অস্কার কেড়ে নেওয়া কিংবা পরবর্তী সময়ে মনোনয়ন দেওয়া বিষয়ে কিছু জানায়নি একাডেমি।
উল্লেখ্য, এবারের অস্কার আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন উইল স্মিথ। পুরস্কার অনুষ্ঠানে পাশে ছিলেন তাঁর স্ত্রী জাডা। ২০১৮ সালে নিজের কঠিন অসুখের কথা জানান তিনি। তাঁর সব চুল পড়ে যায়। অস্কারের মঞ্চে জাডার চুল নিয়ে রসিকতা করেন সঞ্চালক কৌতুক অভিনেতা ক্রিস রক। রসিকতার জবাবে রককে চড় মারেন উইল স্মিথ। পরে অবশ্য নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চান উইল।
ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করে উইল স্মিথ লেখেন, ‘ক্রিস, তোমার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইছি। আমি সীমা লঙ্ঘন করেছি, ভুল করেছি। যা করেছি, তা অন্যায় এবং তার জন্য ক্ষমাপ্রার্থী। আমি অত্যন্ত লজ্জিত। আমার চরিত্রের সঙ্গে এমন কাজ মেলে না।’
স্মিথ আরও লেখেন, ‘কৌতুক আমাদের পেশার অংশ। কিন্তু স্ত্রীর শারীরিক অসুস্থতা নিয়ে রসিকতা কোনোভাবেই মেনে নিতে পারিনি। ফলে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। তাই প্রতিক্রিয়া জানিয়েছি, যা ঠিক হয়নি।’

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
২০ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
২০ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
২০ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
২০ ঘণ্টা আগে