বিনোদন ডেস্ক

৫০ বছরের বেশি সময় ধরে হলিউড মাতাচ্ছেন মার্টিন স্করসেসি। ৮২ বছর বয়সী এই নির্মাতা এখনো সমানতালে আলো ছড়িয়ে যাচ্ছেন। ২০২৩ সালে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ বিশ্বজুড়ে আলোচিত হয়েছিল। ‘মিন স্ট্রিটস’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘রেজিং বুল’, ‘ক্যাসিনো’, ‘গুডফেলাস’, ‘কেপ ফেয়ার’, ‘গ্যাংস অব নিউইয়র্ক’, ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’, ‘দ্য আইরিশম্যান’সহ অনেক আলোচিত সিনেমার নির্মাতা মার্টিন স্করসেসিকে নিয়ে পাঁচ পর্বের তথ্যচিত্র বানিয়েছে অ্যাপল টিভি প্লাস।
‘মিস্টার স্করসেসি’ নামের তথ্যচিত্র পরিচালনা করেছেন রেবেকা মিলার। এতে উঠে এসেছে চলচ্চিত্র নিয়ে মার্টিন স্করসেসির স্বপ্নের কথা, তাঁর পরিবার ও ব্যক্তিজীবনের কথা, সিনেমা নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি, কীভাবে দশকের পর দশক ধরে হলিউডে নিজের প্রভাব ধরে রেখেছেন স্করসেসি—খোঁজা হয়েছে সেসব কারণও।
তথ্যচিত্রে মার্টিন স্করসেসির অপ্রকাশিত অনেক ফুটেজ স্থান পেয়েছে। রয়েছে তাঁর সাক্ষাৎকার, শুটিংয়ের নেপথ্যের গল্প, তাঁর পরিবার, পুরোনো বন্ধু এবং বিভিন্ন হলিউড তারকার মতামত। রবার্ট ডি নিরো, ড্যানিয়েল ডে-লুইস, লিওনার্দো ডিক্যাপ্রিও, মিক জ্যাগার, রবি রবার্টসন, স্টিভেন স্পিলবার্গ, শ্যারন স্টোন, জোডি ফস্টার, মার্গো রবি, স্পাইক লি, কেট ব্ল্যানচেটসহ অনেকে কথা বলেছেন কালজয়ী এই নির্মাতাকে নিয়ে।
সম্প্রতি মিস্টার স্করসেসি তথ্যচিত্রের ট্রেলার প্রকাশ করেছে অ্যাপল টিভি প্লাস। তাতে মনিটরের সামনে বসে থাকতে দেখা যায় মার্টিন স্করসেসিকে। একের পর এক আসতে থাকে তাঁর ছোটবেলা, যুবকবেলা, শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন, শুটিংয়ের সময়কার ক্লান্ত-বিধ্বস্ত-চিন্তিত স্করসেসি, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘রেজিং বুল’সহ বিভিন্ন সিনেমার ফুটেজ।
আর নেপথ্যে ভেসে আসে স্করসেসির কণ্ঠ, ‘আমরা কারা? আমরা কি ভেতর থেকে ভালো, না খারাপ? এটা খোঁজাই সংগ্রাম। আমি সব সময় এটার সঙ্গেই সংগ্রাম করি। আমরা কোথায় যাচ্ছি আসলে? কোন গল্পটা বলতে চাই? আমি জানতাম, সিনেমার মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করতে পারব। কিন্তু আমাকে নিজের পথ খুঁজে নিতে হবে।’
৪ অক্টোবর দুপুর ১২টায় (বাংলাদেশ সময় আজ) প্রায় পাঁচ ঘণ্টার এই তথ্যচিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে। প্রদর্শনীর পরদিন তথ্যচিত্রটি নিয়ে এই উৎসবে কথা বলবেন নির্মাতা রেবেকা মিলার। ১৭ অক্টোবর অ্যাপল টিভি প্লাসে মুক্তি পাবে মিস্টার স্করসেসি।

৫০ বছরের বেশি সময় ধরে হলিউড মাতাচ্ছেন মার্টিন স্করসেসি। ৮২ বছর বয়সী এই নির্মাতা এখনো সমানতালে আলো ছড়িয়ে যাচ্ছেন। ২০২৩ সালে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ বিশ্বজুড়ে আলোচিত হয়েছিল। ‘মিন স্ট্রিটস’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘রেজিং বুল’, ‘ক্যাসিনো’, ‘গুডফেলাস’, ‘কেপ ফেয়ার’, ‘গ্যাংস অব নিউইয়র্ক’, ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’, ‘দ্য আইরিশম্যান’সহ অনেক আলোচিত সিনেমার নির্মাতা মার্টিন স্করসেসিকে নিয়ে পাঁচ পর্বের তথ্যচিত্র বানিয়েছে অ্যাপল টিভি প্লাস।
‘মিস্টার স্করসেসি’ নামের তথ্যচিত্র পরিচালনা করেছেন রেবেকা মিলার। এতে উঠে এসেছে চলচ্চিত্র নিয়ে মার্টিন স্করসেসির স্বপ্নের কথা, তাঁর পরিবার ও ব্যক্তিজীবনের কথা, সিনেমা নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি, কীভাবে দশকের পর দশক ধরে হলিউডে নিজের প্রভাব ধরে রেখেছেন স্করসেসি—খোঁজা হয়েছে সেসব কারণও।
তথ্যচিত্রে মার্টিন স্করসেসির অপ্রকাশিত অনেক ফুটেজ স্থান পেয়েছে। রয়েছে তাঁর সাক্ষাৎকার, শুটিংয়ের নেপথ্যের গল্প, তাঁর পরিবার, পুরোনো বন্ধু এবং বিভিন্ন হলিউড তারকার মতামত। রবার্ট ডি নিরো, ড্যানিয়েল ডে-লুইস, লিওনার্দো ডিক্যাপ্রিও, মিক জ্যাগার, রবি রবার্টসন, স্টিভেন স্পিলবার্গ, শ্যারন স্টোন, জোডি ফস্টার, মার্গো রবি, স্পাইক লি, কেট ব্ল্যানচেটসহ অনেকে কথা বলেছেন কালজয়ী এই নির্মাতাকে নিয়ে।
সম্প্রতি মিস্টার স্করসেসি তথ্যচিত্রের ট্রেলার প্রকাশ করেছে অ্যাপল টিভি প্লাস। তাতে মনিটরের সামনে বসে থাকতে দেখা যায় মার্টিন স্করসেসিকে। একের পর এক আসতে থাকে তাঁর ছোটবেলা, যুবকবেলা, শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন, শুটিংয়ের সময়কার ক্লান্ত-বিধ্বস্ত-চিন্তিত স্করসেসি, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘রেজিং বুল’সহ বিভিন্ন সিনেমার ফুটেজ।
আর নেপথ্যে ভেসে আসে স্করসেসির কণ্ঠ, ‘আমরা কারা? আমরা কি ভেতর থেকে ভালো, না খারাপ? এটা খোঁজাই সংগ্রাম। আমি সব সময় এটার সঙ্গেই সংগ্রাম করি। আমরা কোথায় যাচ্ছি আসলে? কোন গল্পটা বলতে চাই? আমি জানতাম, সিনেমার মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করতে পারব। কিন্তু আমাকে নিজের পথ খুঁজে নিতে হবে।’
৪ অক্টোবর দুপুর ১২টায় (বাংলাদেশ সময় আজ) প্রায় পাঁচ ঘণ্টার এই তথ্যচিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে। প্রদর্শনীর পরদিন তথ্যচিত্রটি নিয়ে এই উৎসবে কথা বলবেন নির্মাতা রেবেকা মিলার। ১৭ অক্টোবর অ্যাপল টিভি প্লাসে মুক্তি পাবে মিস্টার স্করসেসি।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১ দিন আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১ দিন আগে