Ajker Patrika

বাড়িতে ঢুকে অভিনেতা চার্লি শিনকে গলা টিপে হত্যার চেষ্টা প্রতিবেশীর 

বাড়িতে ঢুকে অভিনেতা চার্লি শিনকে গলা টিপে হত্যার চেষ্টা প্রতিবেশীর 

অভিনেতা চার্লি শিনকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, হলিউড অভিনেতার বাড়িতে ঢুকে এক প্রতিবেশী তাঁর ওপর এই হামলা চালায়, অভিনেতাকে গলা টিপে হত্যার চেষ্টা করা হয়। ঘটনায় অভিনেতা চার্লি শিনের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিনেতার পক্ষ থেকে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগে ফোন করা হলে তৎক্ষণাৎই ব্যবস্থা নেওয়া হয়।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, ওই প্রতিবেশী মহিলা জোর করে চার্লি শিনের বাড়িতে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে অভিনেতার ওপর হঠাৎ আক্রমণ করে বসে। অভিনেতার শার্ট ছিঁড়ে তাঁকে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়। এমনি ধারালো অস্ত্র দিয়ে চার্লির শরীরে আঘাতও করা হয়।

তবে এই প্রথম নয়, জানা গেছে ওই নারীর সঙ্গে আগেও নাকি অভিনেতা চার্লি শিনের সমস্যা তৈরি হয়েছিল। ঘটনার কিছুদিন আগে অভিনেতার বাড়ির সামনে আবর্জনা ফেলেছিলেন ওই প্রতিবেশী। একবার চার্লির গাড়িতে তরল কিছু স্প্রে করেছিলেন তিনি।

প্রসঙ্গত, ২০০৩ সালে জনপ্রিয় সিটকম ‘টু অ্যান্ড আ হাফ ম্যান’–এ চার্লি হার্পারের ভূমিকায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি। অভিনয়ের পাশাপাশি অ্যালকোহল, মাদক সেবন, বৈবাহিক সমস্যার জেরেও একাধিকবার শিরোনামে উঠে এসেছেন অভিনেতা চার্লি শিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত