
শুরু হয়ে গেছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ভক্তদের উন্মাদনা। আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজির দশম ছবি ‘ফাস্ট এক্স’। সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকে রীতিমতো হইচই পড়ে যায় বিশ্বজুড়ে, একই দিনে বাংলাদেশে মুক্তি পাবে বলে এর ছোঁয়া লেগেছে বাংলাদেশেও।
বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পাবে আলোচিত সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন ‘ক্ল্যাশ অব দ্য টাইটানস’ এবং ‘দি ইনক্রেডিবল হাল্ক’ খ্যাত নির্মাতা লুই লেটারিয়ার। অভিনয় করেছেন–মিশেল রদ্রিগেজ, টাইরেস গিবসন, ক্রিস লুডাক্রিস ব্রিজস, নাথালি এমানুয়েল, জর্দানা ব্রুস্টার, সুং ক্যাং, জেসন স্ট্যাথাম, জন সিনা স্কট ইস্টউড, অস্কার বিজয়ী হেলেন মিরেন ও চার্লিজ থেরন প্রমুখ।
পুরোনো চরিত্রগুলোকে ফিরিয়ে আনার মাধ্যমে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ আরও বেশি আকর্ষণীয় করার চেষ্টা করছেন নির্মাতারা। ‘ফাস্ট এক্স’ সিনেমায় এই ফ্র্যাঞ্চাইজির ফিরে আসা অভিনেতাদের মধ্যে রয়েছে–হেলেন মিরেন, জন সিনা, চার্লিজ থেরন ও জেসন স্ট্যাথাম। পুরোনো এ তারকাদের সঙ্গে যোগ দিচ্ছেন নবাগত জেসন মোমোয়া এবং ব্রি লারসেন।
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির এখন পর্যন্ত ৯টি সিনেমা মুক্তি পেয়েছে। এই ৯টি পর্বে সিরিজের অনেক চরিত্র বিভিন্ন ঘটনায় হারিয়ে গিয়েছিল। দশম পর্বের মাধ্যমে সেই চরিত্রগুলো আবারও ফিরিয়ে আনছেন নির্মাতারা। ‘ফাস্ট এক্স’ ট্রেলারে ‘অ্যাভেঞ্জার্স: অ্যান্ড গেম’ সিনেমার মতো ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির স্মৃতি ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন নির্মাতারা।
প্রকাশিত ট্রেলারে ‘ফাস্ট ফাইভ’ সিনেমার একটি দৃশ্যে পঞ্চম পর্বে ব্রাজিলের মাদক মাফিয়া হার্নান রেযয়েসের ভোল্ট ছিনতাইয়ের সময় সেখানে দান্তেকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ ছাড়া সেটি উদ্ধারের জন্য ডম ও ব্রায়ানকে ধাওয়াও করেছিলেন মামোয়া। কিন্তু শেষ পর্যন্ত পানিতে পড়ে গিয়ে প্রাণে বেঁচে যায় দান্তে। আর এখান থেকেই নিজের পরিবারের ক্ষতির প্রতিশোধ নিতে ডমের পরিবারকে ধ্বংস করার মিশনে নামে দান্তে। এ ছাড়া ট্রেলারে সিনেমাটির আরও কয়েকটি পর্বের অ্যাকশনের পুনরাবৃত্তি দেখা গেছে।
উল্লেখ্য, ফাস্ট এক্সের পর আরেকটি সিনেমা নির্মিত হবে, যেটি হতে যাচ্ছে এ ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা–এমনটাই জানিয়েছেন নির্মাতারা। শেষ কিস্তিটি আরও বিস্তৃত করার জন্য দুটি ভাগে ভাগ করা হবে, যা সিনেমার গল্পকে একটি সন্তোষজনক সমাপ্তির দিকে নিয়ে যাবে। ফ্র্যাঞ্চাইজির মূল তারকা ভিন ডিজেল, টাইরেস গিবসন, লুডাক্রিস, সুং ক্যাং, মিশেল রদ্রিগেজ এবং শার্লিজ থেরন পুনরায় পর্দায় আসবেন। তবে ভক্তদের জন্য দুঃখের বিষয় হচ্ছে, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ এই পর্বে থাকছেন না রক খ্যাত ডোয়াইন জনসন।

শুরু হয়ে গেছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ভক্তদের উন্মাদনা। আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজির দশম ছবি ‘ফাস্ট এক্স’। সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকে রীতিমতো হইচই পড়ে যায় বিশ্বজুড়ে, একই দিনে বাংলাদেশে মুক্তি পাবে বলে এর ছোঁয়া লেগেছে বাংলাদেশেও।
বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পাবে আলোচিত সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন ‘ক্ল্যাশ অব দ্য টাইটানস’ এবং ‘দি ইনক্রেডিবল হাল্ক’ খ্যাত নির্মাতা লুই লেটারিয়ার। অভিনয় করেছেন–মিশেল রদ্রিগেজ, টাইরেস গিবসন, ক্রিস লুডাক্রিস ব্রিজস, নাথালি এমানুয়েল, জর্দানা ব্রুস্টার, সুং ক্যাং, জেসন স্ট্যাথাম, জন সিনা স্কট ইস্টউড, অস্কার বিজয়ী হেলেন মিরেন ও চার্লিজ থেরন প্রমুখ।
পুরোনো চরিত্রগুলোকে ফিরিয়ে আনার মাধ্যমে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ আরও বেশি আকর্ষণীয় করার চেষ্টা করছেন নির্মাতারা। ‘ফাস্ট এক্স’ সিনেমায় এই ফ্র্যাঞ্চাইজির ফিরে আসা অভিনেতাদের মধ্যে রয়েছে–হেলেন মিরেন, জন সিনা, চার্লিজ থেরন ও জেসন স্ট্যাথাম। পুরোনো এ তারকাদের সঙ্গে যোগ দিচ্ছেন নবাগত জেসন মোমোয়া এবং ব্রি লারসেন।
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির এখন পর্যন্ত ৯টি সিনেমা মুক্তি পেয়েছে। এই ৯টি পর্বে সিরিজের অনেক চরিত্র বিভিন্ন ঘটনায় হারিয়ে গিয়েছিল। দশম পর্বের মাধ্যমে সেই চরিত্রগুলো আবারও ফিরিয়ে আনছেন নির্মাতারা। ‘ফাস্ট এক্স’ ট্রেলারে ‘অ্যাভেঞ্জার্স: অ্যান্ড গেম’ সিনেমার মতো ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির স্মৃতি ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন নির্মাতারা।
প্রকাশিত ট্রেলারে ‘ফাস্ট ফাইভ’ সিনেমার একটি দৃশ্যে পঞ্চম পর্বে ব্রাজিলের মাদক মাফিয়া হার্নান রেযয়েসের ভোল্ট ছিনতাইয়ের সময় সেখানে দান্তেকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ ছাড়া সেটি উদ্ধারের জন্য ডম ও ব্রায়ানকে ধাওয়াও করেছিলেন মামোয়া। কিন্তু শেষ পর্যন্ত পানিতে পড়ে গিয়ে প্রাণে বেঁচে যায় দান্তে। আর এখান থেকেই নিজের পরিবারের ক্ষতির প্রতিশোধ নিতে ডমের পরিবারকে ধ্বংস করার মিশনে নামে দান্তে। এ ছাড়া ট্রেলারে সিনেমাটির আরও কয়েকটি পর্বের অ্যাকশনের পুনরাবৃত্তি দেখা গেছে।
উল্লেখ্য, ফাস্ট এক্সের পর আরেকটি সিনেমা নির্মিত হবে, যেটি হতে যাচ্ছে এ ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা–এমনটাই জানিয়েছেন নির্মাতারা। শেষ কিস্তিটি আরও বিস্তৃত করার জন্য দুটি ভাগে ভাগ করা হবে, যা সিনেমার গল্পকে একটি সন্তোষজনক সমাপ্তির দিকে নিয়ে যাবে। ফ্র্যাঞ্চাইজির মূল তারকা ভিন ডিজেল, টাইরেস গিবসন, লুডাক্রিস, সুং ক্যাং, মিশেল রদ্রিগেজ এবং শার্লিজ থেরন পুনরায় পর্দায় আসবেন। তবে ভক্তদের জন্য দুঃখের বিষয় হচ্ছে, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ এই পর্বে থাকছেন না রক খ্যাত ডোয়াইন জনসন।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই নতুন বছরে সুখে থাকুক, দেশে শান্তি ফিরে আসুক। খুব করে চাই, দেশের অবস্থা যেন স্বাভাবিক হয়। আমরা সাধারণ মানুষ যেন নিরাপদ জীবন যাপন করতে পারি। ব্যক্তিজীবনে খুব শান্তিপূর্ণ জীবন যাপন করি। এটা সম্ভব হয়েছে আমার পরিবার এবং আশপাশের মানুষদের জন্য।
৭ ঘণ্টা আগে
ছেলের অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে কানাডায় আছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সেখান থেকেই নিয়মিত গান করছেন তিনি। নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীর জন্য গান লিখছেন, সুর করছেন। এবার তিনি সুর করলেন মৌমিতা বড়ুয়ার একটি গানের। শিরোনাম ‘তোমায় রেখেছিলাম এগিয়ে’।
৭ ঘণ্টা আগে
আজ বছরের প্রথম দিন মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। গ্রামের দুই পরিবারের বৈরিতার গল্পে ধারাবাহিকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। রচনা করেছেন বৃন্দাবন দাস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি...
৭ ঘণ্টা আগে
হলিউডের জন্য ২০২৬ সালটি হতে চলেছে একটি সমৃদ্ধ বছর। হরর, অ্যানিমেশন, সুপারহিরো, অ্যাকশন, ঐতিহাসিক—নানা জনরার সিনেমা মুক্তি পাবে হলিউডে। যারা ভৌতিক গল্পের ভক্ত, তাদের জন্য যেমন রয়েছে ‘স্ক্রিম ৭’, ‘রেডি অর নট ২’, ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার: দ্য বোন টেম্পল’-এর মতো সিনেমা, তেমনি রোমান্টিক গল্পের...
৭ ঘণ্টা আগে