
বিখ্যাত ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড গুচির অন্দরের গল্প নিয়ে সিনেমা নির্মিত হচ্ছে। নাম ‘হাউস অব গুচি’। ব্রিটিশ নির্মাতা ও প্রযোজক রিডলে স্কট নির্মাণ করছেন এ সিনেমা। ইতালির মিলানে ‘হাউস অব গুচি’র শুটিং চলছে। শুটিংয়ের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। আর তা দেখেই ক্ষেপেছে গুচি পরিবার। তীব্র ভৎর্সনা জানিয়েছে তাঁরা এ সিনেমার কলাকুশলীদের বিরুদ্ধে!
ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা গুচিও গুচির বংশধর প্যাট্রিজিয়া গুচি, যিনি সম্পর্কে গুচিওর পৌত্রী, তিনি বলছেন, ‘আমরা হতাশ। মনে হচ্ছে, আমাদের পরিবারের নাম ব্যবহার করে তাঁরা সুবিধা নিতে চাচ্ছে। গুচি পরিবারের দীর্ঘদিনের ঐতিহ্য আছে। গোপনীয়তা আছে। আপনি অনেক কিছু নিয়েই কথা বলতে পারেন। কিন্তু কোথাও গিয়ে একটা সীমারেখা থাকা উচিত।’
গুচি পরিবারের প্রধান আপত্তি সিনেমার কলাকুশলী নিয়ে। বিখ্যাত আমেরিকান অভিনেতা আল পাসিনো এতে গুচিও গুচির চরিত্রে অভিনয় করেছেন। গুচি ব্র্যান্ড প্রতিষ্ঠাতার চরিত্রে আল পাচিনো, মোটেই মানতে পারছে না গুচি পরিবার। প্যাট্রিজিয়া বলছেন, ‘আমার দাদা ছিলেন খুবই সুদর্শন। বেশ লম্বা। নীল চোখ। রুচিসম্পন্ন। আল পাচিনো অতোটা লম্বা নয়। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে মোটা, খাটো, গোঁফওয়ালা, খুবই কুৎসিত! তাঁকে মোটেই গুচিও গুচির মতো দেখাচ্ছে না।’
আপত্তি আছে মার্কিন অভিনেতা জ্যারেড লেটোকে নিয়েও। তিনি অভিনয় করছেন পাওলো গুচির চরিত্রে, যিনি গুচি ব্র্যান্ড প্রতিষ্ঠাতার পৌত্র।
ব্র্যান্ডটির একসময়ের প্রধান মৌরিজিও গুচির হত্যাকান্ড ‘হাউস অব গুচি’ সিনেমার অন্যতম প্রেক্ষাপট। ১৯৯৫ সালে ইতালির মিলানে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। বলা হয়, তাঁর প্রাক্তন স্ত্রী প্যাট্রিজিয়া রেগাইনি ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা করিয়েছেন। ১৯৯৮ সালে প্যাট্রিজিয়া হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হন। পরবর্তী ১৮ বছর তাঁকে কারাবাস করতে হয়।
জীবনসঙ্গী মৌরিজিও গুচি হত্যার দায়ে গ্রেপ্তার হয়ে ২০১৬ সালে ছাড়া পান প্যাট্রিজিয়া রেগাইনি। তিনি বলছেন, ‘আমি খুবই বিরক্ত যে, লেডি গাগা আমার চরিত্রে অভিনয় করছে, অথচ আমার সঙ্গে বিষয়টি নিয়ে বিন্দুমাত্র আলোচনা করেনি।’
সংবাদমাধ্যমকে প্যাট্রিজিয়া রেগাইনি জানিয়েছেন, মুক্তি পাওয়ার পর সিনেমাটি দেখে তবেই বাকি সিদ্ধান্ত নেবে গুচি পরিবার।
সারা গে ফরডেন এর লেখা ‘দ্য হাউস অব গুচি: আ সেনসেশনাল স্টোরি অব মার্ডার, ম্যাডনেস, গ্ল্যামার অ্যান্ড গ্রিড’ বই থেকেই সিনেমাটি নির্মাণ করছেন রিডলে স্কট। আগামী ২৪ নভেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।
সূত্র: ভ্যারাইটি।

বিখ্যাত ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড গুচির অন্দরের গল্প নিয়ে সিনেমা নির্মিত হচ্ছে। নাম ‘হাউস অব গুচি’। ব্রিটিশ নির্মাতা ও প্রযোজক রিডলে স্কট নির্মাণ করছেন এ সিনেমা। ইতালির মিলানে ‘হাউস অব গুচি’র শুটিং চলছে। শুটিংয়ের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। আর তা দেখেই ক্ষেপেছে গুচি পরিবার। তীব্র ভৎর্সনা জানিয়েছে তাঁরা এ সিনেমার কলাকুশলীদের বিরুদ্ধে!
ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা গুচিও গুচির বংশধর প্যাট্রিজিয়া গুচি, যিনি সম্পর্কে গুচিওর পৌত্রী, তিনি বলছেন, ‘আমরা হতাশ। মনে হচ্ছে, আমাদের পরিবারের নাম ব্যবহার করে তাঁরা সুবিধা নিতে চাচ্ছে। গুচি পরিবারের দীর্ঘদিনের ঐতিহ্য আছে। গোপনীয়তা আছে। আপনি অনেক কিছু নিয়েই কথা বলতে পারেন। কিন্তু কোথাও গিয়ে একটা সীমারেখা থাকা উচিত।’
গুচি পরিবারের প্রধান আপত্তি সিনেমার কলাকুশলী নিয়ে। বিখ্যাত আমেরিকান অভিনেতা আল পাসিনো এতে গুচিও গুচির চরিত্রে অভিনয় করেছেন। গুচি ব্র্যান্ড প্রতিষ্ঠাতার চরিত্রে আল পাচিনো, মোটেই মানতে পারছে না গুচি পরিবার। প্যাট্রিজিয়া বলছেন, ‘আমার দাদা ছিলেন খুবই সুদর্শন। বেশ লম্বা। নীল চোখ। রুচিসম্পন্ন। আল পাচিনো অতোটা লম্বা নয়। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে মোটা, খাটো, গোঁফওয়ালা, খুবই কুৎসিত! তাঁকে মোটেই গুচিও গুচির মতো দেখাচ্ছে না।’
আপত্তি আছে মার্কিন অভিনেতা জ্যারেড লেটোকে নিয়েও। তিনি অভিনয় করছেন পাওলো গুচির চরিত্রে, যিনি গুচি ব্র্যান্ড প্রতিষ্ঠাতার পৌত্র।
ব্র্যান্ডটির একসময়ের প্রধান মৌরিজিও গুচির হত্যাকান্ড ‘হাউস অব গুচি’ সিনেমার অন্যতম প্রেক্ষাপট। ১৯৯৫ সালে ইতালির মিলানে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। বলা হয়, তাঁর প্রাক্তন স্ত্রী প্যাট্রিজিয়া রেগাইনি ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা করিয়েছেন। ১৯৯৮ সালে প্যাট্রিজিয়া হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হন। পরবর্তী ১৮ বছর তাঁকে কারাবাস করতে হয়।
জীবনসঙ্গী মৌরিজিও গুচি হত্যার দায়ে গ্রেপ্তার হয়ে ২০১৬ সালে ছাড়া পান প্যাট্রিজিয়া রেগাইনি। তিনি বলছেন, ‘আমি খুবই বিরক্ত যে, লেডি গাগা আমার চরিত্রে অভিনয় করছে, অথচ আমার সঙ্গে বিষয়টি নিয়ে বিন্দুমাত্র আলোচনা করেনি।’
সংবাদমাধ্যমকে প্যাট্রিজিয়া রেগাইনি জানিয়েছেন, মুক্তি পাওয়ার পর সিনেমাটি দেখে তবেই বাকি সিদ্ধান্ত নেবে গুচি পরিবার।
সারা গে ফরডেন এর লেখা ‘দ্য হাউস অব গুচি: আ সেনসেশনাল স্টোরি অব মার্ডার, ম্যাডনেস, গ্ল্যামার অ্যান্ড গ্রিড’ বই থেকেই সিনেমাটি নির্মাণ করছেন রিডলে স্কট। আগামী ২৪ নভেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।
সূত্র: ভ্যারাইটি।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১ দিন আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১ দিন আগে