
হলিউডের অন্যতম দুই বড় তারকা আবার একসঙ্গে কাজে ফিরেছেন। ১৬ বছর পর ফের একসঙ্গে দেখা যাবে ব্র্যাড পিট আর জর্জ ক্লুনিকে। জন ওয়াটস পরিচালিত অ্যাকশন-কমেডি সিনেমা ‘উলভস’-এ দেখা যাবে তাঁদের। চলতি বছরের সেপ্টেম্বরের শেষে মুক্তি পাবে সিনেমাটি।
দুই সুপারস্টারকে একসঙ্গে নিয়ে সিনেমার ট্রেলার সামনে আসতেই বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উন্মাদনা। সোশ্যাল মিডিয়ায় একবাক্যে প্রায় সবাই সিনেমাটি দেখার জন্য অপেক্ষা শুরুর কথা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘এত দিন ধরে এ রকমই একটা রি-ইউনিয়নের অপেক্ষায় ছিলাম। ভীষণ রোমাঞ্চিত।’ অন্য একজনের মন্তব্য, ‘আমার চোখে সুপারহিরোদের মুভি তো এটাই। দুই পছন্দের তারকাকে একসঙ্গে দেখতে পাব। ভিজ্যুয়াল ট্রিট আর দারুণ একটা মুভির অপেক্ষায় রইলাম।’
সিনেমার ট্রেলারের ঝলকে দেখা গেছে, এক হত্যা রহস্য সমাধানের জন্য ফিক্সারের সাহায্য নেন এক নারী। তবে কোনো একজন নন, একসঙ্গে দুজন হাজির হন সেই কেসের সুরাহা করতে। একে অপরের সঙ্গে কাজ করার ইচ্ছা না থাকলেও প্রয়োজনের খাতিরে জর্জ ক্লুনি আর ব্র্যাড পিটকে একসঙ্গে কাজ শুরু করতে হয়। ‘লোন উলভ’ হয়ে কাজ করতে অভ্যস্ত হলেও একসঙ্গে ‘উলভস’ কীভাবে এই মৃত্যুরহস্যের সুরাহা করে, সেই খোঁজই ক্রমশ প্রকাশ্যে আসে।
দুই মেগাস্টারের পাশাপাশি অস্টিন আব্রামস, অ্যামি রায়ান, পূর্ণা জগন্নাথনের মতো অভিনেতারা রয়েছেন এই সিনেমায়। ২০০৮ সালে ‘বার্ন আফটার রিডিং’ সিনেমাতে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল ব্র্যাড পিট আর জর্জ ক্লুনিকে। তাঁর আগে ‘ওশিয়ান ইলেভেন’ এবং সেই সিনেমার সিক্যোয়েলগুলোতে একসঙ্গে কাজ করেছিলেন হলিউডের দুই মেগাস্টার।
মাঝে ব্র্যাড পিটের সঙ্গে কাজ করার প্রসঙ্গে মজা করে জর্জ বলেছিলেন, ‘প্রিটি বয়ের সঙ্গে ফের কাজ করতে পেরে ভালো লেগেছে। মাঝে অনেকটা সময় কেটে গেছে।’
এমনিতে ব্যক্তিগত জীবনে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ব্র্যাড পিটের। প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে দীর্ঘ আইনি লড়াই চলছে তাঁর, যা ক্রমশ আরও তিক্ত হয়ে উঠছে। এর মাঝেই কিছুদিন আগে ব্র্যাড-অ্যাঞ্জেলিনার মেয়ে ভিভিয়েনা তাঁর নাম থেকে ঝেড়ে ফেলেছেন পিট পদবি। গত বছর বড় মেয়ে জাহারার পর এবার আর এক মেয়েও বাবা ব্র্যাড পিটের পরিচয় ঝেড়ে ফেলে বেছে নিয়েছেন তাঁর মা অ্যাঞ্জেলিনা জোলির পরিচয়।

হলিউডের অন্যতম দুই বড় তারকা আবার একসঙ্গে কাজে ফিরেছেন। ১৬ বছর পর ফের একসঙ্গে দেখা যাবে ব্র্যাড পিট আর জর্জ ক্লুনিকে। জন ওয়াটস পরিচালিত অ্যাকশন-কমেডি সিনেমা ‘উলভস’-এ দেখা যাবে তাঁদের। চলতি বছরের সেপ্টেম্বরের শেষে মুক্তি পাবে সিনেমাটি।
দুই সুপারস্টারকে একসঙ্গে নিয়ে সিনেমার ট্রেলার সামনে আসতেই বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উন্মাদনা। সোশ্যাল মিডিয়ায় একবাক্যে প্রায় সবাই সিনেমাটি দেখার জন্য অপেক্ষা শুরুর কথা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘এত দিন ধরে এ রকমই একটা রি-ইউনিয়নের অপেক্ষায় ছিলাম। ভীষণ রোমাঞ্চিত।’ অন্য একজনের মন্তব্য, ‘আমার চোখে সুপারহিরোদের মুভি তো এটাই। দুই পছন্দের তারকাকে একসঙ্গে দেখতে পাব। ভিজ্যুয়াল ট্রিট আর দারুণ একটা মুভির অপেক্ষায় রইলাম।’
সিনেমার ট্রেলারের ঝলকে দেখা গেছে, এক হত্যা রহস্য সমাধানের জন্য ফিক্সারের সাহায্য নেন এক নারী। তবে কোনো একজন নন, একসঙ্গে দুজন হাজির হন সেই কেসের সুরাহা করতে। একে অপরের সঙ্গে কাজ করার ইচ্ছা না থাকলেও প্রয়োজনের খাতিরে জর্জ ক্লুনি আর ব্র্যাড পিটকে একসঙ্গে কাজ শুরু করতে হয়। ‘লোন উলভ’ হয়ে কাজ করতে অভ্যস্ত হলেও একসঙ্গে ‘উলভস’ কীভাবে এই মৃত্যুরহস্যের সুরাহা করে, সেই খোঁজই ক্রমশ প্রকাশ্যে আসে।
দুই মেগাস্টারের পাশাপাশি অস্টিন আব্রামস, অ্যামি রায়ান, পূর্ণা জগন্নাথনের মতো অভিনেতারা রয়েছেন এই সিনেমায়। ২০০৮ সালে ‘বার্ন আফটার রিডিং’ সিনেমাতে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল ব্র্যাড পিট আর জর্জ ক্লুনিকে। তাঁর আগে ‘ওশিয়ান ইলেভেন’ এবং সেই সিনেমার সিক্যোয়েলগুলোতে একসঙ্গে কাজ করেছিলেন হলিউডের দুই মেগাস্টার।
মাঝে ব্র্যাড পিটের সঙ্গে কাজ করার প্রসঙ্গে মজা করে জর্জ বলেছিলেন, ‘প্রিটি বয়ের সঙ্গে ফের কাজ করতে পেরে ভালো লেগেছে। মাঝে অনেকটা সময় কেটে গেছে।’
এমনিতে ব্যক্তিগত জীবনে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ব্র্যাড পিটের। প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে দীর্ঘ আইনি লড়াই চলছে তাঁর, যা ক্রমশ আরও তিক্ত হয়ে উঠছে। এর মাঝেই কিছুদিন আগে ব্র্যাড-অ্যাঞ্জেলিনার মেয়ে ভিভিয়েনা তাঁর নাম থেকে ঝেড়ে ফেলেছেন পিট পদবি। গত বছর বড় মেয়ে জাহারার পর এবার আর এক মেয়েও বাবা ব্র্যাড পিটের পরিচয় ঝেড়ে ফেলে বেছে নিয়েছেন তাঁর মা অ্যাঞ্জেলিনা জোলির পরিচয়।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৯ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৯ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৯ ঘণ্টা আগে