বিনোদন ডেস্ক
বিশ্ব চলচ্চিত্রের এক বিস্ময় কোয়েন্টিন টারান্টিনো। বেশি সিনেমা তিনি বানাননি। এ পর্যন্ত মাত্র ৯টি সিনেমা মুক্তি পেয়েছে তাঁর। তবু বিশ্বসিনেমায় তিনি প্রভাবশালী পরিচালক হিসেবেই নিজের জায়গা করে নিয়েছেন। দশম সিনেমাটি বানিয়ে পরিচালনা থেকে অবসর নেবেন, আগে থেকেই দিয়ে রেখেছেন সে ঘোষণা। টারান্টিনোর সিনেমা যে শুধু ফিল্ম ফেস্টিভ্যাল আর বোদ্ধামহলে প্রশংসিত হয়, তা নয়। ঝড় তোলে বক্স অফিসেও।
সম্প্রতি ‘দ্য চার্চ অব টারান্টিনো’ শিরোনামের এক পডকাস্টে জনপ্রিয় এই নির্মাতা জানিয়েছেন, তাঁর কাছে নিজের পছন্দের সিনেমা কোনগুলো। ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ তাঁর পছন্দের সিনেমা, আর ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’কে মনে করেন নিজের সেরা নির্মাণ। তবে যে সিনেমাটির জন্য নিজেকে নির্মাতা হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেটা হলো ‘কিল বিল’।
টারান্টিনো বলেন, ‘আমার বানানো কিল বিল এমন একটি সিনেমা, যেটা অন্য কেউ বানাতে পারত না। এর প্রতিটি দৃশ্য আমার কল্পনা, আমার পরিচয়, আমার ভালোবাসা, আবেগ ও বিহ্বলতার বহিপ্রকাশ। আমার মনে হয়, কিল বিল বানানোর জন্যই আমার জন্ম হয়েছিল। ইনগ্লোরিয়াস বাস্টার্ডস সিনেমাটি আমার মাস্টারপিস, আর ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড আমার ফেভারিট।’
২০১৯ সালে মুক্তি পাওয়া ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড সিনেমার সিকুয়েল তৈরি হচ্ছে। নাম ‘দ্য অ্যাডভেঞ্চার অব ক্লিফ বুথ’। তবে টারান্টিনো বানাচ্ছেন না সিনেমাটি। দায়িত্ব দিয়েছেন ডেভিড ফিঞ্চারের ওপর। কারণ নিজের শেষ সিনেমাটি কোনো সিকুয়েল হোক, সেটা চাননি টারান্টিনো। বরং শেষ কাজে এমন বিষয় তুলে আনতে চান, যা তিনি নিজেও আগে ভাবেননি।
টারান্টিনোর দশম ও শেষ সিনেমা কী হতে চলেছে, তা নিয়ে জল্পনার শেষ নেই। শেষ প্রজেক্ট হিসেবে ‘দ্য মুভি ক্রিটিক’ নামে একটি চিত্রনাট্য বেছে নিয়েছিলেন। তবে কাছাকাছি বিষয়ে আগেও একটি সিনেমা বানিয়েছেন বিধায় সে পরিকল্পনা থেকে সরে এসেছেন। খুঁজছেন নতুন বিষয়।

বিশ্ব চলচ্চিত্রের এক বিস্ময় কোয়েন্টিন টারান্টিনো। বেশি সিনেমা তিনি বানাননি। এ পর্যন্ত মাত্র ৯টি সিনেমা মুক্তি পেয়েছে তাঁর। তবু বিশ্বসিনেমায় তিনি প্রভাবশালী পরিচালক হিসেবেই নিজের জায়গা করে নিয়েছেন। দশম সিনেমাটি বানিয়ে পরিচালনা থেকে অবসর নেবেন, আগে থেকেই দিয়ে রেখেছেন সে ঘোষণা। টারান্টিনোর সিনেমা যে শুধু ফিল্ম ফেস্টিভ্যাল আর বোদ্ধামহলে প্রশংসিত হয়, তা নয়। ঝড় তোলে বক্স অফিসেও।
সম্প্রতি ‘দ্য চার্চ অব টারান্টিনো’ শিরোনামের এক পডকাস্টে জনপ্রিয় এই নির্মাতা জানিয়েছেন, তাঁর কাছে নিজের পছন্দের সিনেমা কোনগুলো। ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ তাঁর পছন্দের সিনেমা, আর ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’কে মনে করেন নিজের সেরা নির্মাণ। তবে যে সিনেমাটির জন্য নিজেকে নির্মাতা হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেটা হলো ‘কিল বিল’।
টারান্টিনো বলেন, ‘আমার বানানো কিল বিল এমন একটি সিনেমা, যেটা অন্য কেউ বানাতে পারত না। এর প্রতিটি দৃশ্য আমার কল্পনা, আমার পরিচয়, আমার ভালোবাসা, আবেগ ও বিহ্বলতার বহিপ্রকাশ। আমার মনে হয়, কিল বিল বানানোর জন্যই আমার জন্ম হয়েছিল। ইনগ্লোরিয়াস বাস্টার্ডস সিনেমাটি আমার মাস্টারপিস, আর ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড আমার ফেভারিট।’
২০১৯ সালে মুক্তি পাওয়া ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড সিনেমার সিকুয়েল তৈরি হচ্ছে। নাম ‘দ্য অ্যাডভেঞ্চার অব ক্লিফ বুথ’। তবে টারান্টিনো বানাচ্ছেন না সিনেমাটি। দায়িত্ব দিয়েছেন ডেভিড ফিঞ্চারের ওপর। কারণ নিজের শেষ সিনেমাটি কোনো সিকুয়েল হোক, সেটা চাননি টারান্টিনো। বরং শেষ কাজে এমন বিষয় তুলে আনতে চান, যা তিনি নিজেও আগে ভাবেননি।
টারান্টিনোর দশম ও শেষ সিনেমা কী হতে চলেছে, তা নিয়ে জল্পনার শেষ নেই। শেষ প্রজেক্ট হিসেবে ‘দ্য মুভি ক্রিটিক’ নামে একটি চিত্রনাট্য বেছে নিয়েছিলেন। তবে কাছাকাছি বিষয়ে আগেও একটি সিনেমা বানিয়েছেন বিধায় সে পরিকল্পনা থেকে সরে এসেছেন। খুঁজছেন নতুন বিষয়।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১ দিন আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১ দিন আগে